বাংলাদেশে যদিও ডাক বিভাগ মরতে বসেছে কিন্তু সারা বিশ্বে এখনো এটি ব্যপকভাবে প্রচলিত। ছোট খাট কাজ থেকে শুরু করে ব্যাংকিং এর মত গুরুত্বপূর্ন কাজগুলোও এখানে চিঠির মাধ্যমে হয়। চিঠির ব্যাপারটি আমার কাছে দারুন লাগে। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে মেইল বক্স চেক করার মধ্যে একটা অন্য রকম মজা। সাধারনত ঘরের দরজা বা দেয়ালের সাথে লাগানো চিঠির বক্স দেখা যায়। তবে এর ব্যতিক্রমও ঘটে যখন ঘরের মালিকের মন হয় একটু ক্রিয়েটিভ। দেখা যাক কিছু ক্রিয়েটিভ চিঠির বক্স।











