বিশ্বব্যাপী স্কুল-কলেজের শিক্ষার্থীদের মাঝে প্রোগ্রামিংকে ছড়িয়ে দেওয়ার জন্য এখন নানামূখী আয়োজন করা হচ্ছে। এই আলোকে বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের পক্ষ থেকে নানান উদ্যোগ হাতে নিয়েছে।এর একটি হলো শিক্ষার্থীদের প্রোগ্রামিং এর প্রয়োজনীয়তা, শুরু করার জন্য প্রয়োজনীয় রসদ ইত্যাদি অবহিত করার জন্য “প্রোগ্রামিং আড্ডা” অন্যতম। এছাড়া বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আয়োজনে শুরু হতে যাওয়া জাতীয় হাইস্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতার বাস্তবায়নেও বিডিওএসএন সহযোগিতা করছে। আজ ২৮ আগস্ট রবিবার ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকে প্রোগ্রামটি অনুষ্ঠিত হবে।মূল বক্তা হিসাবে উপস্থিত থাকবেন বৃষ্টি শিকদার।৭ জেলার ৩০ জন অংশ নিচ্ছে এই প্রোগ্রামে।