বাংলাদেশে যদিও ডাক বিভাগ মরতে বসেছে কিন্তু সারা বিশ্বে এখনো এটি ব্যপকভাবে প্রচলিত। ছোট খাট কাজ থেকে শুরু করে ব্যাংকিং এর মত গুরুত্বপূর্ন কাজগুলোও এখানে চিঠির মাধ্যমে হয়। চিঠির ব্যাপারটি আমার কাছে দারুন লাগে। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে মেইল বক্স চেক করার মধ্যে একটা অন্য রকম মজা। সাধারনত ঘরের দরজা বা দেয়ালের সাথে লাগানো চিঠির বক্স দেখা যায়। তবে এর ব্যতিক্রমও ঘটে যখন ঘরের মালিকের মন হয় একটু ক্রিয়েটিভ। দেখা যাক কিছু ক্রিয়েটিভ চিঠির বক্স।

'ট্র্যাক্টর মেইলবক্স' গ্রামের লোকদের মাথায় বুদ্ধি আছে
'ট্র্যাক্টর মেইলবক্স' গ্রামের লোকদের মাথায় বুদ্ধি আছে
'বৈদ্যুতিক মেইলবক্স' ডাকপিয়নকে খুবই সাবধান থাকতে হয় এতে চিঠি ঢোকানোর সময়
'বৈদ্যুতিক মেইলবক্স' ডাকপিয়নকে খুবই সাবধান থাকতে হয় এতে চিঠি ঢোকানোর সময়
'ঘোস্টরকার মেইলবক্স' হুম... গুরুত্বপূর্ন চিঠি মিস হওয়ার আশংকা আছে। ডাকপিয়ন পালিয়ে যেতে পারে
'ঘোস্টরকার মেইলবক্স' হুম... গুরুত্বপূর্ন চিঠি মিস হওয়ার আশংকা আছে। ডাকপিয়ন পালিয়ে যেতে পারে!
'ফুলসজ্জিত মেইলবক্স' মেইলবক্সটি কেমন জানি না, তবে পেছনের দৃশ্যটি অসাধারন
'ফুলসজ্জিত মেইলবক্স' মেইলবক্সটি কেমন জানি না, তবে পেছনের দৃশ্যটি অসাধারন
'সাইক্লিস্ট মেইলবক্স' এরকম মেইলবক্সও আছে দুনিয়ায় :O
'সাইক্লিস্ট মেইলবক্স' এরকম মেইলবক্সও আছে দুনিয়ায় 😮
'গাড়ি মেইলবক্স' আমার ছোটভাই দেখলে নিশ্চিত খুলে নিয়ে যেত :P
'গাড়ি মেইলবক্স' আমার ছোটভাই দেখলে নিশ্চিত খুলে নিয়ে যেত 😛
2010-11-18_185616
'গাধা মেইলবক্স' প্রতিদিন ডাকপিয়ন এসে এর পেছন দিকটি খুলে, তাই এটি রেগে আছে
'বাইক বক্স' পুরানো লোহার ক্রিয়েটিভ ব্যবহার
'বাইক বক্স' পুরানো লোহার ক্রিয়েটিভ ব্যবহার
'মাইক্রোওয়েভ মেইলবক্স' এটাতে চিঠি সবসময় গরম থাকে। অনেকটা হটমেইলের মত
'মাইক্রোওয়েভ মেইলবক্স' এটাতে চিঠি সবসময় গরম থাকে। অনেকটা হটমেইলের মত
'সাবমেরিন মেইলবক্স' এটিকে আদৌ কোন চিঠির বক্স বলে মনে হয় না
'সাবমেরিন মেইলবক্স' এটিকে আদৌ কোন চিঠির বক্স বলে মনে হয় না
'তিমি মেইলবক্স' তিমি শিকারীদের ঘরের সামনে এটি শোভা পাবে
'তিমি মেইলবক্স' তিমি শিকারীদের ঘরের সামনে এটি শোভা পাবে
'ফেইস মেইলবক্স' দারুন চেহারা! দারুন হেয়ার স্টাইল!
'ফেইস মেইলবক্স' দারুন চেহারা! দারুন হেয়ার স্টাইল!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here