পৃথিবীতে দৈনিক’ই বেড়ে চলছে মানুষের সংখ্যা কিন্তু সে হারে আবাসস্থল বাড়ছে না। তাই বলে কি মানুষ থেমে আছে? নেই, আমারা একের পর নতুন প্রযুক্তি তৈরি করছি এবং প্রতি ইঞ্চি জমির কিভাবে সর্বোত্তম ব্যবহার করা যায় সে দিকে মনোনিবেশ করছি।
আপনারা অনেকেই হয়তো এই আগেই থ্রিডি প্রিন্টারের কথা শুনেছেন, যেটির মাধ্যমে ইচ্ছামতো অনেক কিছুই তৈরি করা সম্ভব? হ্যাঁ ছোটখাটো বস্তু সে না হয় মানলাম তাইবলে একটি আস্ত বাড়ি তৈরি করা কিভাবে সম্ভব? তাও আবার ২৪ ঘণ্টায় ১০টি করে। কথাগুলো সত্যি বিশ্বাস করার মতন না। কিন্তু যখন ভিডিওটি দেখবেন আর বিবিসির মতো নিউজ পোর্টাল যখন এটি নিয়ে নিউজ করে তখন আর বিশ্বাস না করে উপায় থাকে না।
চায়নার এই ইঞ্জিয়ারিং কোম্পানিটি 10m X 6.6m প্রিন্টার ব্যবহার করে বাড়ি তৈরি করছে। কাজটি করছে যেভাবে-
প্রথমে সিমিন্টের রেডি মিক্স তৈরি করে নিয়ে সেটি সঠিক মাপ অনুযায়ী স্প্রে করে তৈরি করছে শক্ত পক্ত দেয়ালের বাড়ি।
কথাটা আপনার কাছে একটু জটিল মনে হবে। এক কাজ করুন নিচে দেয়া ভিডিওটি দেখুন। পুরো বিষয়টি পরিস্কার হয়ে যাবেন।
তবে নতুন এই প্রিন্টার দ্বারা আপাতত বাড়ির ছাদ তৈরি করা সম্ভব হচ্ছে না কিন্তু তাতে কি পরবর্তীতে সেটিও যাবে।
আর খরচ? বর্তমানে এই থ্রিডি প্রিন্টার দিয়ে একটি বাড়ি তৈরি খরচ হচ্ছে ৫হাজার ডলারের মতন।
কোম্পানিটির মতে তারা নতুন এই প্রযুক্তি কাজে লাগিয়ে সামনে আরও ভালো কিছু করতে পারবে। এবং ভবিষ্যতে অল্প সময়ে একাধিক বা বহুতল বিশিষ্ট বাড়ি বানাতে সক্ষম হবেন।
পোস্টটি পড়ার পর সবার আগে আপনার মনে যে প্রশ্নটি আসবে সেটি হল এই প্রযুক্তি আমাদের দেশে কবে আসবে? আমার মতে, জেহুতু চায়নাতে নতুন এই প্রযুক্তির উদ্ভাবন হয়েছে সো খুব বেশী দিন লাগবে না। কারন চায়না আর কিছু না হোক আইডিয়া শেয়ারিং এ সেরা।