সুন্দর এবং মন কাড়া বিভিন্ন সৃস্টির মধ্যে পাখি অন্যতম। পাখি পছন্দ করে না এমন লোক খুব কমই পাওয়া যাবে। যারা গ্রামে থাকেন তারা জানেন, সকালে পাখির ডাকে ঘুম থেকে ওঠা কত মজার একটি ব্যাপার। যদিও শহরের লোকজনকে কাকের ডাক আর গাড়ীর শব্দ শুনে ঘুম থেকে উঠতে হয়। প্রকৃতির এই চমৎকার উপাদানটি আমাদের মাঝ থেকে হারিয়ে যাচ্ছে ধীরে ধীরে। আমাদের ভবিষ্যত কোন এক প্রজন্ম হয়তো পাখি দেখতে পাবে না। আমরা যেমন এখন ডায়নোসর এর কাল্পনিক ছবি দেখে বলি, ‘এরা এক সময় এই পৃথিবীতে ছিল!’ তেমনি তারাও হয়তো তখন পাখির ছবি দেখবে আর এরকম মন্তব্য করবে। তবে আমরা সবাই আশা করি এমনটি কখনোই না ঘটুক। আল্লাহর এই অসাধারন সৃস্টি আমাদের মাঝে সব সময় থাকুক। এবার চলুন দেখা যাক পাখির কিছু ফটোগ্রাফী। ছবিগুলো আমার দারুন লেগেছে, তাই আপনাদের সাথে শেয়ার করলাম।
















hats off! ক্যাপশনের জন্য পোস্টটাকে অনেক পছন্দ হলো। বিশেষ করে
সাইজে তো আমার অর্ধেকও না, অথচ ভাবটা দেখছো
এই লোকটা আমার ছবি তুলে ক্যান?
আহ! দুনিয়াতো দেখতে খারাপ না। কিন্তু কথা হইলো ক্ষিদা লাগছে, মায়ে কই?
দারুণ!!!!!!!!
হে হে .. একটু মজা নেওয়ার লাইগা ক্যাপশন গুলা দিছি।
ছবিগুলো দারুন মজার। ক্যাপশনগুলোও খুব সুন্দর হয়েছে। ধন্যবাদ ইমতিয়াজ ভাই, মজার কিছু শেয়ার করার জন্য।
আপনাকেও ধন্যবাদ।
পুরা পাঙ্খা…ক্যপশন দিয়াতে পোস্টটা আসলেই জমে উঠেছে। শুধু ক্যপশনের কথা বললেই হয় না। ফটোগ্রাফ গুলো আসলেই চমৎকার।
🙂
ছবি গুলো আসলেই চমৎকার। ক্যাপশন গুলাও জটিল। “উফ! পানি বরফ হইয়া যাইতেছে”, “পাইছি তরে! মনে করছস গর্তে ঢুকলে আর ধরতে পারমু না”
ক্যাপশনগুলো পড়ে আসলেই মজা লাগল
বিশেষ করে
“কই আইলাম আমি!! :o”
“আহ! দুনিয়াতো দেখতে খারাপ না। কিন্তু কথা হইলো ক্ষিদা লাগছে, মায়ে কই?”
“খবরদার! আমার এলাকায় আইবিনা কইলাম”
“সাইজে তো আমার অর্ধেকও না, অথচ ভাবটা দেখছো”
😀 😀 😀
বাহঃ দারুন হয়েছে। ধন্যবাদ।
ভাল থাকবেন।
এ রকম আরো মজার পোষ্ট আপনার কাছ থেকে আশা করছি।
Great collection indeed. I wonder who shot these nice photographs. if you know the source of these photos please disclose. Thanks
ফটোগ্রাফার ব্রাদার(দের)কে বহুত ধন্যবাদ, ধন্যবাদ ইমতিয়াজ ভাই আপনাকেও ।
picture গুলি তোলা অবস্যি সহজ না। thanks
পাখিরা দেখলে অবস্যি মজা পেত
পোস্টটা অসাধারন হয়েছে।
I simply want to tell you that I am all new to blogging and site-building and seriously liked you’re web page. Probably I’m going to bookmark your blog post . You surely have good articles and reviews. Thanks a bunch for revealing your web page.
certainly like your web-site however you need to test the spelling on several of your posts. Many of them are rife with spelling problems and I to find it very troublesome to inform the reality then again I will surely come back again.