Kaspersky Internet Security 2011 নিয়ে অনেক পোস্ট বিভিন্ন ব্লগে লেখা হয়েছে। আর কিভাবে লাইসেন্স না কিনেই ব্যবহার কারা যায়, এই নিয়েও অনেক পোস্ট করা হয়েছে। তবে আপনি চাইলে ক্যাস্পারস্কি ট্রায়াল বার বার রিস্টার্ট করে ব্যবহার করতে পারবেন। সিরিয়াল কি হয়তো পাওয়া যায়, কিন্তু একটু কষ্টকর। অন্য দিকে ট্রায়াল রিস্টার্টারগুলো ভাইরাসে ভর্তি।
আজ আমি এমন একটি ক্যাস্পারস্কি ট্রায়াল রিস্টার্টার দিবো যেটিতে ভাইরাস নেই। আর সাইজেও বেশ ছোট। মাত্র ৩৪১ কেবি। আর এটি দিয়ে Kaspersky Internet Security 2010, Kaspersky Internet Security 2011,Kaspersky Antivirus 2010, Kaspersky Antivirus 2011 ও Kaspersky Pure এর ট্রায়াল রিস্টার্ট করা যাবে।
প্রথমে ক্যাস্পারস্কি খুলে সেটিংস এ গিয়ে সেলফ ডিফেন্স বন্ধ করতে হবে। নিচে ছবি দেওয়া হলোঃ
এর পর ক্যাস্পারস্কি ট্রায়াল রিসেটটি ওপেন করুন । তারপর নিচের ছবি গুলার মত কাজ করুনঃ
এরপর কম্পিউটার রিস্টার্ত দিন। ব্যাস, কাজ শেষ। এইভাবে আপনি বার বার ট্রায়াল রিস্টার্ট করে ব্যবহার করতে পারবেন।
সবশেষ এই যে, এইটাই আমার প্রথম পোস্ট। কিছু ভুল হলে নিজ গুনে মাফ করে দিবেন।
স্বগতম ……..ধন্যবাদ আপনাকে কাজের পোস্টটির জন্য।
আপনাকেও ধন্যবাদ
ভাই কাজের পোস্ট কিন্তু আমি এভাষ্ট