রায়ান্স কম্পিউটার্সে শুরু হয়েছে গিগাবাইটের বিশেষ অফার। অফার অনুযায়ী রায়ান্স কম্পিউটার্স থেকে যে কোন মডেলের গিগাবাইট গেমিং মাদারবোর্ড কিনলে সাথে উপহার হিসেবে থাকছে ২০০ টাকার প্রাইজবন্ড উপহার। এ ছাড়া গিগাবইটের বি৭ এবং এম৭ মডেলের মাদার বোর্ডের সাথে থাকছে ১০০ টাকার প্রাইজ বন্ড উপহার।
অফারটি সারাদেশে রায়ান্সের সকল শাখায় চলবে পুরো মার্চ মাস জুড়ে।
উল্লেখ্য, এই অফারের আওতায় থাকছে রায়ান্সের স্টকের ১২টি মডেলের মাদার বোর্ড।