আজ খ্যাতনামা চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদের ৬২তম জন্মবার্ষিকী। আর তার এ জন্মদিনকে স্মরণ রাখতে তার সম্মানার্থে সার্চ ইঞ্জিন গুগল তৈরি করেছে বিশেষ ডুডল। ডুডলটি এমন ভাবে সাজানো হয়েছে, যার দুপাশে আছে সিনেমার রিল। মাঝখানে লাল ব্যাকগ্রাউন্ডে রয়েছে গুগলের নাম। আর তাতে রয়েছে একটি মাটির ময়না ধরে থাকা একটি হাত ও ফুল।
তারেক মাসুদের নির্মিত ছবিগুলোর মধ্যে আছে মুক্তির গান, মাটির ময়না, অন্তর্যাত্রা, রানওয়ে, আদম সুরত ও এ কাইন্ড অব চাইল্ড হুড।এর মধ্যে মাটির ময়না চলচ্চিত্রটি ২০০২ সালে কান ফিল্ম ফেস্টিভ্যালে সমালোচক পুরস্কার পায়।
তারেক মাসুদ ফরিদপুর জেলার ভাঙা উপজেলায় ১৯৫৬ সালে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পাশ করেন। মুক্তিযুদ্ধের পর থেকে ফিল্ম সোসাইটি মুভমেন্টে জড়িয়ে পড়েন।১৯৮৯ সালে চিত্রশিল্পী এসএম সুলতানকে নিয়ে তৈরি করেন প্রথম তথ্যচিত্র আদম সুরত। তার হাত ধরেই দেশে সর্বপ্রথম ইন্টারন্যাশনাল শর্ট ও ডকুমেন্ট্রি ফিল্ম ফেস্টিভ্যালের আয়োজন করা সম্ভব হয়।
২০১১ সালের ১৩ অগাস্টে দুর্ঘটনায় নিহত হন তারেক মাসুদ। ২০১২ সালে তিনি মরণোত্তর একুশে পদকে লাভ করেন।