ঢাকায় অনুষ্ঠিত হয়ে গেল ক্রিপ্টোগ্রাফী নিয়ে কারিগরি কর্মশালা। কিভাবে ইন্টারনেট দুনিয়ায় নিজেদের ব্যক্তিগত তথ্যাদি সুরক্ষিত রাখা যায় এবং কোন পদ্ধতিতে সেটা হয় সেসব বিষয়ে বিস্তারিত আলোচনা হয় কর্মশালায়। বিশ্বের বিভিন্ন দেশে অনুষ্ঠিত ক্রিপ্টোপার্টির অংশ হিসেবে বাংলাদেশেও প্রথমবারের মতো এ আয়োজন অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের (বিডিওএসএন) উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউট অব ইনফরমেশন টেকনোলজির (আইআইটি) সহায়তায় গতকাল সোমবার আইআইটি ভবনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় ৩৫জন শিক্ষার্থী এবং আগ্রহীরা অংশ নেন। কর্মশালা পরিচালনা করেন গ্রীসের গ্রিক রিসার্স অ্যান্ড টেকনোলজি নেটওয়ার্কের সিনিয়র সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর জর্জ কার্গিওট্যাকিশ। কর্মশালায় জর্জ ক্রিপ্টোগ্রাফীর বিভিন্ন বিষয়গুলো হাতে কলমে দেখিয়ে দেন এবং কি কি পদ্ধতি অবলম্বন করলে ইন্টারনেটে নিজেদের ব্যক্তিগত তথ্যাদি নিরাপদ রাখা যায় সে বিষয়গুলো তুলে ধরেন। কর্মশালায় উপস্থিত ছিলেন আইআইটির সহকারী অধ্যাপক ড. বি এম মইনুল হোসেন (রাজু), প্রভাষক অমিত শীল, বিডিওএসএনের সহ-সাধারণ সম্পাদক ও বাংলা উইকিপিডিয়ার প্রশাসক নুরুন্নবী চৌধুরী (হাছিব), বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সমন্বয়ক বায়েজিদ ভূঁইয়া জুয়েল, ক্রিয়েটিভ কমন্স বাংলাদেশের পাবলিক লিড নাসির খান সৈকত, বিডিওএসএনের কোষাধ্যক্ষ প্রমি নাহিদ, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের গবেষনা সহযোগী তুষার চক্রবর্তীসহ অনেকে। অনুষ্ঠান শেষে জর্জ কার্গিওট্যাকিশের হাতে বিডিওএসএনের পক্ষ থেকে সম্মাননা তুলে দেওয়া হয়।