গুগল “প্লে স্টোর” যাকে সকল অ্যান্ড্রয়েড ইউজার এক নামে চেনে। আমরা সবাই অ্যাপ বা গেমেস ডাউনলোড করতে হলে সবার আগে গুগল প্লে-স্টোর একবার ঢু মেরে আসি। তবে সমস্যা হল এমন অনেক স্মার্টফোন আছে যেগুলো জনপ্রিয় গুগল প্লে-স্টোর সাপোর্ট করে না। এগুলোর মদ্ধে অন্যতম হল “নোকিয়া এক্স, এক্স-এল” ইত্যাদি।

এমন, যাদের স্মার্টফোন গুগলের প্লে স্টোর সাপোর্ট করে না তাদের একমাত্র ভরশা থার্ড পার্টি সব অ্যাপ স্টোর। তবে সেখানেও বিভিন্ন সমস্যা আছে যেমন, প্লে ষ্টোরে যে অ্যাপ গুলো পাওয়া যায় সেগুলো সেখানে থাকে না। একটি অ্যাপ ডাউনলোড করতে গেলে আরেকটা ধরিয়ে দেয়, বাধ্যতামূলক তাদের লাঞ্ছার, অ্যাপ ইন্সটল করতে হয়, সাথে অতিরিক্ত অ্যাডের ঝামেলা তো আছেই।

তবে আজ থেকে আর না। যারা প্রতিনিয়ত অ্যাপ বা গেমেস ডাউনলোড করতে যেয়ে এমন বিরক্তিকর ঝামেলায় পড়ছেন তাদের জন্য আজকের এই পোস্ট।

আজকে আপনাদের সাথে শেয়ার করব এমন সেরা ৫টি ফ্রি অ্যাপ স্টোর। যেগুলো ব্যবহার করে খুব সহজেই আপনার কাঙ্খিত অ্যাপটি ডাউনলোড করে নিতে পারবেন।

#১ – AppBrain

গুগল প্লে-ষ্টোরের ঠিক পরের অবস্থানেই আছে “AppBrain” এখানে পাবেন অফুরন্ত পছন্দের অ্যাপ গেমস সহ বিভিন্ন ধরনের থিম, লঞ্ছার, উইডজেট প্রভৃতি। আপনার স্মার্টফোন বা ট্যাব ব্যবহার করে খুব সহজেই অ্যাপ ডাউনলোড করতে পারবেন।

appbrain

#২ – 1mobile

গুগল প্লে-ষ্টোরের পরের ঠিক দ্বিতীয় অবস্থানে আছে জনপ্রিয় অ্যাপ স্টোর “1mobile market” পছন্দের সব অ্যাপ গেমস ফ্রি ডাউনলোড করার এক অসাধারণ মার্কেটপ্লেস “1mobile” যাদের গুগল প্লে বা “AppBrain” থেকে কোন অ্যাপ ডাউনলোড করতে সমস্যা হবে তাদের জন্য এটি এক অন্যতম সমাধান।

1mobile

#৩ – RoidBay

তালিকার তৃতীয় নম্বরে আছে জনপ্রিয় অ্যাপ স্টোর “RoidBay” যদিও এই মার্কেটপ্লেস টি নতুন তবে অন্যদের তুলনায় কোন অংশে কম না। আপনি প্রায় সব অ্যাপ বা গেমস’ই পাবেন এখানে যেগুলো গুগল প্লেতে আছে। ইউজার ফ্রেডলি চেহারা আপনাকে খুব সহজেই নিজের পছন্দের অ্যাপটি খুঁজে বের করার সুবিধা দিবে। সাথে আছে নতুন নতুন সব সার্চ কুয়েরি।

Roidbay

#৪ – Mobogenie

গুগল প্লে-স্টোরের পরেই আমার সবথেকে বেশী ভাল লাগে “Mobogenie” ফ্রি অ্যাপ ও গেমসের অন্যতম বড় মার্কেট প্লেস এটি। আমি ব্যক্তিগত ভাবে গুগলের পরেই এই মার্কেট প্লেসটি ব্যবহার করি। আমি নিশ্চিত আপনাদেরও অনেক ভাল লাগবে।

mobogenie

#৫ – SlideMe

এটি আমাদের শেষ সাজেশন। আপনি যদি পছন্দের কোন অ্যাপ কোথাও খুঁজে না পান তবে সিওর থাকবেন এখানে সেটি নিশ্চিত পাওয়া যাবে। সাথে প্রায় প্রতিদিনই যোগ হচ্ছে অসাধারণ সব নতুন নতুন গেমস অ্যাপ ইত্যাদি।

2015-04-20_150051

যাদের স্মার্টফোন গুগল প্লে সাপোর্ট করে না তাদের দুঃখ করার দিন আজকের থেকে শেষ। আশা করবো আমাদের আজকের পোস্ট আপনাদের অনেক উপকারে আসবে।

ও আর একটি কথা, হয়তো আপনারাও অনেক থার্ডপার্টি প্লে ষ্টোরের খোঁজ জানেন। যদি তাই হয় তবে অবশ্যই কমেন্ট বক্সে জানেবেন। এতে করে সবাই আরও নতুন নতুন রিসোর্সের সন্ধান পাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here