ক্যালিফোর্নিয়া,স্টক হোম এবং উপজেলা বিশ্ববিদ্যালয় একদল গবেষক সম্প্রতি স্মার্টফোন মাধ্যমে এমন একটি প্যাথলজিকেল মাইক্রোস্কপ ডিভাইজ উদ্ভাবন করেছেন, যার মাধ্যমে ডিএনএ বিশ্লেষণ করে ক্যান্সার,যক্ষ্মা ও অন্যান্য মারাত্মক কিছু রোগের কার্যকরী প্রতিকার খুঁজে পেয়েছেন।

উদ্ভাবকের ধারনা করেছেন, এর একটি ডিভাইসে ৫০০ ডলারের চেয়েও কম দামে বাজারজাত করা যাবে।

দূরবর্তী ল্যাবরেটরীতে নমুতা পাঠানো ও বিশ্লেষণ অনেক খরচ সময় সাপেক্ষ।যার ফলে এই নতুন প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে রোগ নির্নয়ে ও প্রতিকারের প্রক্রিয়া সহজতর করবে।

তবে প্রযুক্তি এখনও প্রক্রিয়াধীন আছে চূড়ান্ত  আলোর মুখ দেখার জন্য।আরও কিছু গবেষণা পর্যবেক্ষনের পর এর নির্ভলতা নিশ্চিত হয়ে এটি বাজারে আসবে।

সূত্র-বিবিসি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here