চালু হওয়ার অল্প সময়ের মধ্যেই যথেষ্ট জনপ্রিয়তা পেয়েছে অগমেন্টেড রিয়ালিটি গেম পোকেমন গো। গেমটি নিয়ে গেমারদের বাড়তি উন্মাদনার আগুনে ঘি ঢালতে এবার চালু হচ্ছে পোকেমন গো থিমের ডেটিং সাইট। জনপ্রিয় ‘পোকেমন’ কার্টুনটির প্রধান চরিত্র অ্যাশ এবং মিষ্টি বিভিন্ন স্থানে পোকেমন খুঁজে বের করত এবং পৃথিবীর নতুন নতুন স্থান অন্বেষণের অভিজ্ঞতা অর্জন করত। অ্যাশ আর মিষ্টির মতো সঙ্গীর সঙ্গে ভার্চুয়াল ও বাস্তব জগতের সংমিশ্রণে তৈরি ‘পোকেমন গো’ গেমটির মাধ্যমে যেন ব্যবহারকারীরা পোকেমন খুঁজতে বের হতে পারেন তার সুযোগ করে দিচ্ছে এক ডেটিং সাইট।
প্রজেক্ট ফিক্সআপ নামক এ ডেটিং সাইট সম্প্রতি পোকেমন থিমের ডেটিং সেবা চালু করেছে বলে জানিয়েছে ইনডিপেনডেন্ট। পোকেমন গো’র উন্মত্ততাকে কাজে লাগিয়ে পণ্য বিক্রেতাসহ অনেকেই নানা রকম ব্যবসায়িক পদক্ষেপ নিচ্ছে। পোকেমন গো’র ব্যাপক সাফল্যের জন্য লাভবান হচ্ছেন অনেকেই। ডেটিং সেবার চিন্তাটি শুরু হয় যখন কিছু ব্যবহারকারী তাদের সঙ্গীর সঙ্গে একই রকম আগ্রহের ক্ষেত্র হিসেবে ‘পোকেডেটস’-এর খোঁজ করছিলেন। এই সেবাদাতারা ই-মেইল করে প্রত্যেক ব্যক্তি এবং মেম্বারকে জানান যে তারা সহজেই সঙ্গী খুঁজে পাবেন। এক একটি ডেটের পরিকল্পনার জন্য ব্যক্তিকে ২০ ডলার করে প্রদান করতে হবে। আর ব্যবহারকারী প্রোমো কোড ‘পোকেমনডেটস ২০১৬’ এন্টার করলে তাদের প্রথম ডেটটি সম্পূর্ণ বিনা মূল্যে পেতে পারেন। প্রজেক্ট ফিক্সআপের প্রধান নির্বাহী কর্মকর্তা এবং সহপ্রতিষ্ঠাতা সারাহ প্রেস বলেছেন, ‘যখনই পোকেমন গো চালু হয়েছে আমরা জানতাম এটি আমাদের ব্যবহারকারীদের জন্য একটি সঠিক পণ্য; পোকেমন গো উৎসাহী এবং নতুন সদস্যরা একই ধরনের। পোকেমন গো পৃথিবীতে উন্মাদনার ঝড় তুলেছে আর একজন সঙ্গীর সঙ্গে এটি আরও মজার হয়ে ওঠে। আমরা আশা করি, পোকেমনডেটস একাকীদের একসঙ্গে গেমটির আনন্দ পাওয়ার অভিজ্ঞতা আনবে এবং একে অন্যকে জানার মাধ্যমে তাদের শহর অন্বেষণ করবে।’ এই ডেটিং সেবাটি বর্তমানে শুধু যুক্তরাষ্ট্রে চালু হয়েছে। তবে পুরো বিশ্বে এটি ছড়িয়ে দেয়ার পরিকল্পনা রয়েছে।