জেটপ্যাক কি তা বর্তমানে অনেকেই জানেন। পিঠে জেট ইঞ্জিন লাগিয়ে আকাশে ওড়ার এই যন্ত্র জেটপ্যাক সায়েন্স ফিকশন বা গেইমে বেশ দেখা গেলেও, বাস্তবে এটিকে ব্যবহারযোগ্য একটি আকাশযান হিসেবে পরিনত করতে বেশ কাঠখড় পুড়িয়েও তেমন লাভ হয়নি। মূলত পৃথিবীর বায়ুমন্ডল, মাধ্যাকর্ষন শক্তি এবং মানুষের শারিরীক গঠন কোনটাই জেটপ্যাক ব্যবহার করে আকাশে ওড়ার জন্য সুবিধাজনক নয়। আর তাই বছরের পর বছর ধরে জেটপ্যাককে ব্যবহারযোগ্য করার করার সকল প্রচেস্টা ব্যার্থ হয়।
তবে এবার বোধহয় মানুষের ইচ্ছাশক্তি এবং পরিশ্রমের কাছে হার মানতে যাচ্ছে সকল বাধা। Martin JetPack জেটপ্যাক নামক নতুন এক জেটপ্যাক সম্প্রতি ৫,০০০ ফুট উচ্চতায় ঘন্টায় প্রায় ৬৩ মাইল গতিতে আকাশে ওড়ে। প্রায় ৬ মিনিট ধরে আকাশে অবস্থানকালে এটিকে নিয়ন্ত্রন করা হয় একটি উড়ন্ত হেলিকপ্টার থেকে। এ টেস্ট ফ্লাইটে মানুষের পরিবর্তে ডামি ব্যবহার করা হয় এবং ইমার্জেন্সি প্যারাশ্যুটও টেস্ট করা হয়।
এই সফল টেস্ট ফ্লাইট এবং জেটপ্যাকের ভবিষ্যত ব্যবহার সম্পর্কে মার্টিন বলেন,
“This successful test brings the future another step closer. This test also validated our flight model, proved thrust to weight ratio and proved our ability to fly a Jetpack as an unmanned aerial vehicle, which will be key to some of the Jetpack’s future emergency/search and rescue and military applications.”
আর সবচেয়ে মজার তথ্য হচ্ছে মার্টিন জেটপ্যাকের নির্মাতা প্রতিষ্ঠান নিউজিল্যান্ডের মার্টিন এয়ারক্রাফট কর্পোরেশন ঘোষনা দিয়েছে বছর দুয়েক পরই এটি যে কেউ মাত্র ১০০,০০০ ডলার এর বিনিময়ে কিনে ব্যবহার করতে পারবে! কিনতে চাইলে এখনই টাকা জমানো শুরু করুন 😉