আলফাংক

এসব প্রাণীদের সম্পর্কে বিশ্বাস করবার কোন কারণ নেই। তারা কোনকালে ছিলও না, আসবেও না। কিন্তু তাও এদের গল্প শুনতে ভালো লাগে। কারণ, আমরা গল্প ভালোবাসি। অস্তিত্ব থাকুক কিংবা নাই থাকুক, এদের সম্পর্কে জানলে নিজেদের কাছেই প্রশ্ন করি। সত্যিই? এরা আসলেও ছিল?
এদের নিয়েই সিরিজ আকারে আপনাদের জন্য আয়োজন। আজকে লেখা হল ওয়েলসের পৌরাণিক প্রাণী আলফাংক নিয়েঃ

আলফাংকঃ 

ওয়েলসের মিথলজিতে আলফাংক হচ্ছে একটি লেক মনস্টার বা হ্রদে বাস করে এমন একটি দানব। এটিকে রুপকথায় এমন ভয়ংকরভাবে বর্ণনা দেয়া হয়েছে যে এটি একইসাথে কুমির, বড় বিভার ও বামনের রুপ ধারণ করতে পারে। আলফাংক সেসব প্রাণীর ওপর আক্রমণ করে যারা তার পানির সীমানায় আসে কিংবা তার হ্রদ থেকে পানি পান করতে আসে।

হ্রদের ধারে শিল্পির তুলিতে আঁকা আলফাংক
                    হ্রদের ধারে শিল্পির তুলিতে আঁকা আলফাংক

আলফাংককে নিয়ে একটি মজার গল্প রয়েছে। গল্পটি হচ্ছে একবার এটি খাবার না পেয়ে খুব হিংস্র হয়ে গিয়েছিল। এতোটাই হিংস্র হয়ে গিয়েছিল যে এটি পুরো লন্ডন শহরকে বন্যায় ডুবিয়ে দেয়।

আরেকটি জনপ্রিয় গল্প হচ্ছে, একবার এক যুবতী একটি আলফাংককে পোষ মানিয়েছিল। ঘুম পেলে সেটি যুবতীর কোলে মাথা দিয়ে ঘুমিয়ে থাকত। যুবতী আলফাংককে একটি শেকল দিয়ে আটকে রাখত এটি ঘুমিয়ে যাবার পর। একদিন আলফাংক ছাড়া পাবার জন্য খুব গর্জন করতে থাকে এবং একসময় ঐ যুবতীটিকে মেরে ফেলে।

জনশ্রুতি আছে, রাজা আর্থার তার তরবারীর সাহায্যে আলফাংক এর মাথা কেটে ফেলেন এবং লন্ডনবাসীকে সমূহ বিপদের হাত থেকে বাঁচান।

 

সূত্রঃ Toptenz.net

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here