বিজ্ঞান প্রযুক্তির প্রিয় বন্ধুরা ভাল আছেন নিশ্চই!! ভেবেছিলাম আর লেখলেখি করবনা। কিন্তু আপনাদের আত্মার টানে আবার নতুন একাউন্ট নিয়ে আপনাদের মাঝে ফিরে এলাম । আজকের লেখাটি কোন বিষয়ে তা নিশ্চই শিরোনাম দেখেই বুঝতে পেরেছেন। আর তা হচ্ছে কিভাবে আরবী লিখবেন আপনার নকিয়া S60V5 স্মার্টফোনে । অনেক বন্ধুরই হয়তবা মোবাইলে আরবী দেখা যাই কিন্তু লেখা যাইনা। এবং শত আশা থাকা সত্ত্বেও আরবী লিখতে পারেননা তাদের জন্য এই সফটওয়্যারটি উপহার দিলাম।
প্রশ্ন হতে পারে আমরাতো আরবি জানিনা তাহলে আমাদের কি প্রয়োজন ?
আমি বলব আপনার অনেক বন্ধু আছে যারা আরবী জানেন ,কিন্তু ভালো কোন সফটওয়্যার পাচ্ছেননা। আপনি চাইলে আপনার বন্ধুকে এই সফটওয়্যার সম্পরকে ইনফরম করতে পারেন।
তবে হ্যাঁ আমি এটি শিওর যে , আমার মত যারা আরবি নিয়ে স্ট্যাডি করছেন এবং যারা মাদ্রাসার স্টুডেন্ট তাদের জন্য খুবই হেল্পফুল হবে।
তাহলে বন্ধুরা এবার মূল বিষয়ের দিকে ফিরে আসি।
প্রথমে আপনাকে সফটওয়্যারটি ডাউনলোড করতে হবে। যেহেতু এটাতে পর্যায়ক্রমে দুটি সফটওয়্যার ইনস্টল করতে হবে । তাই নিচে দুতি লিঙ্ক দিলাম ।
প্রথমে এটি (Swype.sisx) ডাউনলোড করুন।
দ্বিতীয় এটি ( arabickey.sisx) ডাউনলোড করুন।
এবার প্রথম সফটওয়্যারটি ইনস্টল করার পরে আপনার স্মার্ট ফোনটি রিস্টার্ট করুন ……… তারপর দ্বিতীয়টি ইনস্টল করুন ।
এবার স্ক্রীনশটলোর দিকে দেখুন করুন।
ইংলিশ ডিফল্ট মুড।
ইংলিশ ল্যান্ডস্ক্যাপ মুড। এখানে আমি ইংলিশ লিখেছি।
এবার নিচে দেখুন কিভাবে আরবী লিখবেন।
চিহ্নিত (q) সুইচটি হোল্ড (চেপে) করে ধরুন।
এবার দেখুন একটি ল্যাঙ্গুয়েজ অপশন দেখা যাচ্ছে ।এখান থেকে আরবী সিলেক্ট করুন। ব্যাস আপনার কাজ শেষ এবার ইচ্ছামত আরবী লিখুন।
নিচে আমি একটি হাদীস লিখেছি।
আরবী ডিফল্ট মুড।
আরবী ল্যান্ডস্ক্যাপ মুড।
বিঃদ্রঃ
বন্ধুরা আপনাদের মোবাইলে যদি প্রচলিত বাংলা ফন্ট অ্যাপ্লাই করে থাকেন তাহলে আরবী অক্ষরগুলো বক্স বক্স আকারে আসতে পারে । এই জন্য আপনার মোবাইলে যদি flipfont ইনস্টল করা থাকে তাহলে সেখান থেকে যে কোন একটি ফন্ট ব্যাবহার করুন।
আথবা আপনার মোবাইল ফোন থেকে বাংলা ফন্টটি সরিয়ে ফেলুন। সবথেকে ভালো হবে flipfont থেকে যে কোন একটি ফন্ট ব্যাবহার করলে।কারন পরবর্তীতে সহজে ডিফল্টে ফিরে আসতে পারবেন।
ভুলত্রুটি ক্ষমার চোখে দেখবেন কারন আমি একজন মানুষ , আর মানুষ বলতেই ভুল হতে পারে।
ফেইস বুকে আমার বন্ধু হতে চাইলে এখানে ক্লিক করুন।
শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। দারুন লিখেছেন।
আপনাকেও ধন্যবাদ।
ভাই আনেক সুন্দর চালিয়ে যান।
ধন্যবাদ।
ভাই এত দামি ফোনতো কিনতে পারবোনা আর আরবি লিখতেও পারবোনা। যদি আমার NOKIA……………………………………
NOKIA 1100 তে এই সফটওয়্যার কাজ করে তাহলে………………………………………………হিঃ হিঃ
হা হা হা হা হা হা হা………!!!!!!!!!!!!!!
খুব ভাল লাগল আপনার লেখা পড়ে । আমার নোকিয়া ৭২১০ তে সফটওয়্যার টি চালানো যাবে কি? জানালে উপকৃত হবো ।
vi assalamu alaikum.apnar likha khob valo laglo.apnar facebook/email id /mobile numberti amake dile khushi hotam.ok