টানা কয়েকবছর টুইটার ব্যবহারকারীদের যাবতীয় ছবি ও ভিডিও টুইটপিক ও ওয়াইফ্রগের মতো তৃতীয়পক্ষের হাতে ছেড়ে দেয়ার পর অবশেষে যেন টুইটারের টনক নড়লো। আর তাই এবার তারা নিজস্ব ছবি ও ভিডিও শেয়ারিং সুবিধা নিয়ে এসেছে যার ফলে ব্যবহারকারীদের আর ছবি বা ভিডিও শেয়ার করার জন্য অন্যের দ্বারস্থ হতে হবে না।
জানা গেছে, চলমান ডি৯ কনফারেন্সে টুইটারের প্রধান নির্বাহী কর্মকর্তা ডিক কস্টোলো জানিয়েছেন, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই সম্পূর্ণ নতুন এই ছবি ও ভিডিও শেয়ারিং সেবা টুইটারের শতভাগ ব্যবহারকারীর কাছে উন্মুক্ত হয়ে যাবে। নতুন সেবার বদৌলতে ব্যবহারকারীরা টুইটের সঙ্গেই তাদের ছবি বা ভিডিও জুড়ে দিতে পারবেন। এছাড়াও টুইটারের হোমপেজেও সবচেয়ে জনপ্রিয় ছবি ও ভিডিও’র জন্য আলাদা স্থান বরাদ্দ করা হবে বলে জানিয়েছেন সিইও।
যারা মোবাইল থেকে টুইটার ব্যবহার করেন, সুখবর রয়েছে তাদের জন্যও। শিগগিরই মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমেই ছবি বা ভিডিও এমবেড করা যাবে বলেও টুইটার ব্লগে প্রকাশিত এক পোস্টে জানা গেছে।
উল্লেখ্য, নতুন এই সেবা তৈরিতে টুইটারকে সহায়তা করছে ছবি শেয়ারিং সাইট ফটোবাকেট। সেবার পেজে Powered by Photobucket লেখা থাকবে বলেও ধারণা করা হচ্ছে। তবে অনেকেই এখনো একটি বিষয়ে অনিশ্চয়তায় ভুগছেন তা হলো টুইটারে দেয়া ছবি ও ভিডিওর স্বত্ব কে সংরক্ষণ করবে। টুইটার কর্তৃপক্ষ অনানুষ্ঠানিকভাবে জানিয়েছে, সর্বস্বত্ব ব্যবহারকারীই সংরক্ষণ করবে। এছাড়াও তিনি মনে করিয়ে দিয়েছেন ব্যবহারকারীদের ছবির উপর স্বত্ব দাবি করায় টুইটপিকের পরিণতির কথা। সেই হিসেবে টুইটার ব্যবহারকারীদের স্বত্ব নিয়ে টেনশন না করাই বোধহয় উচিৎ।