জন্মের পরপরই আমাদের সুন্দর একটি নাম দেয়া হয়। নানা ধরণের, নানা দেশের, নানা জাতের মানুষ পৃথিবীতে বাস করে। এদের সবার চেহারা এক হয় না, আচার-আচরণ এক হয় না। মানুষগুলোর নামও হয় ভিন্ন ভিন্ন। কিন্তু আপনার জানা আছে কি, আপনার নাম ও আপনার পাশের বাড়ির ছেলেটির নাম আলাদা হলেও আপনাদের দুইজনের বৈজ্ঞানিক নাম এক? তা হল হোমো স্যাপিয়েন (Homo Sapien)।তাই বলে শুধুমাত্র মানুষেরই বৈজ্ঞানিক নাম রয়েছে তা ভেবে বসবেন না আবার।
আমাদের জানা সকল জীবেরই বৈজ্ঞানিক নাম রয়েছে।এসব প্রাণীর বৈজ্ঞানিক নাম কি, তা জানানোর জন্যই আজকের এই প্রয়াসঃ
১) মানুষ- হোমো স্যাপিয়েন (Homo Sapien)
২) বিড়াল- ফেলিস ক্যাটাস (Felis Catus)
৩) কুকুর- ক্যানিস ফ্যামিলিয়ারিস (Cannis Familiaris)
৪) হরিণ- আর্টিওডাকটিল কার্ভিডা (Artiodactyl cervidae)
৫) ডলফিন- ডেলফিনিডা ডেলফিস (Delphinidae delphis)
৬) হাতি- প্রোবোসিডা এলিফ্যান্টিডা (Proboscidea elephantidae)
৭) শিয়াল- ক্যানিস ভালপিস (Cannis vulpes)
৮) ব্যাঙ- আনুরা রানিডা (Anura ranidae)
৯) জিরাফ- জিরাফা কামালোপারাদালিস (Giraffa camalopardalis)
১০) জায়ান্ট পান্ডা- অ্যাইলুরোপোডা মেলানোলিউসা (Ailuropoda melanoleuca)
১১) ছাগল- কাপরা হিরকাস (Capra hircus)
১২) সিংহ- প্যান্থেরা লিও (Panthera leo)
১৩) ঘোড়া- ইক্কুস ক্যাবালাস (Eqqus caballus)
১৪) জেব্রা- ইকুইডা বারশেলি (Equidae burcheli)
১৫) খরগোস- ল্যাপোরিডা কুনিকুলাস (Leporidae cuniculas)
তথ্য সূত্রঃটিউটর ভিস্তা