স্মার্টফোনের বাজারে ফিনল্যান্ডের নকিয়া আবারো স্বনামে ফিরছে, এ খবর ইতিমধ্যে অনেকেরই জানা। বিশ্বের একসময়ের শীর্ষ জনপ্রিয় ব্র্যান্ড হওয়ায়, নকিয়ার প্রত্যাবর্তন নিয়ে সকলের রয়েছে তুমুল আগ্রহ।

শুরুতে কী সুবিধার স্মার্টফোন নিয়ে আসছে নকিয়া, তা নিয়ে জল্পনা-কল্পনার শেষ নেই। গত সপ্তাহে বেঞ্চমার্কিং টুল আনটুটুতে  নকিয়ার প্রথম স্মার্টফোন হিসেবে ‘নকিয়া ডি১সি’ মডেলটির কিছু  ফিচার প্রকাশিত হয়। যেমন- নকিয়া ডি১সি স্মার্টফোনটিতে রয়েছে অ্যান্ড্রয়েড নোগাট ৭.০ অপারেটিং সিস্টেম, ৩ জিবি র‌্যাম, অ্যাডরিনো ৫০৫ জিপিইউ, কোয়ালকম ৪৩০ প্রসেসর, ১৯২০ বাই ১০৮০ পিক্সেল রেজ্যুলেশন।

যদিও আনটুটুতে স্ক্রিন সাইজ প্রকাশিত হয়নি কিন্তু তারপরও এসব ফিচার দেখে প্রযুক্তি বিশ্ব ধরেই নিয়েছিল, ‘নকিয়া ডি১সি’ মডেলটি ডিভাইসটি নকিয়া আসন্ন নতুন স্মার্টফোন।

কিন্তু সকলকে চমকে দেওয়া সাম্প্রতিক তথ্য হচ্ছে, ‘ডি১সি’ মডেলটি নকিয়ার আসন্ন অ্যান্ড্রয়েড স্মার্টফোন নয়, বরঞ্চ নকিয়ার আসন্ন অ্যান্ড্রয়েড ট্যাবলেট! কারণ এবার জিএফএক্স বেঞ্চমার্কিং টুলে নকিয়ার ডি১সি মডেলটির যে স্ক্রিন তথ্য প্রকাশিত হয়েছে, সেখানে দেখা গেছে ডিভাইসটির স্ক্রিন ১৩.৮ ইঞ্চি।

অর্থাৎ শুরুতে অ্যান্ড্রয়েড ট্যাবলেট বাজারে আনছে যাচ্ছে নকিয়া। ডি১সি মডেলের নকিয়ার আসন্ন এই ট্যাবলেট-এ রয়েছে ১৩.৮ ইঞ্চি ফুল এইচডি (১০৮০ পিক্সেল রেজুলেশন) স্ক্রিন, যেখানে হাতের পাঁচ আঙুল ব্যবহার করে মাল্টি টাচ সুবিধা পরিচালনা করা যাবে। এছাড়া রয়েছে কোয়ালকম অক্টা কোর ১.৪ গিগাহার্জ গতির প্রসেসর, অ্যাডরিনো ৫০৫ জিপিইউ, ৩ জিবি র‌্যাম,  ১৬ জিবি ইন্টারনাল স্টোরেজ, অটো ফোকাস ও ফ্ল্যাশ সুবিধাসহ ১৬ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা ও ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।

এ বছরের শেষের দিকে বাজারে আসতে পারে নকিয়া ডি১সি ট্যাবলেট। ফিনল্যান্ডের এইচএমডি গ্লোবাল তৈরি করবে নকিয়ার ডিভাইসগুলো। ট্যাবলেট ছাড়াও নকিয়ার দুইটি অ্যান্ড্রয়েড স্মার্টফোনও বাজারে আসতে পারে বলে গুঞ্জন রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here