আর কিছুদিনের মদ্ধেই নতুন উইন্ডোজ ১০ বাজারে আসতে চলেছে, তবে এবার আর মাইক্রোসফট আগের মতো ভুল করেনি। নতুন উইন্ডোজ ১০ দিয়েছে চমৎকার একটি স্টার্ট মেনু। আপনারা যারা উইন্ডোজ ১০ সম্বন্ধে আরও বিস্তারিত জানতে চান তাঁরা ঘুরে আসতে পারেন এই লিংক থেকে।
তো আসল কোথায় আসা জাক। আপনি যখন নতুন উইন্ডোজ ৮ ইন্সটল করবেন তখন দেখবেন এর কোন ডিফল্ট স্টার্ট মেনু নেই। হতাশা জনক কথা। তবে এখন আর কোন সমস্যা নেই কারন ইতিমধ্যে অনেক থার্ডপার্টি সফটওয়্যার এসেছে যেগুলো ব্যবহার করে খুব সহজেই নতুন একটি স্টার্টমেনু ফিরে পাওয়া সম্ভব।
আমি আজকে আপনাদেরকে সাজেশন করবো দুইটি অসাধারণ স্টার্টমেনু সফটওয়্যার।
Start Menu Reviver 2
অনেক অসাধারণ একটি স্টার্টমেনু। আপনি চাইলে ইচ্ছা মতো প্রোগ্রাম পিন করে রাখতে পারবেন।
ViStart
এটিও অনেক অসাধারণ স্টার্টমেনু। একেবারে পরিপাটি ও সাজানো-গোছানো স্টার্ট মেনু।