কচ্ছপ! আবার কেউ কেউ একে কাছিমও বলে থাকেন। সে যাই হোক না কেন, কচ্ছপ সমদ্রের এক বিস্ময়। লক্ষ লক্ষ বছর ধরে তারা বেঁচে আছে, বিচরণ করছে সমুদ্রে।
আজ কচ্ছপদের নিয়েই মজার কিছু তথ্য দেয়া হলঃ
১) প্রায় ২০০ মিলিয়ন বছর ধরে পৃথিবীর বুকে কচ্ছপের বাসঃ
কারো কারো মতে ডাইনোসররা পৃথিবী থেকে বিলুপ্ত হয়েছে আজ থেকে প্রায় ৬৫ মিলিয়ন বছর আগে।কচ্ছপরা বিবর্তিত হয়েছে স্তন্যপায়ী প্রাণী, পক্ষী, কুমির, সাপ এবং গিরগিটির আগে! তারা পৃথিবীর সবচেয়ে “বুড়ো” ও প্রাচীন গোত্রের মাঝে অবস্থান করছে।
২) আওয়াজের সাহায্যে নারী পুরুষ যায় চেনাঃ
একটি কচ্ছপ পুরুষ নাকি মহিলা তা নির্ণয় করাটা বেশ কঠিন একটি কাজ। আপনি তাদের নিচের খোল কিংবা পায়ুপথের অবস্থান দেখে তা ধারণা করা যেতে পারে কিছুটা। কিন্তু সবচেয়ে মজার ব্যপার হচ্ছে যৌন সঙ্গমকালে পুরুষ কচ্ছপ এক ধরণের ক্রুদ্ধ আওয়াজ করে থাকে এবং স্ত্রী কচ্ছপ হিসস হিসস ধরণের শব্দ করে থাকে।
৩) সর্বত্র কিন্তু এন্টার্কটিকা নয়ঃ
সামুদ্রিক ও ভূমির কচ্ছপেরা মোটামুটি সর্বত্র অবস্থান করতে পারে। সব মহাদেশের সাথেই তারা তাদের শরীরের তাপমাত্রা অনুযায়ী খাপ খাইয়ে নিতে পারে, শুধুমাত্র এন্টার্কটিকা ছাড়া।
৪) রং দেখে যায় চেনাঃ
বিজ্ঞানীরা গবেষণা করে বের করেছেন যে কচ্ছপদের দৃষ্টিশক্তি বেশ ভালো এবং লাল রংটির প্রতি তাদের দূর্বলতা রয়েছে।
৫) আরো কিছু গুণঃ
কোন শব্দ শুনে সাড়া দেয়া, গন্ধ পাওয়া এবং স্পর্শকাতরতা- এই তিনটি গুণই রয়েছে কচ্ছপদের। এমনকি তাদের খোলের মাঝে নার্ভ সেন্স রয়েছে যার মাধ্যমে শত্রুর আগাম উপস্থিতি তারা আগে থেকেই টের পেয়ে যায়। এর ফলে তারা জলদি করে খোলের মাঝে লুকিয়ে যেতে পারে।
সূত্রঃ ন্যাশনাল জিওগ্রাফি