বিচিত্র দুনিয়াতে রয়েছে বিচিত্র সব তথ্য আর জানা-অজানা নানান কথা। কিছু আমাদের জানা আর বাকি কিছু অন্যদের জানা। আমাদের চারপাশে থাকা বিষয়বস্তু যা নিয়মিত আমাদের দৃষ্টিগোচর হচ্ছে, সেগুলো সম্পর্কে জানা-অজানা সেই সব তথ্যের ভিন্ন রকম উপস্থাপনার ছোট্ট এই প্রচেষ্ঠা।
জানা !! আবার অজানাও হতে পারে ০৯
১। স্নায়ুতন্ত্র
একজন মানুষের স্নায়ুতন্ত্র এত লম্বা যে তা দিয়ে পৃথিবীকে ৭ বার পেঁচানো যাবে।
২। শিরা-উপশিরা
দেহের সব শিরা-উপশিরাকে পাশাপাশি সাজালে দেড় একর জমির প্রয়োজন হবে।
৩। রক্তকনিকার পথভ্রমণ
একস্থান থেকে শুরু করে সমগ্র শরীর ঘুরে ঐ স্থানে ফিরে আসতে একটি রক্ত কণিকা ১,০০,০০০ কিমি পথ অতিক্রম করে অর্থাৎ ২.৫ বার পৃথিবী অতিক্রম করতে পারে।
৪।লোমকূপ
একজন মানুষের চামড়ার ওপর রয়েছে ১ কোটি লোমকূপ।
৫। পায়ের পাতা - হাতের তালু
মানুষের পায়ের পাতা আর হাতের তালু ছাড়া আর সব জায়গায় লোম গজায়।
৬। মস্তিষ্ক
আমাদের মস্তিষ্ক প্রায় ১০,০০০ টি বিভিন্ন গন্ধ চিনতে ও মনে রাখতে পারে।
৭। আঙ্গুলের নখ
হাতের বুড়ো আঙ্গুলের নখ বড় হয় খুব আস্তে আস্তে, আর সবচেয়ে তাড়াতাড়ি বড় হয় মধ্যমার নখ।
৮। নখের বৃদ্ধি
মানুষের নখ প্রতিদিন ০.০১৭১৫ ইঞ্চি করে বাড়ে।
আরো দেখুন :
জানা!! আবার অজানাও হতে পারে ১ম পর্ব, ২য় পর্ব, ৩য় পর্ব , ৪র্থ পর্ব , ৫ম পর্ব , ৬ষ্ঠ পর্ব, ৭ম পর্ব, ৮ম পর্ব
এখনো অনেক অজানা ভাষার অচেনা শব্দের মত এই পৃথিবীর অনেক কিছুই অজানা-অচেনা রয়ে গেছে!! পৃথিবীতে কত অপূর্ব রহস্য লুকিয়ে আছে- যারা দেখতে চায় তাদের ঝিঁঝি পোকার বাগানে নিমন্ত্রণ।