স্মার্টফোন ছাড়া এখন যেন একটি দিন কল্পনা করাই কঠিন। তবে যারা তাদের ব্যক্তিগত জীবনে স্মার্টফোনের অনুপ্রবেশে ক্লান্ত হয়ে পড়েছেন তাদের জন্য অল্প কয়েকটি প্রযুক্তি কোম্পানি এমন নতুন স্মার্টফোন এনেছে। যার ব্যবহারে ব্যক্তিগত জীবনেও কোনো সমস্যা দেখা দেবে না আবার সারাক্ষণ একটি সংযুক্ততার অভিজ্ঞতাও উপভোগ করা যাবে।
লাইট ফোন চলতি বছরের মে মাসে যাত্রা শুরু করেছিল এর ‘অ্যান্টি-স্মার্টফোন’ এর শিপিং শুরু করার প্রতিশ্রুতিসহ। তবে, কম্পানিটির বেশ কিছু সীমাবদ্ধতার ফলে তা বিলম্বিত হয়েছে। আর এখন এর চীনের ইয়ানতাই বন্দরের কারখানা থেকে আগামী ৩০ নভেম্বর শিপমেন্ট শুরু হবে।
লাইট ফোনের যাত্রা শুরু হয়েছিল ১০০ ডলারে। যার লক্ষ্য ছিল স্মার্টফোনের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করা। আর একটি অ্যাপের মাধ্যমে আপনার প্রধান স্মার্টফোন থেকে এতে কল ফরোয়ার্ড হবে।
ফোনটির যাত্রা শুরু করার সময় কোম্পানিটি দাবি করে লাইট ফোন মূলত যতটা সম্ভব ততটা কম ব্যবহারের জন্য ডিজাইন করা হয়েছে। একবার চার্জ করার পর লাইট ফোনের ব্যাটারি তিন সপ্তাহ পর্যন্ত সক্রিয় থাকবে। আর এতে ইন্টারনেটও ব্যবহার করা যায় না। ফোনটিতে রয়েছে টু জি ন্যানো সিম এবং কলের অনুমোদন দেয়।
এতে আরো রয়েছে একটি টাচ মডিউল, মাইক্রোফোন এবং মাইক্রো ইউএসবি পোর্ট। আর ফোনটিতে কোনো ক্যামেরাও নেই।