গত ১লা মে থেকে চট্টগ্রামের ইঞ্জিনিয়ার ইন্সস্টিটিউটে চলছে ল্যাপটপ মেলা। চট্টগ্রামের কম্পিউটার বাজার বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে অবস্থিত তাই তথ্যপ্রযুক্তি প্রেমীদের জন্য এক সাথে অনেক ল্যাপটপ বাজার যাচাইয়ের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সারা দিন মেলাতে দর্শনার্থী কম থাকলেও বিকেল দিকে তরুন তরুনীদের ভীড় লক্ষনীয়। ইঞ্জিনিয়ার ইন্সস্টিউশনের আয়োজিত এই মেলায় কম্পিউটার ভিলেজ, কম্পিউটার সোর্সসহ বেশ কিছু পরিচিত স্টলের সাথে চট্টগ্রামের লোকাল ব্যাবসায়ীদের স্টলও লক্ষনীয়।
তাছাড়া নিউ হরিজন, বাংলা লায়ন, বিডিজবস, বাংলানিউজ২৪ এর স্টলগুলোও লক্ষনীয়। নিউ হরিজন অনলাইন সার্টিফিকেশনের বিভিন্ন অংশ সম্পর্কে প্রজেক্টরের মাধ্যমে দর্শনার্থীদের সাথে শেয়ার করে। বাংলানিউজ২৪ ও বিডিজবস তাদের ওয়েবসাইট ভিজিট করার ব্যবস্থা রাখে। এছাড়াও কুইজ ও টিকেটের বিপরীতে লটারীরও আয়োজন করা হয়।
মেলায় এইচপি ও ডেলের ল্যাপটপের স্টলগুলোতে বেশ ভীড় দেখা যায়। তাছাড়া আসুসসহ, স্যামসাং, লেনেভোসহ বেশকিছু ব্যান্ডের নেটবুকের সংখ্যা ছিল লক্ষ্যনীয়। মেলাতে আগত দর্শনার্থীরা অবশ্য বলেছেন ভিন্ন কথা। তারা জানান, মেলা উপলক্ষ্যে ল্যাপটপ বাজারে কোন ছাড় নেই এবং দাম তুলনামূলক বেশিই। তার পরেও সবার মাঝেই একটা উৎসব আমেজ বিরাজ করছিল। নতুন প্রজন্মের ছেলে মেয়েদের প্রযুক্তি সম্পর্কে জানার ক্ষেত্রে ল্যাপটপ মেলা বিশেষ ভূমিকা রাখবে বলে আশা করা যায়।
ভিডিওটা কি কোনো সফট-এ এডিট করা হয়েছিল? সাইজ এতো কমলো কী করে। 😮
আমি এভিআই ফাইলটাকে এফএলভি তে কনভার্ট করে আপলোড করেছি। ১০ মেগাবাইটের মতো হয়েছে। কোয়ালিটি তেমন খারাপ হয় নাই। 😀
চট্টগ্রামে চলছে ল্যাপটপ মেলা : বিজ্ঞান ☼ প্রযুক্তি
lgretmvvow http://www.gapx4at608163m79zvzx4f3szx1393l4s.org/
algretmvvow
[url=http://www.gapx4at608163m79zvzx4f3szx1393l4s.org/]ulgretmvvow[/url]
wholesale cheap Blackhawks jerseys china for sale
http://www.monchieromoto.com/running/scontate-nike-scarpe.html scontate nike scarpe
woman in a white Jeep Commander — pulled into the drive-through and ordered a regular coffee.” When she was asked if she wanted to participate, she declined, “saying she just wanted to pay for her $2.25 drink and not someone else’s.”
http://skylandgardening.com/7/what-is-a-a-garden-pond-or-a-koi-pond/
The friend asks why and she says that Jesus has blessed her with a coupon and now she can afford some Coach shoes. Hill quit in September amid speculation she did not agree with Guillon’s strategy.Shares in Mulberry, which are down 25 percent on a year ago, were up 1.1 percent to 717.5 pence at 0833 ET.
The more you learn about fashion, the more you will realize that none of the “rules” are engraved in stone. You can create a style of your very own. Get as much information as possible and follow the tips you think suit you. Continue reading to learn great advice that you can tailor to your own wants and needs.
http://www.aachendom.de/welcome.html