আমাদের ঘরে অনেকেই শখ করে অ্যাকুরিয়াম রাখতে পছন্দ করেন। এই অ্যাকুরিয়ামে গোল্ডফিশ না থাকলে কেন যেন তা পূর্ণতা পায় না। আজ আপনাদের এই গোল্ডফিশ নিয়েই কিছু তথ্য দেয়া হলঃ
১) গোল্ডফিশের কোন পাকস্থলী নেই।
২) পরিপূর্ণভাবে যত্ন নেয়া হলে গোল্ডফিশ এক যুগেরও বেশিও সময় বাঁচতে পারে।
৩) গোল্ডফিশের ঝাঁকের একটি মজাদার নাম রয়েছে। তা হচ্ছে, “A troubling of Goldfish”
৪) গোল্ডফিশ মানুষের চেহারা বুঝতে পারে।
৫) অনেকে জানে গোল্ডফিশ তার স্মৃতি সেকেন্ডের বেশি ধরে রাখতে পারে না। কিন্তু এটি সম্পূর্ণই একটি মিথ। গোল্ডফিশ প্রায় তিন মাসের মত তার স্মৃতি ধরে রাখতে পারে।
৬) ভালো আবাস পেলে গোল্ডফিশ এক ফুটের মত লম্বা হতে পারে।
৭) গোল্ডফিশ তাদের চোখ বন্ধ করতে পারে না।
৮) ২০০০ বছরেরও অধিক সময় ধরে গোল্ডফিশ ঘরের অ্যাকুরিয়ামে সৌন্দর্য্য বৃদ্ধি করে আসছে।
৯) গোল্ডফিশ মানুষের চাইতেও বেশি রং অনুধাবন করতে পারে।
সূত্রঃ thegoldfishtank.com