ওয়েব ডিজাইনিং এর ক্ষেত্রটি অনেক ব্যপক। ওয়েব ডিজাইনারদেরকে তাদের প্রোজেক্ট সম্পন্ন করতে বিভিন্ন রকম সোর্সের প্রয়োজন পড়ে। প্রোজেক্টের বিষয়বস্তুর সাথে মিল রেখে বিভিন্ন রকম আইকন ব্যবহারের প্রয়োজন পড়ে ডিজাইনারদের। ডিজাইনারদের প্রয়োজনে হাই-টেক মানের বেশ কিছু আইকন সেট আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আইকন গুলো বেশির ভাগই মেধাবী ডিজাইনারদের দ্বারা তৈরী। আইকনগুলো জনপ্রিয় কয়েকটি ব্লগ থেকে সংগ্রহ করা হয়েছে। বিভিন্ন প্রোজেক্টকে আরো আর্কষনীয় করে তুলতে আইকন সেটগুলো আপনাকে অবশ্যই সাহায্য করবে বলে আশা রাখি।

Project Icons

project_icons___v_1_9_by_bogo_d-d2ksp9k

প্যাকটিতে ১৯০টির মত আইকনের এক মহা সংকলন রয়েছে। আইকন সেটটি তৈরী করেছেন Mihaiciuc Bogdan।

ডাউনলোড

gCons

smash

সেটটিতে ১০০টির মত আইকন রয়েছে। আইকন গুলো ৩২ x ৩২ ডাইমেনশনে তৈরী করা আছে। আইকনগুলো png,psd,gif ফরম্যাটে পাওয়া যাবে। সেটটি তৈরী করেছে Sarfraz Shoukat।

ডাউনলোড

addictive Flavour

prev_smashing_450

৭৫০টি মত আইকন রয়েছে এই সেটটিতে সবগুলোই তৈরী করেছেন Oliver Twardowski । আইকনগুলো ৪৫ x ৪৫ ডাইমেনশনে তৈরী করা হয়েছে। আইকনের পিএসডি সোর্স ফাইলও সংযুক্ত করা হয়েছে।

ডাউনলোড

পিএসডি সোর্স ডাউনলোড

iCandies Icon Set

icandies-450px

এই প্যাকে ৬০টি মত আইকন রয়েছে যা মূলত ৬৪ x ৬৪ , ৪৮ x ৪৮ , ৩২ x ৩২ ডাইমেনশন ও .eps , .ai ,.png ফরম্যাটে আছে। তৈরী কর্তা হলেন IconEden।

ডাউনলোড

Designer Icons

icons-101

১২টি হ্যান্ড ক্রাফটেড আইকন সেট। ৩২ x ৩২ ডাইমেনশন ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড সহ। সেটটি তৈরী করেছেন Parthiban Mohanraj ।

ডাউনলোড

Files Icon Set

files1

.ico ফরম্যাটে ১৬×১৬, ২৪×২৪, ৩২×৩২, ৪৮×৪৮, ৬৪×৬৪, ৭২×৭২, ৯৬×৯৬, ১২৮×১২৮ ডাইমেনশনে পাওয়া যাবে।

ডাউনলোড

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here