উইন্ডোজ অপারেটিং সিস্টেম এর বিভিন্ন বিরক্তিকর সমস্যাগুলোর মধ্যে একটি হল প্রোগ্রাম রেসপন্স না করা অর্থাৎ হ্যাং হয়ে যাওয়া। র্যাম এর স্বল্পতা, ভাইরাস, নিম্নমানের প্রোগ্রাম ডিজাইন ইত্যাদি বিভিন্ন কারনে এই সমস্যা হতে পারে। যখন কোন সফটওয়্যার হ্যাং হয়ে যায় তখন আমরা সাধারনত Alt+Ctrl+Del চেপে টাস্ক ম্যানেজার ওপেন করে সেই সফটওয়্যার বন্ধ করে থাকি। তবে কিছু কিছু ক্ষেত্রে টাস্ক ম্যানেজার খুলতেও যথেস্ট সময় লাগে, কারন এটি শুধু সেই হ্যাং হয়ে যাওয়া প্রোগ্রাম নয় বরং আরও অনেক কিছু নিয়ে লোড হয়। আর তাই টাস্ক ম্যানেজার ওপেন না করে এক ক্লিকে হ্যাং হয়ে যাওয়া প্রোগ্রাম বন্ধ করে দিলে কেমন হয় ? দেখা যাক এটি কিভাবে করা যায়।
- প্রথমেই ডেস্কটপ এ রাইট ক্লিক করে New > Shortcut সিলেক্ট করুন।
- এবার একটি ডায়ালগ বক্স দেখা যাবে যেখানে আপনার শর্টকাট এর লোকেশন জানতে চাইবে। সেখানে নিচের লেখাটি কপি করে পেস্ট করে নেক্সট বাটনে ক্লিক করুন।
taskkill.exe /f /fi “status eq not responding”
- শর্টকাটটির পছন্দমত একটি নাম দিন এবং ফিনিশ বাটনে ক্লিক করুন।
ব্যাস কাজ শেষ। এখন কোন প্রোগ্রাম হ্যাং হয়ে গেলে শুধু এই শর্টকাটে ডাবল ক্লিক করলেই সেই প্রোগ্রামটি বন্ধ হয়ে যাবে। টাস্ক ম্যানেজার ওপেন করার আর কোন ঝামেলা থাকল না।
দারুণ মজা তো!!
খুবই দরকারি। ধন্যবাদ।
I have tried but my attempt was failure with a message “The file kill.exe” cannot be found. For your info, I am using VISTA. I would appreciate if you could clarify more. Thanks.
@Sikder,i think you misstyped the word “taskkill.exe”.DO NOT give space betwen taskkill.i mean to say its “taskkill.exe”,not “task kill.exe” or “kill.exe”
really fruitful
thnaks u mr…………………..laksam@gmail.com add to me pls
valo post thanks vaia
আমার কম্পিউটারে Ctrl+Alt+Del চাপলে “Task Manager has been Disabled by your Administer” দেখাচ্ছে, কি করব কারোর জানা থাকল সাহায্য করুন খুব সমস্যায় আছি ।
এর সমাধান পাবেন এই লিংকে http://www.pchell.com/support/taskmanagerdisabled.shtml
ইমতিয়াজ মাহমুদ ভাই, সাহায্য করার জন্য অসংখ্য ধন্যবাদ । ভাল থাকবেন ,নতুন বছরের আগাম শুভেচ্ছা জানায়।
অনেক ধন্যবাদ। খুবই কাজে লেগেছে।
can not be found,দেখায়।হয় না।
এবার হয়েছে।Thanks