বিজ্ঞানী এবং বিজ্ঞানের কল্যানে একের পর এক আবিস্কার বদলে দিয়েছে আমাদের জীবনধারা। তবে এমন কিছু আবিস্কারও রয়েছে যেগুলো মোটেও প্রয়োজনীয় নয় বরং অনেক ক্ষেত্রে হাস্যকর। এইসব আবিস্কারগুলোকে আপনি উদ্ভট, অপ্রয়োজনীয় বা হাস্যকর যাই বলেননা কেন এগুলোকে একেবারে ফেলনা বলা যাবে না। ক্রিয়েটিভভাবে এগুলো হয়তো ব্যবহার করা সম্ভব। এবার চলুন দেখা যা কি কি আবিস্কার স্থান করে নিয়েছে এই লিস্টে-
গোসলের সময় গান গাওয়ার শখ চাপে অনেকেরই। স্পঞ্জটি যদি মাইক এর কাজ করে তাহলে খারাপ কি?
গরম নুডলস ঠান্ডা করতে আর কোন বাধা রইলো না!
খাওয়ার সময় খাবারে চুল পড়া রোধে এই ব্যবস্থা। দেখতেও কিন্তু খারাপ লাগে না 😉
জুতা দিয়ে যদি তেলাপোকা মারার কাজটাও সারা যায় তাহলে ক্ষতি কি?
আপনি বাসায় না থাকলে কি অন্য কেউ আপনার কাপ ব্যবহার করে? এই কাপের চাবিটি খুলে দিলে এটি ব্যবহার অযোগ্য হয়ে যাবে 😛
বাসে, ট্রেনে ঘুমিয়ে পড়াটাই স্বাভাবিক। তবে ডানে-বামে সামনে মাথা হেলে পড়াটা একটা সমস্যা। আর সমস্যার সমাধান এখানে। এটি কেন যে জনপ্রিয় হলো না, তাই বুঝলাম না 😕
আমাদের দেশে বাসে-ট্রেনে বসে থাকে যত লোক, তার চাইতে বেশি দাঁড়িয়ে থাকে। তাই বলে ঘুমানো কি বন্ধ থাকবে!
জুতাকে রোদ-বৃস্টি থেকে রক্ষা করতে ছাতা ওয়ালা জুতা 🙂
বার বার পকেট বা ব্যাগ থেকে রুমাল-টিস্যু বের করে নাক মোছা সত্যি বিরক্তিকর
আপনার ছোট ভাই-বোন বা আপনার শিশুটি কি সারাদিন হামাগুড়ি দিয়ে বেড়ায়? তাহলে এই ‘বেবি মপ’ ব্যবহার করতে পারেন। ঘর মোছার কাজটিও হয়ে যাবে 🙂
সুন্দর হয়েছে POST টা
খুব ভাল লাগল।
ভালো দেখাইলেন।
আমার পছন্দেরটা হল ঘুমের সময় যে মাথা না নড়ে ওউটা 😀 😛
অসাধারন ……ইমতিয়াজ ভাই , এদের মধ্যে কোন টা ব্যবহার করেন আপনি ???
‘শাওয়ার মাইক’ টা ব্যবহার করা যায়। গোসলের সময় গান গাইতো 😉
দারুণ post
সুন্দর হয়েছে….THANKS
খুব করে হাসলাম
হাসার জন্য খুব ভাল একটা পেজ হয়েছে। very very veryyyyyyyyyyyyyyy মজার
আমার খুব ভাল লাগছে৷
চমৎকার লাগলো, ধন্যবাদ
ato buddhi, onek moja pailam
ভাই এই সুন্দর পোষ্ট গুলো সংগ্রহ করার মানসিকতাটাও কিন্তু আপনার উদ্ভট আবিষ্কার |
হয়তো 😀
আমি এই মুহুর্তে সর্দিতে ভুগতেসি আমার জন্য টিস্সু রাখার জাদুকরী সিস্টেম তা লাগবে।
valo laglo boss
সব তো চায়নাদের আবিষ্কার! 😛