গত পর্বে আপনাদের মজার মজার কিছু গণিতের রহস্য ও উদাহরণ সম্পর্কে বলা হয়েছিল। সত্যিই তো! গণিত কতটা মজার একটা বিষয় হতে পারে, তা কি আমরা জানি? কিত কি যে জানার আছে গণিতকে নিয়ে? গণিতকে কেন্দ্র করে কেউ হয়েছেন বিখ্যাত, আবার গণিতকে কেন্দ্র করে হয়েছে কত মহান সূত্র। আজ আপনাদের আরো কিছু মজাদার উদাহরণ দেয়া হলঃ
১) জন্মদিন সমস্যাঃ
জন্মদিন খুবই মজার একটি বিষয়। আরো মজা বেড়ে যায়, যখন সেখানে গণিত এসে উপস্থিত হয়। বিজ্ঞানীরা একটা পরিসংখ্যানে বলেছেন যে কোন ঘরে যদি একসাথে ২৩ জনকে রাখা হয়, তাহলে তাদের মাঝে ৫০% সুযোগ আছে যে দুইজনের জন্মদিন একইদিনে হবে। আর যদি ৭৫ জনকে একসাথে রাখা হয় তাহলে সম্ভাবনাটা দাঁড়ায় ৯৯%!

২) “শূন্য” হচ্ছে একমাত্র সংখ্যা যেটি রোমান সংখ্যায় প্রকাশ করা যায় না।
৩) মজার একটি সরল অঙ্ক দেখতে চান? (৬*৯)+ (৬+৯) = ৬৯
৪) একটি পরিসংখ্যানে দেখা গিয়েছে, অধিকাংশ মানুষের প্রিয় সংখ্যা হচ্ছে ৭!

৫) প্রাচীনকালে মেয়েদের প্রকাশ করা হত জোড় সংখ্যার মাধ্যমে এবং ছেলেদের প্রকাশ করা হত বিজোড় সংখ্যার মাধ্যমে।

সূত্রঃ Buzzfed.com