শিক্ষাকে শিক্ষার্থী কাছে আরও সহজ , সুলভ এবং আনন্দদায়ক করার লক্ষ্য নিয়ে তৈরি হয়েছে দেশের প্রথম শিক্ষা ভিত্তিক পূর্নাঙ্গ মোবাইল আপ্লিকেশন দূরবীন অ্যাপ। ছয়টি অভিনব ফিচারের মাধ্যমে শিক্ষাকে দেশের সর্বস্তরে প্রতিটি শিক্ষার্থী হাতে পৌঁছে দিতে কাজ করছে দূরবীণ অ্যাপ।
আন্তজার্তিক মাতৃভাষায় দিবসে, বাংলাদেশে এই প্রথম দূরবীন অ্যাপ দেশে সকল শিক্ষার্থীদের মাঝে প্রতিযোগিতামূলক অনলাইনে কন্টেস্ট ভাষার লড়াই এর আয়োজন করছে।শত ত্যাগ ও সংগ্রাম এর বিনিময়ে মাধ্যমে বাংলা ভাষায় অর্জিত আমাদের এই মাতৃভাষা। প্রতিযোগিতা মাধ্যমে বাংলা ভাষার অর্জন পটভূমি এবং এর ইতিহাস সম্পর্কে সকলের জ্ঞান বৃদ্ধি করাই ভাষার লড়াই কন্টেস্ট উদ্দেশ্য।২১ শে ফেব্রুয়ারি বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.৩০ মিনিটে বাংলাদেশ ও পৃথিবীর যেকোন প্রান্ত দূরবীন অ্যাপ এর মাধ্যমে ভাষার লড়াই কন্টেস্টে অংশগ্রহণ করা যাবে। ভাষার লড়াই কন্টেস্ট বিজয়ীর জন্য থাকছে আকর্ষনীয় পুরস্কার।
“ভাষার লড়াই” কন্টেস্ট অংশ গ্রহণ করতে গুগল প্লে স্টোর থেকে ফ্রি দূরবীন অ্যাপ ডাউনলোড করে কন্টেস্ট ফিচারে রেজিস্টার করে নিতে হবে ।দূরবীন অ্যাপ ফ্রি ডাউনলোড করতে ভিজিট করুন http://google/Ebyt3G
বিস্তারিত জানতে ভিজিট করুন www.facebook.com/durbinapp/
ডাউনলোড করেতে ভিজিট করুন http://google/Ebyt3G