পহেলা এপ্রিল যাকে সবাই জানে এপ্রিল ফুল ডে হিসেবে। এই দিনে গুগল সারা দুনিয়ার কাছে এক অভিনব প্রযুক্তির সাইকেলের সাথে পরিচয় করিয়ে দিয়েছিল। যেটির নাম দিয়েছিল সেলফ ড্রাইভিং বাইসাইকেল। সেই দিনে অগনিত মানুষ এই ভিডিওটি দেখে মুগ্ধ হয়েছিল। ঠিক তারপরই গুগল জানিয়ে দিয়েছিল এটি আসলে পহেলা এপ্রিলে অগনিত মানুষকে মজা দেবার উদ্দেশ্যে তারা বানিয়েছিল। এই ভিডিওটি আজ বিজ্ঞান প্রযুক্তির পাঠকদের উদ্দেশ্যে শেয়ার দেয়া হলো। হয়তো সেদিন বেশি দূরে নাই যেদিন সত্যি সত্যি আপনার দোরগোড়ায় এসে যাবে সেলফ ড্রাইভিং বাইসাইকেল।