দুনিয়াতে কত অদ্ভুত ব্যাপার রয়েছে। এর কতটুকু আমরা জানি? অনেকেই হয়তো অনেক জানি আবার অনেকেই জানি না। তবে আমাদের চারপাশে থাকা বিষয়বস্তু যা নিয়মিত আমাদের দৃষ্টিগোচর হচ্ছে, হয়তোবা ব্যবহারও করছি সেগুলোর সম্পর্কে আমরা কতটুকু জানি? চলুন কিছু জানা যাক-

2010-12-09_191309

আপনি জানেন! একটি কলার শতকরা ৭৫ ভাগই পানি। একবার ভাবুন কলা খাওয়া আর এক গ্লাস পানি খাওয়ার মধ্যে তফাত কতটুকু!! কলা খাওয়ার চেয়ে আপেল খাওয়া আনেক ভালো!!!!

2010-12-09_191340

আপেলের সাথে মহাবিজ্ঞানি নিউটনের সেই গল্প সবাই জানি কিন্তু এটা কজন জানি যে আপেলের শতকারা ৮৪ ভাগই পানি?

2010-12-09_191516

পৃথিবীর সবচেয়ে লম্বা ঘাসের নাম বাঁশ। এই ঘাস লম্বায় ১৩০ ফুটও হতে পারে।

2010-12-09_191600

মানুষের শরীরের সবচেয়ে বেশী শক্তিশালী পেশী হচ্ছে জিভ।

2010-12-09_191622

আপনি জানেন কি? কুমির তার জিভ মুখের বাইরে আনতে পারে না।

OperaUniteIconAni

নারীরা চোখের পলক ফেলে পুরুষের চেয়ে দ্বিগুনেরও বেশী।

2010-12-09_191824

কেঁচোর কোন চোখ নাই। তাই সে অন্য প্রাণীদের মতো দেখতে পায় না। তবে সে ত্বকের বিশেষ ধরনের কোষের সাহায্যে চারপাশের অবস্থা ঠিকই বুঝতে পারে।

2010-12-09_191900

সামনের দিকে যতোই লাফাক, ক্যাংগারু কখনোই পিছনের দিকে হাঁটতে পারে না।

2010-12-09_191927

কোয়েলারা নাকি খুব ঘুম কাতুরে। ওরা দিনের ২৪ ঘন্টার মধ্যে ১৮ ঘন্টাই ঘুমিয়ে কাটায়। কিন্তু শামুক……

2010-12-09_191943

শামুক তিন বছর ঘুমিয়ে কাটাতে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here