গ্রহাণুর নমুনা পৃথিবীতে আনতে প্রথমবারের মতো মিশন শুরু করতে যাচ্ছে স্পেস এজেন্সি নাসা।
বুধবার (১৭ আগস্ট) নাসা’র একটি বিবৃতিতে বলা হয়েছে, আগামী ০৮ সেপ্টেম্বর ফ্লোরিডার কেপ ক্যানাভেরাল এয়ার ফোর্স স্টেশন থেকে মিশনটি পরিচালিত হবে।
মিশনটি কীভাবে গ্রহ-উপগ্রহ গঠিত হয়েছে তা জানেত এবং সৃষ্টিরহস্য উদঘাটনে বিজ্ঞানীদের সাহায্য করবে।
দ্য অরিজিন, স্পেকট্রাল ইন্টারপ্রিটেশন, রিসোর্স আইডেনটিফিকেশন, সিকিউরিটি-রেগোলিথ এক্সপ্লোরার নামের স্পেসক্র্যাফ্টগুলো পৃথিবীর নিকটবর্তী গ্রহাণু ‘বেন্নু’র চারপাশে ভ্রমণ করবে। এরপর উচ্চ পর্যায়ের গবেষণার জন্য ওই গ্রহাণুর নমুনা সংগ্রহ করে পৃথিবীতে নিয়ে আসবে।