তিন ভাগ্যবান বিজয়ীরা পাচ্ছেন মীর কাদিম এবং চেন্নাই এক্সপ্রেস গরুতে ৭০% ছাড়বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম মার্কেটপ্লেস bikroy.comকোরবানির ক্যাম্পেইন বিজয়ীদের নাম ঘোষণা করেছে। বিজয়ীরা হলেন- চেন্নাই ‘এক্সপ্রেস গরু’ বিজয়ী কুমিল্লার মো. রিপন, ‘মীর কাদিম হাসা’ গরু বিজয়ী বসুন্ধরার শারমিন এবং ‘মীর কাদিম গামর’ গরু বিজয়ী নারায়ণগঞ্জের হিমেল।
এই ভাগ্যবান বিজয়ীরা বিখ্যাত মীর কাদিম ও চেন্নাই এক্সপ্রেস গরুতে পান ৭০% মুল্য ছাড়।৫ সেপ্টেম্বর ২০১৬ বনানী চেয়ারম্যান বাড়ি মাঠে একটি প্রাণবন্ত আয়োজনের মাধ্যমে বিজয়ীদের নাম ঘোষণা করে বিক্রয়। দীর্ঘ এক মাস ক্যাম্পেইনের বাছাই পর্ব শেষে অসংখ্য অংশগ্রহণকারী ক্রেতাদের মধ্য থেকে বিক্রয় এই বিজয়ীদের পেয়েছে। পুরো ক্যাম্পেইন জুড়ে বিক্রয় ডট কম-এর কাছে দেশ ও দেশের বাইরে থেকে প্রায় ৫,০০০ আবেদন আসে।
ক্যাম্পেইনটির মূল আকর্ষণ ছিল মীর কাদিম এবং চেন্নাই এক্সপ্রেস গরু। এই গরুগুলোর বিশেষত্ব হচ্ছে এগুলো সেরা জৈব খাদ্য খেয়ে পালিত, এর মাংস উৎকৃষ্ট ও স্বাস্থ্যকর এবং এগুলো ক্ষতিকর ইনজেকশন মুক্ত। দীর্ঘ এক মাস জুড়ে ক্যাম্পেইনটি চলে যেখানে ক্রেতারা তাদের পছন্দের পশু http://www.bikroy.com/qurbani এই লিঙ্কটিতে ক্লিক করার মাধ্যমে বাছাই করেন।
এবারের কোরবানি ঈদের এই অভিনব অফারের পাশাপাশি বিক্রয় আরও কিছু দারুণ অফার নিয়ে এসেছে। এগুলোর মধ্যে রয়েছে, বিক্রয় মেম্বারদের কাছ থেকে মানসম্মত কয়েক হাজার কোরবানির পশু, যার মুল্য ৩০,০০০ থেকে ২০ লক্ষ পর্যন্ত এবং বাংলাদেশের বৃহত্তম সার্ভিস প্ল্যাটফর্ম Sheba.xyz থেকে পশু জবাই ও পরিবহন সেবা এবং পশু জবাইয়ের সরঞ্জামসমূহ।
গ্রাহকদের ঝামেলামুক্ত রাখতে এই সেবা দুটির কোন বিকল্প নেই। সেবাগুলো পেতে গ্রাহকরা www.bikroy.com/sheba-serviceplatform অথবা Sheba.xyz যেকোনো একটিতে ক্লিক করতে পারেন অথবা এই নম্বরে ০৯৬৩৯৪৪৪০০০ ফোন করে উপভোগ করতে পারবেন।