আজকে আমি যে জিনিসটা নিয়ে লিখব সেটা হল ওয়ার্ডপ্রেস লুপ । লুপ শব্দের শাদাশিদা মানে মনে হয় গিট্টু (ডিকশনারিতে দেখলাম)। যারা থিম বানাবেন অথবা কাস্টমাইজ তাদের জন্য এই জিনিসটা দরকার । আমি অবশ্য এখানে লুপের বেসিক গঠন নিয়ে আলাপ করব কারন লেখাটা শুধুমাত্র নতুনদের জন্য । নতুনরা ওয়ার্ডপ্রেস শিখতে এসে প্রথমে এই জিনিসগুলো বুঝতে পারে না ।
আচ্ছা এখন কাজের কথায় আসি । নিচের পিএইচপি কোডটা দেখুনতো , তারপর আর কিছু কথা বলতেছি ।
<?php
//এইটা হইল লুপ
if (have_posts()) : while (have_posts()) : the_post();
…………..
endwhile;
………….
endif;
?>
এইটা ওয়ার্ডপ্রেস লুপের সাধারন একটা ধরন । প্রায় এইধরনের একটা কোড আপনি দেখবেন থিমের index.php নামক ফাইলে । হুবুহু এইরকম না । কারন আমি মূল কাঠামোটা দেখাতে চাচ্ছি ।
যারা হালকা পাতলা (আমার php নলেজ খুবই বেসিক লেবেলে সীমাবদ্ধ হয়ে আছে) php বুঝেন তারা মাত্রই জানেন যে , if statement টি দ্বারা কি বুঝায় । তবু ও একটু আলাপ করি ।
if দিয়ে শর্ত বুঝায় । আমরা যেমন বাস্তব জীবনে অনেক রকম শর্ত দিয়ে দিই অনেকটা সেইরকম । যেমন আমরা সবসময় বলি যে , তুমি আসলে আমি যাব । এই একটা শর্ত ।অনুরূপভাবে এখানে if (have_posts()) অর্থ হল যদি কোন পোস্ট থাকে ।
তারপরে আসি while লুপে । প্রথমে এটি যাচাই করবে কোন পোস্ট আছে কিনা (if statement দ্বারা ). যদি থাকে মানে statement টি যদি সত্য হয় তাহলে , while লুপটির কাজ শুরূ হবে । the_post(); দ্বারা পোস্টটি দেখাবে ।
if (have_posts()) : while (have_posts()) : the_post(); লাইনটির পর আরও বিভিন্ন কোড থাকবে । সেগুলো নিয়ে এখন আলাপ করছি না । পরে একদিন আলাপ হবে ।
আমরা যে while লুপটি শুরু করছিলাম সেটি endwhile; দিয়ে শেষ করতে হবে । এর উপরে কিন্তু আমরা if দিয়ে শুরু করেছি , সেটা ও এখন শেষ করতে হবে মানে বন্ধ করে দিতে হবে endif; দিয়ে । php ভাষার একটা নিয়ম হল যেই জিনিসটা আপনি সবার আগে ডাকবেন সেটা সবার শেষে বন্ধ করতে হবে । এখানে যেমন আমরা আগে if ব্যবহার করেছি , সেজন্য সেটা সবার পরে শেষ করছি ।
এইটা একদম বেসিক জিনিস আলাপ করেছি । যখন ওয়ার্ডপ্রেসটা বুঝার চেষ্টা করবেন তখন সামান্য কাজে দিবে । আর ও অনেক ব্যাপার স্যাপার মাঝখানে আছে । সময় সুযোগ পেলে আলাপ করা যাবে ।
ভালো লিখেছেন। আরো ভালো লিখার উৎসাহ দিচ্ছি। আশা করি লিখা চালিয়ে যাবেন।
অসাধারন তথ্য লিখেছেন।
ধন্যবাদ সবাইকে ।
Vai ame o physics er student .Ame o outsourching kore.Kesuden holo amer mathai akta vot chapse j akta nejer jonno site bana bo abong wordpress deya.Ken tu ame kono webpage design er language jane na.Jar mane hilo anare.R amer kono valo maner guid line o nai.So helping hand er ovabe ame kesu korte parte se na.ai muhurta ke kora uchet.Kono valo maner site ase jakhan theke ame akdome basic level theke wordpress shek te pare.
Asa kore apne amake answer kore help korben.
ওয়ার্ডপ্রেস লুপ বেসিক আলোচনাঃ পর্ব এক : বিজ্ঞান ☼ প্রযুক্তি
xybvnnjfc http://www.ge21s00244ejx2cq3hmqd9b8y4a8a890s.org/
[url=http://www.ge21s00244ejx2cq3hmqd9b8y4a8a890s.org/]uxybvnnjfc[/url]
axybvnnjfc
Are you looking for fashion help? This article can help you understand all things fashion.
Cheap Christian Louboutin
All stylish lululemon outlet are best price and high quality, 100% real lululemon outlet canada, 100% satisfaction guarantee!lululemon outlet sale
ওয়ার্ডপ্রেস লুপ বেসিক আলোচনাঃ পর্ব এক : বিজ্ঞান ☼ প্রযুক্তি
chanel バッグ 激安,シャネル斜めがけチェーンバッグ,シャネルカンボンライン長財布
ugg women’s bailey button 5803
Jimmy Choo Polar Snake-Print
I became just seeking this info for a time. Red carpet hours of continuous Googleing, finally I bought it in the website.
Boots are definitely the greatest vogue accessory and
Jimmy Choo Shoes outlet online
অসাধারণ লিখেছেন .