একটি ওয়েবসাইট তৈরি করতে হলে আপনাকে প্রথমেই চিন্তা করতে হবে ডোমেইনের এবং তার পর পরই আপনাকে ভাবতে হবে হোস্টিং এর কথা। হোস্টিং হল এমন একটি বিষয় যাকে অনলাইন স্টোরেজ বলতে পারেন। একটি অনলনাইন স্টোরেজ আপনি ভাড়া নিয়েছেন নির্দিষ্ট পরিমাণে। এটি ব্যবহারের জন্য বিভিন্ন প্রকারের শর্ত থাকে। আপনি যদি সুবিধা বেশী নিতে চান তাহলে আপনাকে বেশী খরচ করতে হবে। আসুন দেখি হোস্টিং এর প্যাকেজের সাথে কি কি দেওয়া থাকে।
এটি একটি সিম্পল প্যাকেজ এর উদাহরনঃ
Web Space: 200MB
Bandwidth: 2000MB
E-mail Accounts: 20
MySQL Databases: 20
FTP Accounts: 20
Addon Domains: 20
Sub-Domains: 20
এখানে আসুন আমরা দেখি কোনটা কি কি কাজে লাগে
Web Space: আপনার অনলাইন স্টোরেজের পরিমাণ। হোস্টিং কেনার আগে এ বিষয়টি ভালভাবে দেখে নেবেন। আপনার যত প্রয়োজন আপনি তার চেয়ে একটু বেশী কেনার চেষ্টা করবেন। এটা নির্ভর করে আপনার সাইটের উপর, সাইটে ফাইল, ইমেজ ও অন্যান্য আপলোডের উপর।
Bandwidth: ধরুন আপনার সাইটে একটি ১ মেগাবাইটের ফাইল ডাউনলোড এর জন্য রাখলেন। এখন এতে আপনার ওয়েব স্পেস ফুরোবে ১ মেগাবাইট। আর যদি এই ফাইলটি ১০ জন ব্যবহারকারী ডাউনলোড করে তাহলে আপনার ব্যান্ডউইডথ ফুরোবে ১০ মেগাবাইট। একই কথা আপনার সাইটের ব্যবহৃত ইমেজের ক্ষেত্রেও প্রযোজ্য। তাই আপনি যদি কম ব্যান্ডউইডথ নিয়ে থাকেন তাহলে অন্য কোন শেয়ারিং সাইটে ইমেজ বা অন্যান্য ফাইল আপলোড করাই উত্তম।
E-mail Accounts: অনেক সময় দেখা যায় rasel@tutobd.com জাতীয় কোন ই-মেইল ঠিকানা দেখা যায়। এই সংখ্যাটি হল আপনি আপনার সাইটে যতগুলো এরকম ই-মেইল ব্যবহার করতে পারবেন ততগুলো।
MySQL Databases: ডাইনামিক সাইট (যেমন জুমলা, ওয়ার্ডপ্রেস, পানবিবি) গুলোতে ডাটাবেজ ব্যবহার হয়। আপনার সাইটে কতগুলো সিএমএস ইনস্টল করবেন তার উপর এটি নির্ভর করে। প্রতিটি ডাটাবেজে সাধারণত ১ টি করে স্ক্রীপ্ট ইনস্টল করা যায়। তবে একই ডাটাবেজে অনেকগুলো স্ক্রীপ্টও ইনস্টল করা যায়। কিন্তু বেসিক ইউজারদের এটি না করাই ভাল।
FTP Accounts: ব্রাউজার ছাড়াও আপনার সাইটের ফাইলগুলো ব্যবস্থাপনা (আপলোড, ডাউনলোড, ডিলিট, এডিট) করতে পারেন। এইরকম সংযোগ (কানেকশন) হোস্ট প্যানেল থেকে করা যায়। এখানে কয়টি সংযোগ করা যাবে তারই সংখ্যা থাকে।
Sub-Domains: অনেক সময় দেখা যায় একই ডোমেইনে অনেকগুলো সাইট। যেমন http://blog.tutobd.com, http://s.tutobd.com, http://photography.tutobd.com ইত্যাদি। এগুলোকে বলে সাব-ডোমেইন। আপনি কতটি এইরকম সাব্ ডোমেইন ব্যবহার করতে পারবেন তাই এখানে থাকে।
আশাকরি হোস্টিং বিষয় কড়া কড়া কথাগুলো এখন ইজি হয়ে গেছে। ওয়েব হোস্টিং এ সি প্যানেল বেশ জনপ্রিয়। অধিকাংশ সাইটে সি প্যানেল থাকে। সি প্যানেল কি এবং কিভাবে কাজ করে তা জানতে এখানে ক্লিক করুন।
সি প্যানেলে অনেক সুবিধা। ফ্রি হোস্টিং এ সি প্যানেল কমই পাওয়া যায়। তেমনি কয়েকটি ফ্রি হোস্টিং সি প্যানেল দেয় তাদের নাম দেওয়া হল।
|
রাসেল ভাইকে বিজ্ঞান প্রযুক্তি ডট কম এ স্বাগতম। আশা করি নিয়মিত আপনার লেখা পাবো। আপনার প্রোফাইলে নিজের সম্পর্কে কিছু লেখার অনুরোধ রইলো। যাতে পাঠকরা আপনার সম্পর্কে জানতে পারে।
ভাইরে…এক সময় এই জিনিসগুলা জানতে কত কষ্ট করছি…তাই Facebook এ posting দিয়ে দিলাম… সুন্দর করে বোঝানোর একটা গুণ আছে ভাই আপনার…Thanks
I simply want to say I’m very new to blogs and honestly liked this web-site. Likely I’m likely to bookmark your blog post . You definitely have wonderful articles and reviews. Kudos for sharing your web site.