স্মার্ট টেকনোলজিস (বিডি) লিঃ বাজারে নিয়ে এসেছে কোরশেয়ার ব্র্যান্ডের এম৬৫-প্রো আরজিবি এফপিএস গেমিং মাউস। অনবোর্ড মেমোরি, ৮টি প্রোগ্রামেবল বাটন, ১২ হাজার পর্যন্ত পরিবর্তনযোগ্য ডিপিআই, ১০০০ মেগাহার্জের পোলিংরেট কন্ট্রোল সুবিধা ছাড়াও এই মাউসটিতে রয়েছে আরজিবি লাইটিং এর সুবিধা, যা কিনা কোরশেয়ার লিঙ্ক সফটওয়্যারের মাধ্যমে উইজারদের অনুযায়ী কাস্টমাইজ করা সম্ভব। মাউসটির এডভান্সড ওয়েট টিউনিং সিস্টেম গেমিংয়ের ক্ষেত্রে এনে দিবে বাড়তি সুবিধা। এক বছরের বিক্রয়োত্তর সেবা সহ মূল্য ৭,৫০০ টাকা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here