ভাবা যায় আমরা কোথায় এসে পড়েছি। বিশ্ববিখ্যাত জাপানি ব্র্যান্ড ক্যানন তাদের নতুন একটি ক্যামেরা সেন্সরের ঘোষণা দিয়েছে যেটা আকাশ দিয়ে উড়তে থাকা ১৮ কিলোমিটার দুরের প্লেনের শরীরে কি লিখা আছে সেটা আপনাকে পরে দিবে। যেটা সত্যিই অবিশ্বাস্য।
নতুন সেন্সর টি ২৫০ মেগাপিক্সেল যেটা সর্বচ্চ ১৯,৫৮০X১২,৬০০ পিক্সেলের ছবি ওঠাতে পারবে। যেটাকে নতুন রেকর্ড বলা যেতে পারে। এবং পরবর্তীতে ক্যাননের তাদের নতুন DSLR ক্যামেরা গুলতে তারা এই একই সেন্সর ব্যবহার করবে বলে জানিয়েছে (সম্ভাব্য)।
নতুন সেন্সরটি আপনাকে প্রতি সেকেন্ডে সর্বচ্চ ১.২৫ বিলিয়ন পিক্সেল পার সেকেন্ড ছবি তোলার সুবিধা দিবে। এবং একই সাথে এটি দিয়ে ভিডিও করলে সেটি ৪কে ভিডিও তুলনায় ৩০ গুন পর্যন্ত বেশী শার্প ভিডিও রেকর্ড করবে।
তবে ক্যাননের ভয় হল নতুন এই প্রযুক্তিটি যদি সহজেই সবার হাতের নাগালে চলে আসে তবে বড় ধরনের ক্রাইম ঘটতে পারে যেটা কোনভাবেই কাম্য না।
প্রতিষ্ঠানটি এর আগে তাদের নতুন ক্যামেরা সেন্সরটি পরিক্ষা করেছে এবং অভূতপূর্ব সাফল্য পেয়েছে বলে কনফিডেন্সের সাথে সবাইকে জানিয়েছে। এবং ইতিমধ্যে তারা এই বিষয়টি নিয়ে তাদের অফিসিয়াল ব্লগে একটি পোস্টও দিয়েছে। যেটা চাইলে এখানে যেয়ে পরে আসতে পারেন।
তবে নতুন আবিষ্কৃত এই প্রযুক্তিটি এখনো টেস্টিং পর্যায়ে আছে এবং ঠিক কবে নাগাত এটি বাজারে তথা তাদের ক্যামেরাতে মিলবে সে সম্পর্কে এখনো কিছু জানা যায়নি।
এটি যদি কিছু দিনের মধ্যে বাজারে আসে এবং এর দাম মোটামুটি হাতের নাগালে থাকে তবে আপনি নিশ্চয় কিনবেন? আমার কিন্তু একবার ট্রাই করার ইচ্ছা আছে।