বর্তমানে বাংলাদেশে গেমিং এর জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলছে। বিশেষ করে ২০০৫ সাল থেকে ওয়ার্ল্ড সাইবার গেমস এর জাতীয় আসর থেকে আন্তর্জাতিক পর্যায়ে খেলার সুযোগ তৈরি করার পর থেকে অনেকেই এটাকে পেশা হিসেবেও বেছে নিচ্ছে। আর এর সর্বোচ্চ সাফল্যটাও আসে চলতি বছরেই। এশিয়ান চ্যম্পিয়নশিপে ফিফা ২০১০-এ চীনকে হারিয়ে ৩য় স্থান অধিকার করে ব্রোঞ্জ জিতে নেয় গবর্নমেন্ট ল্যাবরেটরি স্কুলের দশম শ্রেণীর ছাত্র আরাফাত জানি। অর্থাৎ বলা যায় যে গেম খেলা এখন শুধুই সময় কাটানো নয়, পেশাও বটে!
তবে দিন বদলের সাথে সাথে গেমস এর মানও বেড়েই চলছে কিন্তু বাংলদেশের গেমারদের সবচেয়ে বড় সমস্যা হল প্রতি বছর একটা নতুন গ্রাফিক্স কার্ড কেনার সামর্থ তাদের নেই। আর এ কারণেই গেম খেলা থেকে বঞ্চিত হচ্ছে শত শত গেমার। প্রতিভা থাকা সত্বেও গ্রাফিক্স কার্ড না থাকার কারণে অনেককেই ছেড়ে দিতে হচ্ছে গেম খেলার আশা, ভেঙ্গে যা্ছে আন্তর্জাতিক পর্যায়ে খেলার স্বপ্ন, হারিয়ে যাচ্ছে গেমিং প্রতিভা। তবে এমন যদি হতো কোন গ্রাফিক্স কার্ড ছাড়াই যে কোন কম্পিউটারেই হাই কোয়ালিটির গেমস খেলা যাচ্ছে তাহলে কেমন হতো? একবার নিজেকেই প্রশ্ন করে দেখুন, প্রযুক্তি যখন এতকিছু করে ফেলছে, অসম্ভবকে সম্ভব করছে তাহলে এটা আর এমন কী? হ্যা, সবকিছুরই যখন সমাধান প্রযুক্তি দিতে পেরেছে তাহলে এটারও অবশ্যই সমাধান আছে। আর তা হলো শুধুমাত্র একটি ৯০০ কিলোবাইটের সফটওয়্যার!
বেশ কিছুদিন আগে আমার গ্রাফিক্স কার্ডটা নষ্ট হয়ে যায়। তার ঠিক কয়েকদিন পরই আমার ফেসবুক বন্ধু মোরশেদুল আরেফিন ভাই একটা লিংক শেয়ার করেন। সেই লিংকে যেয়েই সফটওয়্যারটা সম্পর্কে প্রথম জানতে পারি যা লিখেছিলেন ব্লগার রিয়া আপু তার একটি পোস্টে। এমন একটা সাহায্যকারী তথ্য শেয়ার করার জন্য রিয়া আপুকে অনেক কৃতজ্ঞতা জানাই। ভাবলাম এমন একটা জিনিস শেয়ার না করলে অনেকেই বড় কিছু মিস করবে, তাছাড়া আমি এর আগেও বলেছি জ্ঞান কখনো কারও জন্য বাঁধা থাকতে পারেনা। জ্ঞান ছড়িয়ে দেয়ার মাঝেই আসল আনন্দ। সবারই জানার অধিকার আছে তবে অবশ্যই আবিষ্কারক বা তথ্যদাতার প্রতি সম্মান রেখেই তা করতে হবে। তাই পোস্টটার সফটওয়্যারটি সম্পর্কে আরও কিছু তথ্য যোগ করে নিজের মত করে শেয়ার করছি।
পোস্টটা দেখামাত্র সেদিনই আমি সেটা ডাউনলোড করি এবং কোন ঝামেলা ছাড়াই বেশ কয়েকটি হাই কোয়ালিটির গেম খেলে পরীক্ষা করে দেখি। সফটওয়্যারটির কার্যকারিতা দেখে আমি নিজেও অবাক হয়ে গিয়েছিলাম কারন শুরু হতে একটু সময় নিলেও গেম চালু হবার পর একটিবারের মত কোন সমস্যার মুখোমুখি হইনি!
এবার আসা যাক আসল কথায়, এটা কাজ করে অনেকটা আমার পূর্বে লেখা পেনড্রাইভকে RAM হিসেবে ব্যবাহার করার প্রক্রিয়া টির মত। সবচেয়ে বিষ্ময়কর তথ্য হচ্ছে এটা দিয়ে আপনার কম্পিউটারের মেমোরি ব্যবহার করেই একটি ভার্চুয়াল গ্রাফিক্স কার্ড বানিয়ে খেলতে পারবেন যে কোন হাই কোয়ালিটির গেমস। এটা আপনার কম্পিউটারের RAM এর একটি নির্দিষ্ট অংশ ব্যবহার করই তৈরি করে নেবে একটি ভার্চুয়াল কার্ড যা শুধুমাত্র গেম বা আপনার বাছাই করা অ্যাপ্লিকেশন চলার সময়ই কাজ করবে। আর RAM এর কতটুকু মেমোরি ব্যবহার করবে তা নির্ভর করবে আপনি কোন মডেলের গ্রাফিক্স কার্ড ব্যবাহার করবেন সেটার উপর। এই সফটওয়্যারের সাহায্যে মূলত ৪টি গ্রাফিক্স কার্ডকে ভার্চুয়াল কার্ড হিসেবে ব্যবহার করতে পারবেন। গ্রাফিক্স কার্ড চারটি হল:
১. NVIDIA GeForce Ti 4600
২. NVIDIA GeForce FX 5900 Ultra
৩. ATI Radeon 8500
৪. ATI Radeon 9800 Pro
গ্রাফিক্স কর্ডগুলো সম্পর্কে বিস্তারিত জানতে নামের উপর ক্লিক করুন। এবার নিচে উল্লেখিত লিংক থেকে সফটওয়্যারটি ডাউনলোড করে নিন।
এবার জিপ ফাইলটি আনজিপ করে সফটওয়্যারটি চালু করুন। সেখান থেকে Select এ ক্লিক করে যে গেমটি খেলতে চান সেটা নির্বাচন করে নিন। এবার আপনি যে গ্রাফিক্স কার্ডটি ব্যবহার করতে চান ছবিতে নীল দাগ চিহ্নিত অংশ থেকে সেটার Vendor ID এবং Device ID টি দেখে লাল দাগ চিহ্নিত অংশে বসিয়ে নিন।
আপনাদের সুবিধার্থে আমি ID গুলো এখানে লিখে দিচ্ছি। আপনারা কপি করে বসিয়ে নিতে পারেন:
NVIDIA GeForce Ti 4600= Vendor ID: 4318 & Device ID: 592
NVIDIA GeForce FX 5900 Ultra= Vendor ID: 4318 & Device ID: 816
ATI Radeon 8500= Vendor ID: 4098 & Device ID: 20812
ATI Radeon 9800 Pro= Vendor ID: 4098 & Device ID: 20040
চাইলে পরবর্তিতে একই খেলার জন্য Batch ফাইলটি Save করে রাখতে পারেন তবে সেটা আপনার ব্যক্তিগত ইচ্ছা। এবার রান দিয়ে দেখুন গ্রাফিক্স কার্ড ছাড়াই চলছে হাই কোয়ালিটির থ্রিডি গেমস!
তবে দুঃখের বিষয় হচ্ছে NFS Carbon, Prostreet এবং Undercover মত বিখ্যাত গেমগুলো এই সফটওয়্যারের সাহয্যে চালাতে পারবেননা। তবে যেসব গেম সাপোর্ট করবে তার একটি তালিকা আমি একটি গেমিং ব্লগ থেকে সংগ্রহ করে এখানে দিয়ে দিলাম:
* Alexander
* Act of War: Direct Action
* Advent Rising
* Attack on Pearl Harbour
* Battlestations: Midway
* Black & White 2
* Black & White 2: Battle of the Gods
* BloodRayne 2
* Boiling Point: Road to Hell
* Brothers in Arms: Earned in Blood
* Brothers in Arms: Road to Hill 30
* Caesar IV
* Call of Cthulhu: Dark Corners of the Earth
* Chaotic
* The Chronicles of Narnia: The Lion, the Witch and the Wardrobe
* The Chronicles of Riddick: Escape from Butcher Bay
* Colin McRae Rally 2005
* Company of Heroes
* Darkstar One
* Deus Ex: Invisible War
* Devil May Cry 3 (Use skip pixel shaders options, force 100 Hz, check performance mode, force SwTnL; Tested on Intel 865 onboard graphics)
* Earth 2160
* Empire Earth 2
* Empire Earth 2: The Art of Supremacy
* Eragon
* Fable: The Lost Chapters
* F.E.A.R.
* FIFA 10
* FIFA 11
* Half-Life 2: Episode Two
* Heroes of Might and Magic V
* Heroes of Might and Magic V: Hammers of Fate
* Heroes of Might and Magic V: Tribes of the East
* Just Cause
* Knight Of The Temple 2
* Lego Star Wars: The Video Game
* Lego Star Wars II: The Original Trilogy
* Lord of the Rings Online
* Lord of the Rings: The Return of the King (Required LOTR Texture Fix)
* Marc Ecko’s Getting Up: Contents Under Pressure
* Marvel: Ultimate Alliance
* Medal of Honor: Pacific Assault
* Medieval II: Total War
* Medieval II: Total War Kingdoms
* Mega Man X8
* Men of Valor
* Need for Speed Carbon
* Paws & Claws Pet Vet 2 Healing Hands
* Pirates of the Caribbean: The Legend of Jack Sparrow
* Portal
* Project: Snowblind
* Prince of Persia: The Sands of Time [Click here for detailed settings]
* Psychonauts
* Richard Burns Rally
* Roboblitz
* Serious Sam 2
* Silent Hill 3
* Silent Hill 4 (Performance > force SW TnL, Hardware Limits(cap bits) > all, Vendor ID 0, Device ID 0, ANTI DETECT MODE > shaders and textures ).
* Silent Hunter III
* Sniper Elite
* Spellforce 2: Shadow Wars
* Star Wars: Republic Commando (works with some texture problems)
* Sudeki
* Team Fortress 2
* Test Drive Unlimited
* The Godfather: The Game
* The House of the Dead III
* The Lord of the Rings: The Battle for Middle-Earth II
* The Matrix: Path of Neo
* Thief: Deadly Shadows
* Titan Quest
* Titan Quest: Immortal Throne
* Toca Race Driver 3 (launches, but isn’t playable)
* Tom Clancy’s Rainbow Six: Lockdown
* Tom Clancy’s Splinter Cell: Chaos Theory
* Tom Clancy’s Splinter Cell: Pandora Tomorrow
* Tony Hawk’s American Wasteland
* Top Spin
* Total World Demo
* Wildlife Park 2
* Winning Eleven/ Pro Evolution Soccer series on PC (although playable frame rates are possible with a Geforce 4 MX if used with a fast enough CPU)
* Worms 4: Mayhem
* Virtua Tennis 3
* Crazy Taxi 3
* Command & Conquer 3: Tiberium Wars (requires hardware TnL, per EA.com Tech Support)
* F.E.A.R. Extraction Point (needs confirmation)
* F.E.A.R. Perseus Mandate (needs confirmation)
* Genesis Rising: The Universal Crusade
* Loki: Heroes of Mythology (needs confirmation)
* The Settlers: Rise of an Empire
* X3: Reunion
* Battlefield 2
* Battlefield 2: Special Forces
* Battlefield 2142
* Battlefield 2142: Northern Strike
* Hitman: Blood Money
* Star Trek: Legacy
* Resident Evil 4 [Click Here for details]
আশা করি পোস্টটি সৌখিন ও প্রফেশনাল উভয় প্রকার গেমারদেরই কাজে লাগবে।
দারুন হয়েছে 🙂
ভালো ভালো পোস্ট লিখুন, খুব ভালো হবে।
আপু আপনাকেও অনেক ধন্যবাদ আপনার ব্লগে থ্রিডি অ্যানালইজার সম্পর্কে লেখার জন্য। আপনার পোস্টটি না দেখলে হয়তো কখোনই এটা জানতাম না 🙂
আমার কম্পিউটারে এই সফটওয়্যার কাজ করছে না। নিয়ম অনুযায়ী সব কাজ শেষ করার পর run ক্লিক করলে কিছুক্ষণ পর desktop এ চলে আসে। আমী কী করতে পারি ?
অনেক ভালো একটা লেখার জন্য অনেক ধন্যবাদ…:)
আপনাকেও ধন্যবাদ। 🙂
কঠিন একটা পোস্ট হইছে রে ভাই ………এখনি ডাউনলোড করতাসি ……বাসাতে গিয়ে খেলতে বসবো।
ধন্যবাদ ভাইয়া 😀
3d analyzer diye hitman blood money cholena. Somadhan dile khushi hobo.
ভাইয়া, লিস্টে উল্লেখিত গেমগুলো ছাড়া আর তেমন গেম সাপোর্ট করেনা। Hitman সম্ভবত লিস্টের বাইরে।
ভাই দিলাম তো ।কিন্তু কাজ করে না ,run করার পর not responding দেখায় আমি চার টার জন্যই try করসি এর সমাধান জানালে খুব খুশি হব 😀
ভাইয়া সমস্যাটা মূলত হতে পারে দুটি কারণে। থ্রিডি অ্যানালাইজারটি চালাতে নূন্যতম ২গি.হা প্রসেসর (ডুয়াল কোরের ক্ষেত্রে ১.৬) এবং ১ গিগাবাইট র্যাম প্রয়োজন। যদি আপনার কম থাকে তাহলে সমস্যাটি হতে পারে অথবা আপনি যে গেমটি চালাতে চাচ্ছেন তা থ্রিডি অ্যানালাইজার সাপোর্ট নাও করতে পারে। লিস্টটা দেখে নিন আপনার গেমটি আছে কিনা।
amar pc er
ram : 2gb
pr: core 2 duo 2.67ghz
intel DG31
post ja kote bola hoise korsi
but fifa 11 cholse na.
plz help me with some more details,,
is it possible to run call of duty 4 with this software
কল অফ ডিউটি ৪ গেমটি কী এঈ সফটওয়ার দিয়ে চালানো যাবে ?
আমার তো NFS এর বাতিক। তাহলে তো লাভ হল না। কিন্তু একটা প্রশ্ন- NFS Carbon খেলতে তো Pixel Shader লাগে, কিন্তু GPU যদি তা সাপোর্ট না করে তাহলে কি এই পদ্ধতিতে গেম খেলা যাবে? আমি যতটুকু জানি যাবে না।
জিনিষটি পুরাতন হলেও ডিটেইলস লিখে শেয়ার করার জন্য ধন্যবাদ। 🙂
দারুন কাজের ১টা সফটওয়্যার,
Download করে দেখি কাজ করে কিনা।
আপনাকে পোস্টটির জন্য অনেক ধন্যবাদ।
Download Link-টাতে Error দেখাচ্ছে…………।:!::?:
নতুন ডাউনলোড লিংক
http://www.tommti-systems.de/main-Dateien/TOOLS/dontlinkthefile_3danalyzer-v236.exe
ডাউনলোড লিংক কাজ করছে না।
download link কাজ কোরছে না
amake keu link ta dite parben? i want now.. link ta ekhon off dekchi
রাহাত ভাইয়ার জন্য,
নতুন ডাউনলোড লিংক
http://www.tommti-systems.de/main-Dateien/TOOLS/dontlinkthefile_3danalyzer-v236.exe
আমার PCতে এক্সটারনাল গ্রাফিক্স কার্ড নেই।তবুও কি এই সফটওয়্যার চলবে আমার PC তে?
ফাইলটা মনে হয় মিডিয়াফায়ার থেকে রিমুভ করা হয়েছে।
রাহাত ভাই আপনার সফটওয়্যার টা মিডিয়া ফায়ার এ নাই । দয়া করে অন্য কোন ডাউনলোড লিঙ্ক দেন কারন সফটওয়্যার টা আমার খুব দরকার । যদি ডাউনলোড লিঙ্ক টা আমার মেইল এ সেন্ড করে দেন তাহলে অনেক help হত
mail – dinanto1@yahoo.com
Bai amar mone hoi apni graphics card somporke valo ganen. so please help me to solve a problem
amar graphics card holo nvidia geforce gt 330m, driver version 179…..) but problem holo ‘nfs the run’ play korte 285 driver version lagbe. amarkase driber ase but install korte parina ba hoina. instal korle bole ‘no suitable graphics card found…………………………. “pleased bro help me.
please email korben.
thanks
গ্রাফিক্স কার্ড ছাড়াই খেলুন হাই কোয়ালিটির থ্রিডি গেইমস : বিজ্ঞান ☼ প্রযুক্তি
xgtxmlfss http://www.gh39063u40345n49iaqk7a1ji8edzhj1s.org/
[url=http://www.gh39063u40345n49iaqk7a1ji8edzhj1s.org/]uxgtxmlfss[/url]
axgtxmlfss
গ্রাফিক্স কার্ড ছাড়াই খেলুন হাই কোয়ালিটির থ্রিডি গেইমস : বিজ্ঞান ☼ প্রযুক্তি
Hello! I’m at work browsing your blog from my new iphone 3gs! Just wanted to say I love reading through your blog and look forward to all your posts! Carry on the great work!
zyynefactory
Thanks for your personal marvelous posting! I seriously enjoyed reading it, you happen to be a great author.I will make sure to bookmark your blog and will eventually come back someday. I want to encourage you to continue your great posts, have a nice weekend!
socialweb forum
farmer I do believe your practical resolution has to be uncovered more rapidly rather than to be able to later. depends upon products on hand goes down eventually, not really upward. Shrinkage is actually an at any time current hard Retaining inventory গ্রাফিক্স কার্ড ছাড়াই খেলুন হাই কোয়ালিটির থ্রিডি গেইমস : বিজ্ঞান ☼ প্রযুক্তি generally is a difficult enterprise. Rather than other Pulling can be an previously found worry. Spoilage is going to take position obviously a lot more moment bags are in the shop. Together with new items coach factory generally remaining presented into your Eileen Kors Clutches current advantage retailer, obsolescence Erina Kors Outlet Online isassets, the price of your and you will probably unquestionably Retaining products on hand is a complicated coach factory business. Compared to various other opportunities, the value within your supply sets over time, not necessarily upwards. do well. Don’t succeed at it with no issue just how much you are working, the Jordan Kors Wall socket chances from being successful will probably be slim.
ভাই আমি Wod of War গেমস খেলতে পারতাছি না।
আমার লেপটপ এ।
Lenovo G480.
2.10GHz
4GB Ram.
গেমস টি open হয়ে new games এ আসলেই আর থাকে না।
ডিসপ্লে চলে যায়, আবার আসে।
প্লিজ হেল্প মি।
আমি আপনারে সারাজিবন মনে রাখবো।
ভাই দয়া করুন_____