বাংলাদেশে যদিও ডাক বিভাগ মরতে বসেছে কিন্তু সারা বিশ্বে এখনো এটি ব্যপকভাবে প্রচলিত। ছোট খাট কাজ থেকে শুরু করে ব্যাংকিং এর মত গুরুত্বপূর্ন কাজগুলোও এখানে চিঠির মাধ্যমে হয়। চিঠির ব্যাপারটি আমার কাছে দারুন লাগে। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে মেইল বক্স চেক করার মধ্যে একটা অন্য রকম মজা। সাধারনত ঘরের দরজা বা দেয়ালের সাথে লাগানো চিঠির বক্স দেখা যায়। তবে এর ব্যতিক্রমও ঘটে যখন ঘরের মালিকের মন হয় একটু ক্রিয়েটিভ। দেখা যাক কিছু ক্রিয়েটিভ চিঠির বক্স।












হা হা! দারুন। গাধা মেইলবক্সটা জটিল হইছে।
ইমতিয়াজ ভাই অসাধারণ। আপনারটা কই?
হা হা হা …। ভাই , আপনার কোন টা ???? বলে দিলে চিঠির উপরে ছবি সহ পোস্ট দিতাম ……
আমারটা দরজার সাথে লাগানো সাধারন চিঠির বক্স 🙁 আমি ক্রিয়েটিভ না 😮
ঘোষ্টরকার মেইল বক্স আমার লাগবে, তাহলে আমার কোন চিঠি আসবেনা 😛
আমার পুরানো বাইকটা দিয়ে বাইক বক্স বানানোর চেষ্টা করব, তবে চুরি হওয়ার আশংকা রয়েছে। তাই আগে জরিপ করতে হবে।
অসাধারণ কিছু ছবি…মজা পেলাম
‘সাইক্লিস্ট মেইলবক্স’ এ আমার একটা মেইল পোস্ট করে দেবেন?? যাতে লেখা থাকবে “লেখকে ধন্যবাদ !”