২০০৯ সালে ফটোগ্রাফার জিমি নেলসন তার ক্যামেরা নিয়ে বের হয়ে পড়েন। তার মনে হয়েছিল যে হারে পৃথিবী অগ্রসর হচ্ছে, অচিরেই পৃথিবী থেকে প্রাচীন সব গোত্র হারিয়ে যাবে। ভবিষ্যতের মানুষ তাদের সম্পর্কে আর কিছু জানতে পারবে না, তারা যে ছিল এমন কোন প্রমাণ আর থাকবে না। তাই তিনি এমন কিছু ছবি তোলেন তার ভ্রমণে, যা মানুষকে আচম্বিত করে।
তার সব ছবি ও বর্ণনা নিয়েই এই বছর বের হয়েছে তিন ভলিউম বিশিষ্ট বই। নিচে তার পাঁচটি ছবি দেয়া হলঃ





সূত্রঃ twistedsifter.com