ধানের খড়কুটো এবং ভুট্টাগাছ দিয়ে তৈরি হবে বায়ো-ফুয়েল। সম্প্রতি যুক্তরাষ্ট্রের ইস্ট অ্যানজিলিয়া বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক জানিয়েছে,ধানের খড়-কুটো এবং ভুট্টা গাছ দিয়ে তৈরি বায়ো-ফুয়েলের মাধ্যমেই চলবে ভবিষ্যতের গাড়ি।
গবেষকরা ধারণা করছেন, সারা পৃথিবীর কৃষি বর্জ্য থেকে বছরে প্রায় ৪০০ বিলিয়ন লিটার বায়ো-ইথানল উৎপাদন করা সম্ভব। যদিও এই প্রক্রিয়া সময় সাপেক্ষ কেননা, কৃষি বর্জ্য পচানো জন্য উচ্চ তাপমাত্রার প্রয়োজন হয়।
গবেষণাদলের প্রধান ড. টম ক্লাক জানিয়েছেন, বায়োইথানল একটি মূল্যবান দাহ্য পদার্থ। বিশেষ করে অটোমোবাইল শিল্পে এই দাহ্য পদার্থ সচরাচর ব্যবহৃত হচ্ছে। বায়োইথানলের সঙ্গে পেট্রোল মিশিয়ে গাড়িতে ব্যবহার করা যায়।
এমন গাড়ী তৈরি হলে ময়লা আবর্জনার দূষণ থেকে যেমনি রেহাই পাওয়া যাবে, তেমনি গাড়ির তেল খরচ ও কমে যাবে বলে মনে করা হচ্ছে।