মানুষ আরাম প্রিয়, সেই সাথে সৌখিনও। আজকের দিনের সখ একদিন নিত্য প্রয়োজনীয় জিনিসে পরিনত হয়। আর সেই অবস্থা প্রযুক্তিপ্রেমীদের ক্ষেত্রে একটু বেশিই দেখা যায়। বুদ্ধি ভিত্তিক কম্পইউটারের সাথে ম্যাকনিক্যাল ডিভাইজগুলো আর সেন্সর মিলে ঘরের ছোট ছোট কাজ করার জন্য অনেক প্রতিষ্ঠানই রোবট তৈরী ও বাজারজাত শুরু করে দিয়েছে। আর সেই রোবটিক পণ্যের মধ্য একটির নাম কচ্ছপ রোবট।
কচ্ছপ নাম হলেও এটি দেখতে কিন্তু কচ্ছপের মতো না। বাসায় সকালের চা নাস্তা পরিবেশনের জন্য উপযোগি এই রোবট। ঘরের মধ্যে কোন লোকের উপস্থিতি ও অবস্থান সম্পর্কে এই আই রোবটটি বুঝতে পারে এবং সেই অস্থানে গিয়ে খাবার পরিবেশন করতে পারবে। রান্নায় বা ঘরের অন্যান্য কাজে ব্যস্ত গৃহিনীদের আরেকটু সুবিধা প্রদানের জন্য এই রোবটটি কিনে নিতে পারেন।
উবুন্তু ও ROS (Robotic Operating System) এ চলা টার্টলবট তৈরীকারী প্রতিষ্ঠান উইলোগ্যারেজের ওয়েবসাইট থেকে অগ্রিম অর্ডার দিয়ে রাখতে পারেন। কিছুদিনের মধ্যেই পেয়ে যাবেন আপনার কচ্ছপ রোবট।
ভিডিও
রোবটটি মানুষের অবস্থান বুঝতে পেরে ঘরে গিয়ে খাবার দিয়ে আসছে তার ভিডিও চিত্র।