চট্টগ্রামে অনুষ্ঠিত হয়ে গেল তিন দিনের গণিত ক্যাম্প “কাউন্টিং এন্ড কম্বিনেটরিক্স”। ১৬ই সেপ্টেম্বর হতে ১৮ই সেপ্টেম্বর এ ক্যাম্পটির আয়োজন করেন চট্টগ্রামের গণিত ক্লাব “চিটাগাং ম্যাথ সারক্যাল”। এ ক্যাম্পটি মূলত ফেসবুকে একটি ইভেন্টের মাধ্যমে আয়োজন করেন এস. এম. মাসরুখ উদ্দিন যেখানে অংশগ্রহণ করেছে ৬ষ্ঠ হতে দ্বাদশ শ্রেণির ক্ষুদে গণিতবিদেরা। ক্যাম্পের প্রথম দিনই অংশগ্রহণ করেছে ৫০ জন। সবার জন্যই ক্যাম্পটি ছিল উন্মুক্ত।
ক্যাম্পে ট্রেইনার হিসেবে ছিলেন ২০১৬ সালের আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের ব্রোঞ্জপদক বিজয়ী আহমেদ জাওয়াদ চৌধুরী এবং জাতীয় পর্যায়ের গণিত ক্যাম্পার অতনু রায় চৌধুরী।
ক্যাম্পের প্রথম দিন কাউন্টিং এবং দ্বিতীয় দিন কম্বিনেটরিক্স নিয়ে ক্লাস হয়। ক্যাম্পের শেষ দিন একটি পরীক্ষা নেওয়া হয়। এছাড়াও “চিটাগাং ম্যাথ সারক্যাল” এ প্রতি শুক্রবার গণিতের বিভিন্ন বিষয়ে ক্লাস নেওয়া হয়। বিগত দুই বছর ধরে এই ক্লাবটি কিছু গণিত ক্যাম্প আয়োজন করার মাধ্যমে সবাইকে গণিত শেখার প্রতি উৎসাহিত করছে। আশা করা হচ্ছে, ভবিষ্যতে আরো কয়েকটি গণিত ক্যাম্প আয়োজন করা হবে। সফল হোক গণিত যাত্রা।