নকিয়ার কথা কী মনে আছে? বাজারে একসময় সবচেয়ে বেশি জনপ্রিয় মোবাইল ছিল নকিয়া। এবং শুধু অসাবধানতায় কারো হাত থেকে পড়ে গিয়ে অক্ষত থেকে নকিয়ার মোবাইল মজবুত হিসেবে খ্যাতি কুড়ায়নি, বরঞ্চ বুলেট ঠেকিয়ে জীবন বাঁচিয়েও ব্যবহারকারীর জয় করেছে।
ব্যতিক্রম হয়নি এবারও। টুইটারে মাইক্রোসফটের জেনারেল ম্যানেজার পিটার স্কিলম্যান জানিয়েছেন, গত সপ্তাহে আফগানিস্তানে এক ব্যক্তির জীবন রক্ষা করেছে নকিয়া মোবাইল।
ওই ব্যক্তির দিকে ধেয়ে আসা একটি বুলেট প্যান্টের পকেটে থাকা নকিয়া ৩০১ মডেলের মোবাইলটিতে আটকে যাওয়ায়, জীবন রক্ষা পায়। বুলেট বিদ্ধ হওয়ায় মোবাইলটি অবশ্য আর ব্যবহার উপযোগী নেই।
এর আগে ব্রাজিলের এক পুলিশ প্রাণে রক্ষা পায় তার নকিয়া লুমিয়া ৫২০ ফোনে বুলেট আটকে যাওয়ায়। সিরিয়ার এক ব্যক্তিকে প্রাণে বাঁচায় তার নকিয়া এক্স২ ফোন। নকিয়া ছাড়াও আইফোন ৪এস, আইফোন ৫এস, আইফোন ৫সি’র ক্ষেত্রেও বুলেট আটকে ব্যবহারকারীর জীবন বাঁচানোর ঘটনা রয়েছে।