মার্চের ১৯ তারিখ পৃথিবীর খুব কাছাকাছি চলে এসেছিল চাঁদ। এ কারনে এটি আকারে বেশ বড় এবং উজ্জ্বল দেখাচ্ছিল। সকলের জন্য উন্মুক্ত একটি আয়োজন ছিলো আমার বাড়ির সামনের রাস্তায়। প্রচুর দর্শক সারাক্ষণই চাঁদ দেখেছে আমার টেলিস্কোপটি দিয়ে। তারই কিছু ছবি থাকছে এখানে।
এবার দেখুন চাঁদের কিছু ছবি আমার নিজ হাতে ১৯শে মার্চে তোলা। প্রথম ছবিগুলি বেশ খারাপ এসেছে, পারেরগুলি মোটামুটি।
৭
ইচ্ছে ছিলো পরে ছাদে নিয়ে গিয়ে নিরিবিলিতে আরোকিছু ছবি তুলবো, কিন্তু গোমড়া মেঘেদের দল সে আশাপূরণ করতে দেয় নি।
😮 দস্যু ভাইয়ের টেলিস্কোপ আছে জানতাম নাতো। দেশে গেলে একদিন আপনার টেলিস্কোপ দিয়ে মহাকাশ দেখবো 😀
আমন্ত্রণ রইলো। আপনি কোথায় আছেন মালয়শিয়া না থাইল্যান্ড?
UK
@জলদস্যুঃ নারে ভাই… মালয়শিয়া বা থাইল্যান্ড হলে দেশ থেকে একটু ঘুরে আসা যেত। থাকি অনেক দূরে। ইংল্যান্ডে 🙁
ওহ!! তাহলে আপনার এখানেতো এগুলির দাম বেশ সস্তা।
সস্তাই বলা যায়। বাংলাদেশী ১৫,০০০ টাকার মত। বাংলাদেশে কেমন দাম?
এটার দাম মাত্র ৬০,০০০/= চায়।
ছবি গুলা কই? ভাই আবার আপলোড করেন। আর দস্যু ভাই আমার টেলিস্কোপ কিনার আশা আছে। আপনের টা দেখতে চাই
সব ছবিইতো দেখা যাচ্ছে।
তবুও দেখা না গেলে এই লিংকে যান http://forum.projanmo.com/topic24180.html
প্রোফাইল এ ছবি কিভাবে দেব ?
gravatar! এ গিয়ে ছবি যোগ করে আসতে হবে।
ভাইয় ছবি গুলো আবার আপলোড করেন প্লিজছবি গুলা কই? ভাই আবার আপলোড করেন।
http://forum.projanmo.com/topic24180.html
উপরের লিংকে যেয়ে দেখে আসেন।
আপনার মহৎ উদ্যাগ এর জন্য আপনাকে ধন্যবাদ।ছবিগুলোও ভালো হয়েছো