এসব প্রাণীদের সম্পর্কে বিশ্বাস করবার কোন কারণ নেই। তারা কোনকালে ছিলও না, আসবেও না। কিন্তু তাও এদের গল্প শুনতে ভালো লাগে। কারণ, আমরা গল্প ভালোবাসি। অস্তিত্ব থাকুক কিংবা নাই থাকুক, এদের সম্পর্কে জানলে নিজেদের কাছেই প্রশ্ন করি। সত্যিই? এরা আসলেও ছিল?
এদের নিয়েই সিরিজ আকারে আপনাদের জন্য আয়োজন।আজ দেয়া হল এর শেষ পর্ব, আমাজনের পৌরাণিক জীব ইয়াকুরুনাকে নিয়ে।
ইয়াকুরুনাঃ
আমাজনের রুপকথা অনুযায়ী ইয়াকুরুনা হচ্ছে এমন এক ধরণের জীব যারা পানিতে বসবাস করে এবং দেখতে মানুষের মত। তাদেরকে অনেক সময় এমনভাবে বর্ণনা করা হয় যে তাদের পায়ের পাতা খানিকটা ভিন্ন এবং এদের মাথা পেছন দিকে ঘোরানো থাকে। নানা ধরণের সরীসৃপ ও কুমিরের সাথে ইয়াকুরুনা বন্ধুত্ব করে। এমনটাও বলা হয় যে ইয়াকুরুনাদের একটি নিজস্ব শহর আছে। ফিনফোকদের মতই তারা মানুষ অপহরণ করে এবং নারীদের জিম্মি করে।

তারা যাদের জিম্মি করে, একসময় তাদেরকে নিজেদের মতই বানিয়ে ফেলে। অর্থাৎ, ইয়াকুরুনার মতই হয়ে যায় মানুষ।
ইয়াকুরুনা রোগ বালাই সারাতে পারে বলে শামান উপজাতিদের বিশ্বাস। তাই তারা বিভিন্ন সময়ে ইয়াকুরুনাদের প্রার্থনা করে যেন বিপদ দ্রুত কাটিয়ে ওঠা যায়।
সূত্রঃ Toptenz.net