আসসালামু আলাইকুম। আমার খুবই ভালো বন্ধু রাহাত এর কথায় বিজ্ঞান প্রযুক্তি ডট কম এ যোগ দিলাম। বিজ্ঞান-প্রযুক্তিতে এটাই আমার প্রথম পোস্ট। প্রথম পোস্টটা সাধারণ কিন্তু দরকারি হবে, এরকমই উদ্দেশ্য ছিল আমার। তাই লিখার বিষয় হিসেবে এটাকেই সেট করলাম।
কম্পিউটার যে আধুনিক প্রযুক্তির সর্বশ্রেষ্ঠ যন্ত্র, সেটা না বললেও চলবে। তাই সবারই ইচ্ছা থাকে একটা কম্পিউটার কেনার। কিন্তু একটা ভালো কম্পিউটার কেনার জন্য কম্পিউটার সম্পর্কে কিছু বিষয় জানা প্রয়োজন। আমি আজকে আপনাদের সেইরকম কিছু বিষয়ই জানাবো। কম্পিউটারের ব্যাপারে একেবারেই নতুন, এমন মানুষদের কথা মাথায় রেখেই পোস্টটা সহজ কথায় লেখার চেষ্টা করলাম।
কম্পিউটার কেনার সময় প্রথমেই কয়েকটি জিনিসের প্রতি লক্ষ্য রাখবেন:
১. যেখান থেকে কিনছেন, সেই দোকান ক্রেতাদের কীরূপ গ্রাহক সেবা দেয়। এক্ষেত্রে পরিচিতরা সাহায্য করতে পারে।
২. বাজারে অনেক সময় খোলা হার্ডওয়্যার পাওয়া যায়। কখনোই এগুলো কিনবেন না।
৩. আপনি কম্পিউটার এক্সপার্ট না হলে অন্তত:পক্ষে Processor, Mainboard, RAM, HDD, ODD, Graphics Card, Casing একই দোকান থেকে কিনবেন। তারাই এগুলো সঠিকভাবে configure করে দিবে।
এখন আমি কম্পিউটারের মূল প্রত্যেকটি আলাদা part সম্পর্কে বলবো এবং এগুলো কেনার সময় কী কী বিষয়ের প্রতি খেয়াল রাখতে হবে, সে সম্পর্কে বলবো।
Processor (প্রসেসর):
কম্পিউটারের প্রধান জিনিস। এটিই কম্পিউটারের সকল কাজ করে থাকে। মূলত একেই CPU (Central Processing Unit) বলে। প্রসেসর নির্মাতা প্রতিষ্ঠান গুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় হল Intel এবং AMD (Advanced Micro Device)। দুইটাই ভালো, তবে সবচেয়ে জনপ্রিয় এবং technology’র দিক থেকে এগিয়ে রয়েছে Intel.


প্রসেসর যেহেতু সবচেয়ে গুরুত্বপূর্ণ, তাই এটি কেনার সময় বিশেষ সতর্কতা নিতে হবে।
১. প্রসেসরের clock speed কত, সেটা লক্ষ্য করতে হবে। ক্লক স্পিড যত বেশি হবে, প্রসেসরের প্রসেসিং ক্ষমতাও তত বেশি হবে।
২. প্রসেসরের সিরিজ কী, সেটা খেয়াল করতে হবে। সিরিজ যত উন্নত হবে, স্পিড তত বাড়বে। Intel এর প্রথম দিককার প্রসেসর এর মধ্যে রয়েছে, Pentium Series। পরবর্তীতে ধারাবাহিকভাবে এসেছে, Celeron series, Core Series, i Series। Pentium Series এর মধ্যে, P1 (Pentium 1) এর চাইতে P2 ভালো, P2 এর চাইতে P3 ভালো আবার, P3 এর চাইতে P4 ভালো। অর্থাৎ, same clock speed এর P1 এর চাইতে P2 এর স্পিড বেশি। আবার, একইভাবে, Pentium Series এর চাইতে Core Series এর স্পিড বেশি। core series এর প্রসেসর গুলোর মধ্যে, Core 2 Quad> Core 2 Duo> Dual Core. আবার core i series এর প্রসেসর গুলোর মধ্যে, Core i7 extreme> Core i7> Core i5> Core i3।
৩. প্রসেসরে কয়টি কোর (core) এবং কয়টি থ্রেড (thread) রয়েছে, তা খেয়াল করতে হবে। কোর এবং থ্রেড এর সংখ্যা বেশি হলে স্পিড বাড়বে। এখন পর্যন্ত সবোর্চ্চ ছয়টি কোরের প্রসেসর আবিস্কৃত হয়েছে।
৪. FSB (Front Serial Bus) এর পরিমাণ লক্ষ্য করতে হবে। FSB বেশি হলে স্পিড বেশি হবে। যদিও নতুন প্রসেসর গুলোতে FSB ব্যবহার করা হয় না। এর পরিবর্তে QPI ব্যবহৃত হয়।
৫. Cache Memory (ক্যাশ মেমরি) কত, তা লক্ষ্য করতে হবে। ক্যাশ মেমরির মধ্যে প্রকারভেদ রয়েছে। সর্বাধুনিক প্রযুক্তির ক্যাশ মেমরি হল L3 Cache.
৬. Hyper Threading Technology রয়েছে কিনা, লক্ষ্য রাখবেন। এ প্রযুক্তি Multitasking এর ক্ষেত্রে কার্যকরী ভুমিকা রাখে।
৭. Intel Processor এর ক্ষেত্রে, Turbo Boost Technology রয়েছে কিনা, তা লক্ষ্য রাখবেন। এই প্রযুক্তি প্রয়োজনের সময় প্রসেসরের ক্ষমতা বৃদ্ধি করে।
৮. GPU (Graphics Processing Unit) রয়েছে কিনা, দেখবেন। প্রসেসরে GPU থাকলে এবং ভালো মাদারবোর্ড ব্যবহার করলে External Graphics Card দরকার হয়না। (যদি না আপনি কম্পিউটারে খুবই উন্নত মানের গেম খেলেন অথবা গ্রাফিক্স ডিজাইনিং বা HD ভিডিও এডিটিং ইত্যাদি কাজ না করেন।)
[শেষ তিনটি অপশন বিশিষ্ট প্রসেসরের দাম সাধারণত বেশি হয়। সাধারণ কাজের জন্য এই সকল অপশনের প্রয়োজন নেই।]
Mainboard or Motherboard (মেইনবোর্ড বা মাদারবোর্ড):
এই বোর্ডটিতেই কম্পিউটারের সকল যন্ত্রাংশ যুক্ত থাকে। মেইনবোর্ড এর জন্য ভালো ব্র্যান্ডগুলো হল: Gigabyte, Intel, Foxcon, Asus ইত্যাদি। মেইনবোর্ড অবশ্যই প্রসেসর সাপোর্টেড হতে হবে। মেইনবোর্ড এর পোর্ট দুই ধরনের হয়, IDE এবং S-ATA। তবে বর্তমানে S-ATA পোর্টের মেইনবোর্ডই দেখা যায়। প্রায় সব S-ATA পোর্টের মেইনবোর্ডে অন্তত একটি IDE পোর্ট থাকে। প্রয়োজনে IDE to S-ATA converter ব্যবহারের মাধ্যমে S-ATA পোর্টের মেইনবোর্ডে IDE device ব্যবহার করা যায়। মেইনবোর্ড কেনার সময় যে যে বিষয় লক্ষ্য রাখবেন, তা হল:
১. মেইনবোর্ড যেনো প্রসেসর সমর্থিত হয়।
২. RAM এর ধরন। মেইনবোর্ডে RAM এর স্লট যেরকম হবে, সেই ধরনেরই RAM কিনতে হবে। সর্বাধুনিক RAM টাইপ হল DDR3।
৩. USB Port এর version কত। সর্বাধুনিক হল USB 3.0। [USB 3.0 পোর্ট বিশিষ্ট মেইনবোর্ড এর দাম কিছুটা বেশি]
৪. বর্তমানে সব মেইনবোর্ডেই LAN Card (Local Area Network Card) থাকে। তাছাড়া, HD audio এবং HD Video ও লক্ষ্য করা যায়। Integrated Graphics এর মান বেশি হলে ভালো হয়।

Monitor (মনিটর):
এটাই কম্পিউটারের প্রধান আউটপুট। মনিটরের জন্য ভালো ব্র্যান্ড গুলো হচ্ছে: Samsung, Philips, LG, Asus, HP, Fujitsu ইত্যাদি। মনিটর কেনার সময় নিচের বিষয়গুলো লক্ষ্য রাখবেন:
LCD (Liquid Cristal Display) /LED (Light Emitting Diode) Monitor এর ক্ষেত্রে:
১. আপনার প্রয়োজন অনুসারে স্ক্রিন সাইজ সিলেক্ট করবেন। বর্তমানে অনেক মনিটরেই Built-in TV Tuner থাকে। একই সাথে কম্পিউটারের মনিটর এবং টিভির কাজ করবে এগুলো। TV Tuner না থাকলে প্রয়োজন হলে আপনি পৃথকভাবে TV Tuner কিনতে পারবেন।
২. LCD মনিটর গুলো স্কয়ার এবং ওয়াইড স্ক্রিন এই দুই ধরনের হয়। আপনার কজের প্রয়োজন অনুসারে আপনি তা select করবেন।
৩. LCD এবং LED মনিটর এর পার্থক্য হল: LED মনিটর হল উন্নত প্রকারের LCD মনিটর। তুলনামূলক ভাবে LED মনিটরে ভালো ছবি দেখা যায়। তাছাড়া, LED মনিটরে দেখতেও সাচ্ছন্দ্য বোধ হয়।
৪. কন্ট্রাস্ট রেশিও (Contrast Ratio) লক্ষ্য করবেন। এটি যত বেশি হবে, ছবির মান তত ভালো হবে, অর্থাৎ ছবি শার্প আসবে।
৫. Response Time কম হলে ভালো হয়।

RAM- Random Access Memory (র্যাম):
RAMও কম্পিউটারের স্পিড বৃদ্ধিতে সাহায্য করে। RAMএর জন্য ভালো ব্র্যান্ড হচ্ছে: Transcend, Twinmos ইত্যাদি। RAM কেনার সময় এগুলো খেয়াল রাখবেন:
১. RAM এর পরিমাণ বৃদ্ধি পেলে কম্পিউটারের স্পিড বাড়বে। অর্থাৎ, 1 GB RAM এর চেয়ে 2 GB RAM এর স্পিড বেশি হবে।
২. RAM এর বাস ফ্রিকোয়েন্সি বেশি হলে RAM এর ক্ষমতা বাড়বে।
৩. RAM এর ধরন উন্নত হলে তা কম্পিউটারের গতি আরও বৃদ্ধি করবে। যেমন, DDR3 RAM সমপরিমাণের DDR2 RAM এর চেয়ে শক্তিশালী। তবে মেইনবোর্ডে RAM এর স্লট যেমন হবে, সেই ধরনেরই RAM কিনতে হবে।

Hard Disk Drive (HDD) (হার্ডডিস্ক):
কম্পিউটারের তথ্য এতে জমা থাকে। এটি কম্পিউটারের Virtual RAM হিসেবেও কাজ করে। এর ভালো ব্র্যান্ড হচ্ছে, Samsung, Transcend ইত্যাদি। এটি কেনার সময় নিচের বিষয়গুলো লক্ষ্য করবেন:
১. সাধারণভাবেই, হার্ডডিস্ক এর স্টোরেজ ক্ষমতা বেশি হলে বেশি তথ্য জমা রাখতে পারবেন। বাজারে ১৬০ GB থেকে শুরু করে ৩ TB হার্ডডিস্ক পাওয়া যায়।
২. হার্ডডিস্ক এর RPM (Revolutions Per Minute) বেশি হলে এর ডাটা ট্রান্সফার রেট বেশি হবে।
৩. মেইনবোর্ডের পোর্ট S-ATA হলে হার্ডডিস্কও S-ATA ই কিনতে হবে।
৪. এক্সটার্নাল হার্ডডিস্ক এর ক্ষেত্রে, আপনার মেইনবোর্ড এ USB 3.0 থাকলে USB 3.0 হার্ডডিস্ক কেনাই ভালো। কেননা, কয়েক বছরের মধ্যেই USB 2.0 উধাও হয়ে USB 3.0 এর জায়গা নিবে। লক্ষণীয়: এক্সটার্নাল হার্ডডিস্ক স্হায়ী HDD এর ন্যায় ব্যবহার করা যায় না, তবে ইন্টার্নাল HDD, এক্সটার্নাল HDD এর ন্যায় ব্যবহার করা যায়।

Casing (কেসিং):
কেসিং হল Mainboard, HDD, ODD সাজিয়ে রাখার জন্য বক্স। কেসিং এর জন্য ব্র্যান্ড অতটা গুরুত্বপূর্ণ নয়। তবে Mercury এবং Gigabyte এর কেসিং গুলো ভালো হয়। কেসিং কেনার সময় নিচের বিষয়টি লক্ষ্য করবেন:
১. কেসিং এর দাম vary করে PSU (Power Supply Unit) এর জন্য। PSU যদি বেশি watt এর হয়, তবে PSU এর দাম বেড়ে যায়। ফলে কেসিং এর দাম বেড়ে যায়। আপনার কাজের ধরন অনুযায়ী PSU select করবেন। যেমন, ভালো এবং বেশি পাওয়ারের এক্সটার্নাল গ্রাফিক্স কার্ড, বড় স্ক্রিনের মনিটর ব্যবহার করলে বেশি পাওয়ার এর পাওয়ার সাপ্লাই লাগবে।

Optical Disk Drive (ODD) (অপটিক্যাল ডিস্ক ড্রাইভ):
ODD হল সিডি/ডিভিডি প্লেয়ার/রাইটার। ODD এর জন্য ভালো ব্র্যান্ড হল: Samsung, Asus, Lite-On ইত্যাদি। লক্ষ্য করুন:
১. বর্তমানে সিডি প্লেয়ার এবং ডিভিডি প্লেয়ার এর মূল্যে পার্থক্য খুবই কম। CD player, DVD play করতে পারেনা, কিন্তু DVD player, CD play করতে পারে।
২. আপনি চাইলে কয়েকশ টাকা বেশি দিয়ে Combo Drive অথবা DVD writer কিনতে পারেন। Combo drive হল সেইসব ODD যেগুলো CD Play, DVD play এবং CD write করতে পারে। আর DVD writer দিয়ে আপনি CD play, DVD play, CD write, DVD write সবই করতে পারবেন।
৩. মেইনবোর্ড এর পোর্ট অনুসারে ODD কিনতে হবে। (অন্যথায় converter ব্যবহার করতে হবে)
৪. ODD এর speed বেশি হলে সিডি/ডিভিডি থেকে দ্রুত ডাটা রিড হবে এবং দ্রুত ডাটা রাইট হবে।

Graphics Card (গ্রাফিক্স কার্ড) বা AGP Card(Accelerated Graphics Port Card):
ভালো গেম খেলার জন্য বা গ্রাফিক্স ডিজাইনিং এর কাজের জন্য ভালো গ্রাফিক্স কার্ড অত্যন্ত প্রয়োজন। গ্রাফিক্স কার্ডের মধ্যে ভালো ব্র্যান্ড হল: Asus, Gigabyte, Sapphire ইত্যাদি। এটি কেনার জন্য নিচের বিষয়গুলো খেয়াল করবেন।
১. V-RAM বেশি হলে ভালো গ্রাফিক্স পাবেন।
২. সাধারণ র্যাম এর মতই V-RAM এর টাইপ উন্নত হলে ভালো ফলাফল পাওয়া যাবে।
৩. এছাড়াও, Clock rate, Memory Bus ইত্যাদি বিভিন্ন জিনিসের জন্যও গ্রাফিক্স কার্ডের ক্ষমতার পরিবর্তন হয়।
৪. আপনি যদি কোন নির্দিষ্ট গেম এর প্রতি আকৃষ্ট হন অথবা নির্দিষ্ট কোন সফটওয়্যার দিয়ে কাজ করেন, তবে সেই সফটওয়্যারের requirement অনুসারে নির্দিষ্ট চিপসেটের গ্রফিক্স কার্ড কিনবেন।

Key Board (কী-বোর্ড):
কী-বোর্ড কম্পিউটারের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুইটা ইনপুট ডিভাইস এর মধ্যে এটি একটি। কী-বোর্ড এর জন্য ভালো ব্র্যান্ড হল: A4Tech, Deluxe, Mercury ইত্যাদি। এটি কেনার সময় লক্ষ্য করবেন বাংলা অক্ষর রয়েছে কিনা। (Unijoy বা Bijoy লে আউট-এ লেখার জন্য অপরিহার্য)।

Mouse বা মাউস:
অপর গুরুত্বপূর্ণ ইনপুট ডিভাইস হল এটা। এর ভালো ব্র্যান্ড হল: A4Tech, Mercury ইত্যাদি।
১. কত DPI (Dots Per Inch) লক্ষ্য করবেন। DPI বেশি হলে সূক্ষ্ণ ভাবে মাউস দিয়ে কাজ করতে পারবেন।
২. ধরতে সুবিধা হয়, এমন মাউস কিনবেন।

UPS (Uninterpretable Power Supply) ইউপিএস:
বাংলাদেশে ডেস্কটপ কম্পিউটারের জন্য UPS যে অপরিহার্য তা বলার বাইরে। UPS কেনার সময় এগুলো লক্ষ্য করবেন:
১. দুই ধরনের UPS পাওয়া যায়। Online UPS এবং Offline UPS। এদের মধ্যে পার্থক্য হল, বিদ্যুৎ চলে গেলে Online UPS on হতে কোন সময় নেয় না, কিন্তু Offline UPS সামান্য সময় নেয়। সম্ভবনা কম হলেও এই সামান্য সময়ের মধ্যে কম্পিউটারের পাওয়ার চলে গিয়ে রি-স্টার্ট হতে পারে।
২. আপনার চাহিদা অনুযায়ী UPS এর পাওয়ার select করবেন। মনিটরের স্ক্রিন বড় হলে, বেশি পাওয়ারের গ্রাফিক্স কার্ড ব্যবহার করলে, উন্নত প্রসেসর হলে বেশি পাওয়ারের UPS প্রয়োজন। দোকানে আপনার কম্পিউটারের কনফিগারেশন বললে তারা সঠিক UPS দিতে পারবে।
৩. সাধারণত একটি UPS এর Back-up time ২০-২৫ মিনিট। এর চেয়ে বেশি Back-up time এর UPS কিনতে হলে মূল্য বেশি হবে।

TV- Tuner/ TV card:
কম্পিউটারের মনিটরকে একই সাথে টিভি দেখার কাজে ব্যবহার করতে প্রয়োজন। LCD/LED টিভির মূল্য বেশি বলে অনেকেই LCD monitor এবং TV card কিনে টিভি দেখার পদ্ধতির দিকে ঝুঁকছেন। তবে টিভি দেখাই যদি হয় আপনার উদ্দেশ্য, তবে LCD/ LED TV monitor ই কিনুন। এতে ফলাফল ভালো পাবেন। TV card এর সুবিধা হল, এর মাধ্যমে আপনি শুধু টিভিই দেখতে পাবেন না, অনুষ্ঠানও রেকর্ড করে আপনার হার্ডডিস্ক এ জমা করে রাখতে পারবেন। TV tuner অবশ্যই মনিটরের রেজ্যুলেশন এর সাথে সামঞ্জস্য পূর্ণ হতে হবে। শপ এ আপনার মনিটরের রেজ্যুলেশন বা মডেল বললেই তারা সঠিক টিভি কার্ড বেছে দিতে পারবেন। TV card এর জন্য ভালো ব্র্যান্ড হল: Avermedia, Real view, Gadmei ইত্যাদি।
Speaker বা স্পিকার:
কম্পিউটারের আরেকটি আউটপুট ডিভাইস। গানের প্রতি আপনার আসক্তি অনুযায়ী এটি কিনবেন। ২:১ এর স্পিকার হল মোট তিনটি স্পিকারের সমষ্টি, যার মধ্যে একটি বড় এবং অন্য দুইটি ছোট। বড়টি হল উফার (woofer) এবং ছোটটি হল সাব উফার (sub-woofer)। উফারটি ব্যাস সাউন্ড এবং সাব উফারটি ট্রেবল প্রদান করে। গানে আপনার ভালো আসক্তি থাকলে এক্সটার্নাল সাউন্ড কার্ড কিনতে পারেন। তবে বর্তমান প্রায় সব মেইনবোর্ড এই ৫:১ সাউন্ড কার্ড বিল্ট-ইন থাকে। ফলে আপনি ৫:১ স্পিকার ব্যবহার করতে পারবেন। তবে আরও উন্নত সাউন্ডের জন্য ৭:২ স্পিকারও ব্যবহার করতে পারেন (এর জন্য ৭:২ সাউন্ড কার্ড লাগবে)। স্পিকারের জন্য ভালো ব্র্যান্ড হল Creative, Microlab, Logitech ইত্যাদি।
আজকে এখানেই শেষ করছি। প্রথম পোস্টটা এত বড় হবে ভাবিনি। এই পোস্টটা আপনাদের সামান্য কাজে লাগলেই আমার লেখা সার্থক হবে। 🙂
আল্লাহ হাফিজ।
পোস্টটা ভালো। তবে
“এটি কেনার সময় লক্ষ্য করবেন বাংলা অক্ষর রয়েছে কিনা। (Unijoy বা Bijoy লে আউট-এ লেখার জন্য অপরিহার্য)।”
কথাটার সঙ্গে একমত নই। আমার মতো যাদের লেআউট মুখস্থ তাদের তো বাংলা অক্ষরসহ কিবোর্ডের প্রয়োজন নেই।
এখানে নতুনদের জন্য বলা হয়েছে। যারা এখনো পিসি কিনলোই না, তাদের লেআউট মুখস্ত হবে কিভাবে? 😕
ভাইজান, আমিও নতুন পিসি কিনেছিলাম ২০০৯-এ। কিন্তু কম্পিউটিং-এর এক্সপেরিয়েন্স ছিল ২০০৬ থেকেই। লেআউটও মুখস্থ তখন থেকেই। সাইবার ক্যাফের কল্যাণে আজকাল কিছু শিখতে নিজের কম্পিউটার লাগে না। কিন্তু অপরিহার্য শব্দটা দেখে তো মনে হলো যে বাংলা লেখা না থাকলে লেখাই যাবে না। 😛
@সজীব, 😉
ঠিক বলেছেন… বাক্যটা ঠিক হয়নি.. এতে মনে হতে পারে কী-বোর্ডে বাংলা অক্ষর না থাকলে কম্পিউটারে বাংলা লিখা যাবে না! :S কিন্তু ব্যাপারতো তা না!! :S
সজীবের সাথে একমত। অনেকে তো Phonetic এও লেখে কিংবা নতুন হলে Phonetic দিয়েও তো শুরু করতে পারে। তাদের ক্ষেত্রে এই “অপরিহার্য” কথাটা ঠিক মানায়না। 😕
শায়ের ভাইকে বিপিতে স্বাগতম 😀 আশা করি আপনি রাহাতের মত আমাবশ্যার চাঁদ হয়ে যাবেন না 😛
সহমত। 😉
8)
শায়ের ভাইকে বিপি-এর পোস্টিং প্যানেলে স্বাগতম। আশা করি, থেমে থাকবেন না। 🙂
🙂
অসাধারণ…………………শায়ের ভাইক বিজ্ঞান প্রযুক্তি স্বাগতম।
থ্যাংকু ভাইয়া… 🙂
দারুন হয়েছে পোস্টটা শারু ! বিজ্ঞান-প্রযুক্তিতে স্বাগতম 😀
থ্যাংক্যু, অমাবস্যার চাঁদ… 😉
ভালই তো শুরু করলা! চালাইয়া যাও! 😀
আপনাদের দোয়ায়… ;D
মনিটর ব্রান্ড এর সিরিয়ালে ১ম নাম্বার এ স্যামসাং এর নাম দেখে দুঃখ পেলুম।
স্যামসাং একটি জনপ্রিয় মনিটর ঠিকই কিন্তু এর পারফর্মেন্স অত্যন্ত খারাপ(আমার কাছে)। ভালও আছে কিন্তু তার ক্রয়ক্ষমতা আমাদের নাগালের বাইরে।
বাজারে ডেল, আসুস এর মত ব্রান্ড কম দামে অনেক ভাল মনিটর দেয়, যা তুলনামূলকভাবে স্যামসাং এর চেয়ে অনেক গুন ভাল।
সেইখানে এই পোষ্ট এ ডেল এর নাম পর্যন্ত নাই…
আর LED ও LCD এর পার্থক্য হল LED আলোতেও ভাল দেখা যায়, যেমন স্ক্রীণ এ রোদ পড়লেও দেখা যাবে। যেটা LCD এ দেখতে সমস্যা হয়।
মনিটরের ব্র্যান্ডের ব্যাপারে একমত হতে পারলাম না… স্যামসাং আমার দেখা মনিটরের জন্য সবচেয়ে ভালো ব্র্যান্ড… আর ডেলের মনিটর সম্পর্কে আমি তেমন কিছু জানতাম না, তাই উল্লেখ করিনি… আর রাহাত তো বলল, “ডেল এর প্রচুর সমস্যা আছে। সেটা আইটি দোকানদারদের কাছেই ভাইয়া জানতে পারবে, আমিও ডেল নিতে চেয়েছিলাম, তখন সব তথ্য জেনেছি। বর্তমানে বাংলাদেশে ডেলের নতুন মনিটর আসছেনা। পুরোনো মডেল আসছে যেগুলো বিদেশে চলেনা। অনেক ক্ষেত্রে ওয়ারেন্টিও থাকেনা। তাই অন্তত বাংলাদেশে ডেলকে সেরা বলাটা বোকামি। “..
আর LCD ও LED এর মধ্যে অনেক পার্থক্য আছে… একলাইনে তাই এইটুকুই লিখলাম… 🙂
প্রথমে স্বাগতম জানাচ্ছি পোষ্টিং প্যানেলে
আর হা মনিটররের ক্ষেত্রে স্যামসাঙ্গের ব্যপারে আমি বিক্রেতা হিসেবে বলব এটা অঙ্কেমডেল আছে এবং ডিজাইনের মাধুর্য্যতাও বেশ, ওয়ারেন্টি পিরিয়ড ও ৩ বছর
আর অন্যান্য মডেলে দাম যাইহোক বেশ কিছু রিপোর্ট আসে, সেক্ষেত্রে স্যামসাং ইজ বেটার
ভীষণ দরকারি পোস্ট ✫ ✫ ✫ ✫
ভালো হয়েছে ধন্যবাদ আপনাকে।
প্রথমে স্বাগতম জানাচ্ছি……সুনন্দ ত্ত সাজানো লেখা
স্যামসাং ইজ বেটার লাকি ভাইয়ের সাথে একমত………..
গোছানো, তথ্যবহুল লেখা। ধন্যবাদ।
র্যাম DDR2 নাকি DDR3 :roll:সেইটা দেখার কি কোন উপায় আছে??:roll:
আছে… DDR 2 RAM এর নচ ঠিক মাঝ বরাবর থাকে, কিন্তু DDR3 RAM এর নচ একটু সাইডে থাকে…. এই ছবিটি দেখলেই বুঝতে পারবেন…. http://gamingpcguide.net/wp-content/uploads/2009/06/ddr3-vs-ddr2-ram.jpg
স্বাগতম, যে যাই বলুক অনেকের জন্য এ লেখাটি বেশ দরকারি, এগিয়ে যান, শুভকামনা ও ধন্যসহ
এই রকম দরকারি পোস্ট দরকার আছে। চালিয়ে যান …………………………
Sub : I want to upgrade my computer and U help me, it is final.
প্রেরক :
মাহফুজ, মোহাম্মাদপুর, ঢাকা । ই-মেইল # mahfuz08@yahoo.com
আমার কম্পিউটার আপগ্রেড করব। তাই ব্লগারদের কাছে কিছু প্রশ্নের উত্তর চাই। আমি কম্পিউটারটি ২৪/০৭/২০০৬ ইং তারিখে কিনেছি। বর্তমানে কোন ওয়ারেন্টি নেই । তাই উল্লেখিত সব গুলো বিষয় আপগ্রেড হবে কিনা দ্রুত জানতে চাই। আমার বাসায় কোন টেকি লোক নেই। দয়া করে উত্তরটি অভ্র বা ইউনিকোডের মাধ্যমে বাংলায় এম.এস.ওয়ার্ড ফাইলে লিখে তা ই-মেইলে যুক্ত করে পাঠান ।
পিসি কনফিগারেশন হচ্ছে :
প্রসেসর :
ইন্টেল পেন্টিয়াম ৪ , সি পি ইউ : ২.৬৬ গিগাহার্টজ।
মাদারবোর্ড :
মডেল নেম # জিএ – ৮❙৯১৫ এমডি – জিভি
ইন্টেল # ৯১৫ জিভি / আই.সি.এইচ. # ৬
পি ৪ সকেট ৭৭৫ / মাইক্রো এ.টি.এক্স
গিগাবাইট এল. জি. এ. ৭৭৫, ইন্টেল পেন্টিয়াম ৪ ।
ইন্টেল বায়স # ইন্টেল ৯১৫ জিভি ফর ৮❙৯১৫ এমডি – জিভি এফ ২।
অপারেটিং সিস্টেম :
উইন্ডোজ এক্স-পি প্রফেশনাল।
মনিটর :
১৭ ইঞ্চি সিআরটি মনিটর ।
র্যা ম :
ডিডিআর -২ র্যা ম # ১ গিগাবাইট ।
নিচের বিষয় গুলো আপগ্রেড হবে। কিন্তু প্রসেসর এবং মাদারবোর্ড বদল করা হবে না।
১/ আমি ডিডিআর -২ র্যা ম ২ গিগাবাইট কিনব। মাদারবোর্ডে ২ গিগাবাইট পর্যন্ত ব্যবহার করা যায়
এবং ২টি র্যাামের স্লট আছে ।
আমি কি ডিডিআর -২ র্যা ম ২ গিগাবাইটের ১টা কিনব, নাকি ১ গিগাবাইটের ২টা কিনব ?
যেহেতু ২টি র্যাামের স্লট আছে , তাই ২ টি নাকি ১ টি র্যাখম , কোনটি বেশী কর্যকর হবে ?
র্যা ম কোনটি কিনবো , তা কি ভাবে নির্ধারণ করব ?
কোন কোম্পানি ভালো এবং এর দাম কত ?
২/ আমি ১ অথবা ২ টেরাবাইট সাটা হার্ডডিস্ক কিনব।
উপরের কনফিগারেশনে ১ অথবা ২ টেরাবাইট সাটা হার্ডডিস্ক ব্যবহার করা যাবে কিনা ?
কোন কোম্পানি ভালো এবং এর দাম কত ?
৩/ উইন্ডোজ # ৭ উপরের আপগ্রেড কনফিগারেশনে চালানো সম্ভব কিনা ?
৩২ বিট এবং ৬৪ বিট – এর মধ্যে কোনটি উপরের আপগ্রেড কনফিগারেশনে চালানো সম্ভব ?
উইন্ডোজ # ৭ – এর মধ্যে কি কি ভাগ আছে এবং কোনটি ভালো ?
১ বা ২ টেরাবাইট হার্ডডিস্কের পার্টিশন কি পরিমাণে ভাগ করা হবে ?
আমি যদি অন্যান্ন সফ্টওয়ার প্রোগ্রাম ফাইলের ডিরেক্টরি এবং মাই ডকুমেন্ট সি এর পরিবর্তে ডি ড্রাইভে
ইন্সটল করতে চাই তবে উইন্ডোজ # ৭ – এ প্রোগ্রাম ফাইলের পাথ (রুট ডিরেক্টরি) কি ভাবে পরিবর্তন
করতে হয় ?
বড় হার্ডডিস্কের ব্যবহারের ফলে উইন্ডোজ # ৭ বা এক্স-পিতে কোন সমস্যা হয় কিনা ?
৪/ সাটা ডিভিডি রাইটার কিনব ।
সাটা ডিভিডি রাইটার পাওয়া যায় কিনা এবং কোথায় ?
কোন কোম্পানি ভালো এবং এর দাম কত ?
৫/ গ্রাফিক্স কার্ড কিনব , যাতে ভারি গেম খেলা যায় ।
আমার মাদারবোর্ড এবং উপরের আপগ্রেড কনফিগারেশনে কোন ধরনের এবং কত শক্তিশালী গ্রাফিক্স
কার্ড কিনব ?
কোন কোম্পানি ভালো এবং এর দাম কত ?
৬/ ইন্টারনাল ডায়াল-আপ মডেম কিনব, যাতে ইন্টারনেট, ফোন এবং ফ্যাক্স ব্যবহার করা যায় ।
কোন কোম্পানি ভালো এবং এর দাম কত ?
৭/ ইন্টারনাল টিভি কার্ড কিনব ।
ডিস লাইন ছাড়া ইন্টারনাল টিভি কার্ডের মধ্যমে কি ভাবে টিভি দেখা যায় ?
কোন কোম্পানি ভালো এবং এর দাম কত ?
৮/ পাওয়ার সাপ্লাই ইউনিট কিনব , যাতে উপরের কনফিগারেশনে কোন ধরনের সমস্যা না হয় ।
কত ওয়াট পিএসইউ কিনতে হবে ?
কোন ডিভাইস কি পরিমাণ কারেন্ট টানবে ?
অধিক পাওয়ারের পিএসইউ কিনলে আইপিএস এর ব্যাকআপ কমে যায় কিনা ?
কোন কোম্পানি ভালো এবং এর দাম কত ?
৯/ আমি ট্রান্সসেন্ড জে এফ ৩০ পেন-ড্রাইভ ব্যাবহার করি, যা ৪ গিগাবাইট। এটা ৩/৪ বছর আগে কিনা
হয়েছে, এটা উইন্ডোজ এক্স-পি সাপোর্ট করে।
আমি এটা উইন্ডোজ # ৭ এর সাথে চালাতে পারব কিনা ?
১০/ আমার মাদারবোর্ডে কোন ধরণের এবং ক্ষমতা সম্পূর্ণ গ্রাফিক্স কার্ড বিল্টইন আছে , তা কি ভাবে বুঝব ?
মাদারবোর্ডের কনফিগারেশন কি ভাবে লিখে পাঠাতে হয় ?
১১/ মাদারবোর্ডের ফিচারে দেখা যায় যে, চিপসেট , অনবোর্ড ল্যান, আইডিই কানেকশানস,অনবোর্ড সাটা –
এ ( সাপোর্টেট অন দি উইন ২০০০ / এক্স-পি অপারেটিং সিস্টেমস ) লিখা আছে ।
উইন্ডোজ # ৭ অপারেটিং সিস্টেম চালু করলে ব্রডব্যান্ড লাইন বা অন্য কোনো ইন্টারনেট লাইনে
কোনো সমস্যা হবে কিনা ?
চিপসেটের ক্ষেত্রে উইন্ডোজ # ৭ অপারেটিং সিস্টেম চালু করলে কি ধরনের সমস্যা হবে ?
১২/ উইন্ডোজ # ৭ এবং উইন্ডোজ এক্স-পি এর মধ্যে কোনটি কেন ব্যাবহার করা উচিত বা ভাল ?
৩২ বিট এবং ৬৪ বিট – এর মধ্যে কোনটি কেন সুবিধাজনক বা অসুবিধাজনক ?
১৩/ বর্তমান মাদারবোর্ডের পরিপ্রেক্ষিতে আমি যদি নতুন প্রসেসর কিনতে চাই, তবে ইন্টেলের কোন ধরনের
এবং কি পরিমাণ শক্তিশালী প্রসেসর কিনা যাবে ?
১৪/ আমি কম্পিউটারটি ২৪/০৭/২০০৬ ইং তারিখে কিনেছি। বর্তমানে কোন ওয়ারেন্টি নেই।
তাই উল্লেখিত সব গুলো বিষয় প্রসেসর এবং মাদারবোর্ড বদল না করে আপগ্রেড হবে কিনা ?
১৫/ ব্রাউজারে অভ্র কিবোর্ডে লিখতে গেলে যুক্ত অক্ষর হয় না ।
যুক্ত অক্ষরের মাঝে ্ থাকে ।
যেমন :
শিক্ষা = শিক্ষা
এর ফলে গুগল সার্চ ঠিক মত হয় না।
এই সমস্যা থেকে মুক্তির উপায় কি ?
১৬/ ফায়ার ফক্স # ৪ – এর এড-অনস ইন্সটল করা যাচ্ছে না।
কাজেই ব্যাকআপ এড-অনস পাওয়া গেলে তা ইন্সটল করা যেত।
এটা কোথায় পওয়া যাবে ?
১৭/ আমার কম্পিউটারে ইন্টারর্নাল সাটা হার্ডডিস্ক আছে যা ৮০ গিগা. । আমি একে এক্সট্রার্নাল হার্ডডিস্কে
রুপান্তর করতে চাই।
ইন্টারর্নাল সাটা হার্ডডিস্ক কে এক্সট্রার্নাল হার্ডডিস্কে রুপান্তর করার সহজ উপায় কি ?
ইন্টারর্নাল সাটা হার্ডডিস্ক কে ইউ.এস.বি এক্সট্রার্নাল হার্ডডিস্কে রুপান্তর করা যায় কি না এবং কি ভাবে?
১৮/ আমার কম্পিউটারে ইসেট স্মার্ট সিকিউরিটি এন্টিভাইরাস আছে। আমার ইন্টারনেট কানেকসান আছে।
বিভিন্ন পত্রিকায় দেখলাম ইন্টারনেট কানেকসান থাকলে এন্টিভাইরাসের পাশাপাশি ইন্টারনেট সিকিউরিটি
এবং এন্টিম্যালওয়ার ইন্সটল থাকতে হবে।তার মানে উক্ত ৩ টি জিনিস কি একই সাথে ইন্সটল থাকতে হবে ?
ইসেট স্মার্ট সিকিউরিটি এন্টিভাইরাসের পাশাপাশি আর কি কি সতর্কতা মূলক জিনিস ইন্সটল এক সাথে রাখা যাবে ?
ফ্রি হিসাবে যে সব সতর্কতা মূলক জিনিস ইসেট স্মার্ট সিকিউরিটি এন্টিভাইরাসের পাশাপাশি একই সাথে
রাখা যাবে সেগুলোর মধ্যে সব চেয়ে ভালো কোন গুলা ?
যেমন নড ৩২ তেমন ভাল লিন্ক চেকারের নাম কি ?
ভাল পি ডি এফ চেকার হিসেবে কি ব্যবহার করা যায় ?
উপরের সব গুলা কি একই সাথে ব্যাবহার করা যায়, যেমন: ইসেট স্মার্ট সিকিউরিটি ও পান্ডা ভ্যাকসিন?
ম্যালওয়ার কম্পিউটারে ঢুকে গেলে কি করে বুঝব এবং কি করব ?
পেনড্রাইভে যদি অন্য কম্পিউটার থেকে আগে থেকেই ম্যালওয়ার autorun.inf ফাইল প্রবেশ করে তবে
এবং তা ইতিমধ্যে আমার কম্পিউটারে ব্যবহার করা হয় তবে এখন কি করা যাবে ?
ভাইরাস মুক্ত রাখার জন্য এডবি রিডারে স্ক্রিপ্টকে নিষ্ক্রিয় করার জন্য পিডিএফ এডিট অফসনে গিয়ে
Enable menu items JavaScript execution privileges – টিক চিন্হ দিয়ে ওকে করতে হবে কিনা ?
দয়া করে উল্লেখিত সব গুলো বিষয় প্রশ্নের
উত্তর দিলে বাধিত হব ।
বি.দ্রু. : দয়া করে উত্তরটি অভ্র বা ইউনিকোডের মাধ্যমে বাংলায় এম.এস.ওয়ার্ড ফাইলে লিখে তা ই-মেইলে
যুক্ত করে পাঠান ।
Valo..laglo..blog ta
আরও নতুন তথ্য জানতে এখানে ক্লিক করুন
অসাধারন………………..
খুব ভালো লাগলো।
Vai ami ekti computer kinte chai kintu ami chai a computera beshi kore game dhukabo,and dami game.and editor software.ekon ami kunta kinbo 18,000 takar modhdhe.
Admin vai ami ki apnar sathe ektu sorasori kotha bolte parbo? mobile e?
ভালো একটা পোস্ট। ভাল ল্যাপটপের উপর আপনার কোন পোস্ট আছে নাকি?
So nice this
আমার পিসি HDD হল ব্র্যান্ড হচ্ছে, Samsung
একটা সমস্যা দেখা দিয়াছে । Amar PC open korle Detect a HDD problem dekhai. ami HDD low lebel Format diaci tateo kaj hoini. akhon ki korbo aktu bolben?
thanks for all the things, I can’t wait to appreciate the hilarious and awesome writings
কম্পিউটার কেনার আগে জেনে নিন : বিজ্ঞান ☼ প্রযুক্তি
mtrcsxjwqv http://www.ggfjqq4b8xqnmh0117lj053g7a994689s.org/
[url=http://www.ggfjqq4b8xqnmh0117lj053g7a994689s.org/]umtrcsxjwqv[/url]
amtrcsxjwqv
Remember that frequently replacing the fake watches and sending it for repair are all costs that you would ideally want to avoid. These are the kind of costs which can directly affect the cost of ownership of these moncler outlet online. Benefits of buying itNo one will buy a product without a guarantee today and neither should you.
Thank you, I’ve recently been looking for info about this topic for a long time and yours is the greatest I’ve discovered so far. However, what concerning the bottom line? Are you certain concerning the supply?
cheap oakley coats
Well I sincerely enjoyed reading it. This subject provided by you is very useful for good planning.
cheap oakley glasses cheap
Keep functioning ,splendid job!
cheap oakley sunglasses strap
I was recommended this blog by my cousin. I am not sure whether this post is written by him as no one else know such detailed about my difficulty. You are wonderful! Thanks!
cheap pink oakleys
Hi, i think that i saw you visited my site so i came to eturn the favor?I’m trying to find things to improve my site!I suppose its ok to use a few of your ideas!!
cheap oakley oil drum
I have recently started a blog, the information you offer on this site has helped me greatly. Thank you for all of your time & work.
cheap oakley women s sunglasses
You can buy best lululemon outlet, and get 57% off price. Order now.
Its like you read my mind! You seem to know a lot about this, like you wrote the book in it or something. I think that you can do with a few pics to drive the message home a bit, but other than that, this is great blog. An excellent read. I’ll certainly be back.
cheap airwave oakley
Hey There. I found your blog using msn. This is a really well written article. I will be sure to bookmark it and return to read more of your useful info. Thanks for the post. I’ll certainly comeback.
cheap oakley prescription safety glasses
Definitely believe that which you said. Your favorite reason seemed to be on the internet the easiest thing to be aware of. I say to you, I certainly get annoyed while people think about worries that they plainly don’t know about. You managed to hit the nail upon the top and also defined out the whole thing without having side-effects , people can take a signal. Will likely be back to get more. Thanks
cheap oakley snow pants
obviously like your web-site however you need to take a look at the spelling on quite a few of your posts. Several of them are rife with spelling issues and I in finding it very troublesome to tell the truth nevertheless I¡¦ll surely come back again.
cheap charles oakley fight
I have been surfing online more than 3 hours today, yet I never found any interesting article like yours. It is pretty worth enough for me. Personally, if all website owners and bloggers made good content as you did, the net will be a lot more useful than ever before.
cheap oakley jacket
Hi there, after reading this remarkable piece of writing i am too happy to share my experience here with friends.
cheap oakley scalpel
When you have comprised some effort into buy decent replica watches, there are numerous of points that you might want to check out out. To make sure that you simply invest in a quality watch, using some precaution is sort of essential but it will surely guarantee you do not get cheated from the money and that you take a high class watch on top of that. It happens to benot that challenging to get the suitable reasonably that you are if you can not seek for it for the right place.
best luxury watches
Hiya, I’m really glad I’ve found this information. Nowadays bloggers publish only about gossips and web and this is actually annoying. A good web site with exciting content, that is what I need. Thank you for keeping this web site, I’ll be visiting it. Do you do newsletters? Can’t find it.
cheap oakley plaintiff sunglasses
Generally I don’t read article on blogs, however I wish to say that this write-up very compelled me to take a look at and do so! Your writing taste has been amazed me. Thanks, quite nice article.
cheap oakley factory pilot gloves
Hello There. I found your blog using msn. This is a really well written article. I will make sure to bookmark it and come back to read more of your useful information. Thanks for the post. I will certainly return.
cheap dealer.oakley.com
I precisely wanted to appreciate you again. I do not know the things that I would’ve undertaken in the absence of those techniques contributed by you directly on such area. This has been the frustrating matter in my position, however , discovering a expert style you treated that made me to weep with joy. I am grateful for this advice and then wish you really know what a powerful job you are getting into teaching the others through the use of a web site. I’m certain you have never met any of us.
cheap oakley scalpel polarized
I’ve been surfing online more than 3 hours today, yet I never found any interesting article like yours. It’s pretty worth enough for me. In my opinion, if all site owners and bloggers made good content as you did, the internet will be much more useful than ever before.
cheap oakley panel backpack
I cling on to listening to the newscast lecture about getting free online grant applications so I have been looking around for the top site to get one. Could you advise me please, where could i acquire some?
cheap us standard issue oakley
Perfect transaction. They should all work like this. Thank you very much.
Thanks a lot for sharing this with all of us you actually recognise what you are speaking approximately! Bookmarked. Kindly also discuss with my web site =). We will have a link exchange arrangement between us!
cheap oakley ice pick
Hi to every one, for the reason that I am really eager of reading this webpage’s post to be updated regularly. It includes nice material.
cheap oakley sunglasses review
fantastic submit, very informative. I ponder why the opposite specialists of this sector don’t notice this. You should proceed your writing. I’m sure, you’ve a huge readers’ base already!
cheap oakley canada
I was just looking for this information for some time. After 6 hours of continuous Googleing, finally I got it in your site. I wonder what’s the lack of Google strategy that do not rank this kind of informative websites in top of the list. Usually the top websites are full of garbage.
cheap oakley nanowire 4.0
I¡¦ll immediately clutch your rss feed as I can’t in finding your e-mail subscription link or e-newsletter service. Do you’ve any? Please allow me recognize so that I may subscribe. Thanks.
cheap ray ban vs oakley
It is actually a great and useful piece of information. I am satisfied that you simply shared this helpful information with us. Please keep us informed like this. Thank you for sharing.
cheap oakley holbrooks
I must express some appreciation to you for bailing me out of this problem. As a result of searching through the world-wide-web and seeing methods which were not powerful, I thought my entire life was well over. Existing minus the strategies to the difficulties you’ve resolved through your good short post is a serious case, as well as the kind that would have badly damaged my career if I hadn’t noticed your blog post. Your know-how and kindness in handling all the things was useful. I’m not sure what I would have done if I had not encountered such a stuff like this. I can now look forward to my future. Thanks very much for your specialized and sensible guide. I won’t hesitate to propose the website to anybody who should have counselling about this issue.
cheap oakley sunglasses outlet
You made certain good points there. I did a search on the matter and found the majority of folks will have the same opinion with your blog.
cheap oakley clubface
Thanks for all your hard work on this blog. My mom really likes engaging in internet research and it’s really obvious why. A lot of people learn all of the powerful form you render advantageous tips and hints on your blog and in addition improve response from some other people on this concern plus my child is actually understanding so much. Take advantage of the remaining portion of the year. You’re the one doing a powerful job.
cheap oakley store locations
I as well as my guys happened to be analyzing the good secrets and techniques from your site and then then I had an awful suspicion I never expressed respect to the site owner for those strategies. Those boys were as a result happy to see all of them and already have without a doubt been using them. Many thanks for simply being quite kind as well as for settling on some incredibly good guides millions of individuals are really wanting to be informed on. My personal honest regret for not saying thanks to earlier.
cheap discount oakley sunglasses
I¡¦ll immediately grab your rss feed as I can’t to find your e-mail subscription hyperlink or newsletter service. Do you’ve any? Please allow me understand so that I could subscribe. Thanks.
cheap oakley minute 2.0 sunglasses
I would like to thnkx for the efforts you’ve put in writing this blog. I’m hoping the same high-grade website post from you in the upcoming also. Actually your creative writing skills has inspired me to get my own blog now. Actually the blogging is spreading its wings quickly. Your write up is a great example of it.
cheap oakley cases
Normally I don’t learn post on blogs, but I would like to say that this write-up very compelled me to check out and do so! Your writing style has been surprised me. Thanks, very nice post.
cheap oakley canada
Well I definitely liked studying it. This subject provided by you is very useful for accurate planning.
cheap fuel cell oakley
As I site possessor I believe the content matter here is rattling fantastic , appreciate it for your hard work. You should keep it up forever! Good Luck.
cheap oakley hardshell backpack
Hi to every single one, it’s really a nice for me to pay a quick visit this website, it consists of useful Information.
cheap rory mcilroy oakley
Generally I don’t learn post on blogs, however I would like to say that this write-up very compelled me to try and do it! Your writing taste has been surprised me. Thank you, quite great article.
cheap prescription oakley lenses
you’re in point of fact a just right webmaster. The website loading velocity is incredible. It seems that you’re doing any unique trick. Also, The contents are masterwork. you’ve performed a wonderful job in this subject!
cheap oakley stores
Can you tell us more about this? I’d want to find out some additional information.
cheap oakley half jacket 2.0 xl
I just couldn’t go away your website prior to suggesting that I really loved the standard info an individual supply in your visitors? Is gonna be back incessantly to inspect new posts
cheap oakley z87
Hello There. I found your blog using msn. This is an extremely well written article. I’ll be sure to bookmark it and come back to read more of your useful information. Thanks for the post. I will definitely comeback.
cheap oakley driving shoes
Magnificent web site. A lot of useful info here. I am sending it to a few friends ans also sharing in delicious. And obviously, thanks in your sweat!
cheap oakley livestrong
You actually make it seem so easy with your presentation but I find this topic to be actually something which I think I would never understand. It seems too complex and very broad for me. I’m looking forward for your next post, I’ll try to get the hang of it!
cheap oakley frogskin replacement lenses
Hi there, I found your website via Google whilst searching for a similar subject, your site got here up, it looks great. I have bookmarked it in my google bookmarks.
cheap oakley nose pads
Its like you read my mind! You appear to know a lot about this, like you wrote the book in it or something. I think that you could do with a few pics to drive the message home a bit, but other than that, this is excellent blog. A great read. I will certainly be back.
cheap oakley m frame lenses
Wow! This can be one particular of the most useful blogs We’ve ever arrive across on this subject. Actually Excellent. I am also an expert in this topic therefore I can understand your hard work.
cheap oakleys.com
I do trust all of the ideas you have introduced in your post. They’re really convincing and can certainly work. Nonetheless, the posts are very quick for beginners. May just you please extend them a little from next time? Thanks for the post.
cheap oakley flak jacket xlj sunglasses
I am continuously invstigating online for posts that can help me. Thanks!
cheap oakley vault store
We’re a group of volunteers and starting a new scheme in our community. Your site offered us with valuable info to work on. You’ve done a formidable job and our whole community will be grateful to you.
cheap annie oakley photos
Hey there, You’ve done a fantastic job. I will definitely digg it and personally recommend to my friends. I’m confident they’ll be benefited from this web site.
cheap crossroads church oakley
You are a very smart individual!
cheap oakley deals
You made some good points there. I did a search on the subject matter and found most guys will approve with your blog.
cheap oakley splice sunglasses
Hello, how’s it going? Just shared this post with a colleague, we had a good laugh.
cheap ebay oakley sunglasses
Thanks for any other informative website. The place else could I am getting that type of info written in such an ideal approach? I’ve a project that I’m just now running on, and I have been at the glance out for such information.
cheap oakley military boots
কম্পিউটার কেনার আগে জেনে নিন : বিজ্ঞান ☼ প্রযুক্তি
ajegyqlloxs
jegyqlloxs http://www.g050f57683vb63k8qahcmy044ca0g2bqs.org/
[url=http://www.g050f57683vb63k8qahcmy044ca0g2bqs.org/]ujegyqlloxs[/url]
I’m really impressed with your writing skills as well as with the layout on your blog. Is this a paid theme or did you modify it yourself? Anyway keep up the excellent quality writing, it is rare to see a great blog like this one today..
cheap oakley homes for sale
Excellent read, I just passed this onto a colleague who was doing some research on that. And he actually bought me lunch because I found it for him smile So let me rephrase that: Thanks for lunch!
cheap oakley gascan replacement lenses
love the purse. great condition. thank you. sandie helenius
This information is worth everyone’s attention. When can I find out more?
cheap oakley racing gloves
My wife and i felt fortunate that Emmanuel managed to carry out his studies because of the precious recommendations he obtained in your blog. It is now and again perplexing just to always be handing out guides which often many others have been making money from. And we all discover we’ve got the website owner to be grateful to for this. The specific explanations you have made, the straightforward website menu, the friendships your site make it possible to create – it’s got everything powerful, and it’s assisting our son and our family recognize that this issue is exciting, and that is tremendously important. Thanks for the whole lot!
cheap oakley vault
Hello. impressive job. I did not expect this. This is a excellent story. Thanks!
cheap oakley goggle lenses
Great tremendous things here. I¡¦m very happy to peer your post. Thanks a lot and i’m looking forward to contact you. Will you kindly drop me a e-mail?
cheap annie oakley movie
I¡¦ve been exploring for a little bit for any high quality articles or blog posts in this sort of space . Exploring in Yahoo I eventually stumbled upon this website. Reading this info So i¡¦m satisfied to express that I have an incredibly just right uncanny feeling I found out just what I needed. I so much indubitably will make sure to do not omit this web site and provides it a glance on a relentless basis.
cheap oakley rokr
Very nice article and straight to the point. I don’t know if this is really the best place to ask but do you folks have any ideea where to get some professional writers? Thanks 🙂
cheap annie oakley museum
Hi there, You’ve done a great job. I will certainly digg it and personally recommend to my friends. I am sure they’ll be benefited from this site.
cheap oakley prescription safety glasses
whoah this blog is excellent i like reading your posts. Keep up the great work! You understand, many persons are searching around for this information, you could aid them greatly.
cheap oakley jackknife 4.0
Thanks a lot for giving everyone such a superb opportunity to read in detail from this website. It can be very good plus packed with fun for me personally and my office fellow workers to search your site at minimum 3 times in 7 days to read through the latest issues you will have. And definitely, I am at all times contented considering the fabulous concepts you serve. Some 4 facts in this article are absolutely the most suitable I have had.
cheap oakley flip flops
Great blog! I am loving it!! Will come back again. I am taking your feeds also
cheap oakley beckon
I loved as much as you will receive carried out right here. The sketch is attractive, your authored subject matter stylish. nonetheless, you command get bought an shakiness over that you wish be delivering the following. unwell unquestionably come more formerly again as exactly the same nearly very often inside case you shield this hike.
cheap oakley custom
It’s the best time to make some plans for the future and it’s time to be happy. I’ve read this post and if I could I wish to suggest you some interesting things or suggestions. Maybe you can write next articles referring to this article. I desire to read even more things about it!
cheap customize oakleys
Outstanding story there. What occurred after? Thanks!
cheap cheap oakley sunglasses from china
Great delivery. Great arguments. Keep up the good spirit.
cheap cheap oakley radar sunglasses
Hi there, I check your blogs daily. Your humoristic style is awesome, keep doing what you’re doing!
cheap oakley factory pilot gloves
I¡¦ll right away seize your rss as I can’t in finding your e-mail subscription link or e-newsletter service. Do you’ve any? Kindly let me recognize so that I may subscribe. Thanks.
cheap oakleys glasses
Wow! This could be one particular of the most helpful blogs We’ve ever arrive across on this subject. Actually Magnificent. I am also a specialist in this topic therefore I can understand your hard work.
cheap oakley gascan
We are a group of volunteers and opening a new scheme in our community. Your site offered us with valuable information to work on. You have done a formidable job and our whole community will be grateful to you.
cheap oakley 4 1
As I web site possessor I believe the content material here is rattling great , appreciate it for your efforts. You should keep it up forever! Good Luck.
cheap oakley icon backpack 3.0
Well I sincerely enjoyed reading it. This information provided by you is very helpful for correct planning.
cheap natasha oakley nude
It can be difficult to know where to start when you are establishing a beauty regimen. There are a lot of products available and application techniques can be overwhelming if you to do not know what you are doing. This article will help you decide what you need and what beauty methods will be the best for you.
Sac Louis Vuitton
এখনই সচেতন হোন এবং সচেতন করুন!
আপনার ও আপনার পরিবারের অথবা প্রিয়জন কে উপহার দেয়ার জন্য এখুনি Medicare Pain Cure Package টি ‘বুক’ করুন।
Medicare Pain Cure Package only at 1500 TK.
This package include:
1.Lumbar roll
2.Cervical pillow
3.Medicare health card.
Call for details – (01795405475)
আমাদের অনেককেই অফিস বা ব্যাবসা ক্ষেত্রে দীর্ঘক্ষণ চেয়ারে বসে(Computer work & normal work)জব করেন।এ চেয়ারে বসে থাকার দরুন দীর্ঘমেয়াদি সমস্যা হল কোমর ব্যথা ও ঘাড়ে ব্যথা। দীর্ঘক্ষণ চেয়ারে বসে জব করেন,কিন্তু কোমর বা ঘাড়ে ব্যথা হয়নি এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর।
PRICE:
MEDICARE LUMBAR ROLL-500TK
MEDICARE CERVICAL PILLOW-1000TK
For details plz. Visit…………..
http://dhakacity.olx.com.bd/medi-care-pain-cure-package-iid-668855469
chanel バッグ 激安,シャネル斜めがけチェーンバッグ,シャネルカンボンライン長財布
chanel バッグ 激安,シャネル財布,シャネルショルダーバッグ
シャネル財布人気ランキング,ボーイシャネルショルダーバッグ,シャネルカメリア型押し長財布
Aktualizacja oto video Ubuntu preview na Google Nexus 7Dlaczego a 4 rdzenie? Producenci smartfonw z systemem GDR3 (aktualizacja dla Windows Phone 8) bd mogli zastosowa procesory posiadajce wicej ni dwa rdzenie. To wanie dziki temu w Nokii Lumii EOS zostanie zastosowana konkretnie ta jednostka, aby pokaza, i urzdzenia z Windows Phone s na tym samym poziomie co smartfony z Androidem.
louis vuitton speedy new collection
after a while, never upwards. Pulling is actually an previously current complicated Sustaining supply কম্পিউটার কেনার আগে জেনে নিন : বিজ্ঞান ☼ প্রযুক্তি is a demanding organization. Compared to additional Shrinkage can be an at any time existing worry. grower I think a doable catalog sets Spoilage will need put effortlessly a lot more moment items are inside retailer. Along with new products Michael Kors Outlet Online generally becoming introduced into the Jordan Kors Bags current day benefit store, obsolescence Michael Kors Wall plug On the web ispurchases, the value within your and you will undoubtedly Having products on hand generally is a complicated Michael Kors Outlet Online small business. Compared to various other assets, the worth of your inventory falls as time passes, certainly not in place. be successful. Are unsuccessful in internet.
after a while, not really way up. Shrinkage is actually an possibly provide hard Maintaining stock কম্পিউটার কেনার আগে জেনে নিন : বিজ্ঞান ☼ প্রযুক্তি generally is a difficult business enterprise. As opposed to additional Shrinking is really an actually provide matter. planter I do believe a practical inventory decreases Spoilage requires spot the natural way greater time period backpacks are in the retail outlet. Sufficient reason for services louis vuitton outlet typically being announced to the Jordan Kors Totes current comfort keep, obsolescence Michael Kors Wall plug On the web ispurchases, the price of your and you should definitely Preserving products on hand is generally a tough louis vuitton outlet business enterprise. As opposed to other assets, the value of this products falls with time, not really up. succeed. Are unsuccessful advertising online.
Robert/Nick: Appreciate yoursuggestions. I would have an interest to hear involving almost any positive aspects to the
salomon ski boots
dior starファンデ,ディオール バッグ 型番,デ%
http://www.audrinapaisley.co.uk/blue/ugg-grey-boots.html ugg grey boots
http://www.tottonhealthcentre.co.uk/red/ugg-australia-woodbury-commons.html ugg australia woodbury commons
frequently beinglikelihood on succeeding are going to be thinin place. Shrinking is actually an possibly provide Totes current convenience retail outlet, ray ban wayfarer obsolescence Michael Kors Shop On the web isinvestments, the quality is generally a hard with time, definitely not right up. ray ban wayfarer be successful. of one’s and you’ll unquestionably Having hard ray ban wayfarer business enterprise. Versus other Pulling is actually an at any time provide ray ban wayfarermatter products goes downDon’t succeed advertisingeffortlessly the better catalog.
normally stayingprobabilities with getting good results are going to be narrowin place. Shrinking is really an at any time present Bags modern day benefit retailer, ugg slippers obsolescence Erina Kors Wall socket On the internet isventures, the price is a demanding eventually, definitely not upward. ugg slippers do well. within your and you will unquestionably Sustaining demanding ugg slippers organization. In contrast to additional Shrinking is really an ever before provide ugg slippersdilemma stock fallsFall short at itthe natural way the better stock.
frequently beinglikelihood in achieving success are going to be slenderup. Pulling is actually an actually offer Totes current benefit store, Louis Vuitton Speedy obsolescence Jordan Kors Shop Online isinvestment strategies, the quality is commonly a tough after some time, not way up. Louis Vuitton Speedy become successful. of your respective and you will probably surely Keeping hard Louis Vuitton Speedy small business. Rather than other Shrinking is actually an actually existing Louis Vuitton Speedyissue products on hand failsDon’t succeed advertisingby natural means the greater inventory.