ব্লগিং জগতের সাথে যাদের মোটামুটি পরিচয় আছে, তারা প্রায় সবাই ওয়ার্ডপ্রেস সম্পর্কে জানেন। এটি একটি ওপেন সোর্স ব্লগিং সিএমএস। তবে আজকাল এটিকে এতটাই শক্তিশালী করে তৈরি করা হয়েছে যে, এটি দিয়ে ব্লগ এর পাশাপাশি আরও অনেক কিছু তৈরি করা যায়। আজ আমি তুমুল জনপ্রিয় এই ওয়ার্ডপ্রেস জন্মলগ্ন নিয়ে কিছু বলি।
ইতিহাস
ওয়ার্ডপ্রেস PHP ও MySQL দিয়ে তৈরি উন্মুক্ত প্রযুক্তির ব্লগিং সফটওয়্যার। বর্তমানে ওয়ার্ডপ্রেস সর্বাধিক জনপ্রিয় কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম (CMS), এবং বিশ্বের প্রথম সারির ১০,০০,০০০টি ওয়েবসাইটের ১২% ব্লগার ওয়ার্ডপ্রেস ব্যবহার করে। ম্যাট মুলেনওয়েগ ২০০৩-এর ২৭শে মে ওয়ার্ডপ্রেস এর প্রাথমিক প্রকাশ করে। পরে এর সাথে ডেভলপারে যুক্ত হয় রায়ান বোরেন , মার্ক জ্যাকুইথ , এন্ড্র অজ এবং পিটার ওয়েষ্ট উড।ওয়ার্ডপ্রেস ডেভেলপাররা প্রতি নিয়তই এর উন্নতির জন্য কাজ করে যাচ্ছেন। সম্প্রতি 3.0.5 ভার্সন ফেব্রুয়ারি মাসের ৭ তারিখের ২০১১ সালে প্রকাশ হয়। বর্তমানে ২৫ মিলিয়ন ব্যবহারকারী এইটা ব্যবহার করছে। ওয়ার্ডপ্রেস ৩.০ ১২৫ লক্ষ বারের বেশি ডাউনলোড করা হয়ে গেছে।
ওয়ার্ডপ্রেস এর সুবিধা বা বৈশিষ্ট
- কোন PHP এবং HTML জ্ঞান ছাড়াই ওয়ার্ডপ্রেস দিয়ে ব্লগ ডিজাইন করা সম্ভব।
- ওয়ার্ডপ্রেস ব্যবহারকারীরা সহজেই ওয়াইজেট নিয়ন্ত্রন করতে পারে।
- ওয়ার্ডপ্রেস ব্যবহারকারীরা সহজেই নতুন থীমস্ বা প্লাগিন আপলোড করে ইনস্টল করতে পারে।
- ওয়ার্ডপ্রেস অর্গানাইজেশন ডেভলপারদের সাহায্যের জন্য একটি সাইট বানিয়েছে যার নাম, কোডেক্স
- ওয়ার্ডপ্রেস অর্গানাইজেশন এর নিজস্ব আরেকটি সাইট আছে , সেটা হলো ওয়ার্ডপ্রেস ডট কম
- ওয়ার্ডপ্রেস দিয়ে ব্লগ বানাতে সহজ এবং আকর্ষণীয় করার জন্য আছে প্লাগিন এবং থীমস্ এর সাইট, যেখান থেকে আপনি আপনার পছন্দের প্লাগিন এবং থীমস্ ফ্রি ডাউনলোড করতে পারবেন।
- ওয়ার্ডপ্রেস এ আছে ব্লগ পোস্ট ও স্ট্যাটিক পেজ সুবিধা এবং একাধিক লেখকের সুবিধা।
- ওয়ার্ডপ্রেস এ আছে সার্চ বান্ধব সিস্টেম , পার্মালিংক গঠন এবং ট্যাগ সুবিধা।
- এন্ড্রয়েড , আইফোন , ব্লাকবেরী মোবাইল দিয়ে ওয়ার্ডপ্রেস ব্লগ এ্যাডমিন এ কাজ করা যাবে।
পুরস্কার সমূহ
ওয়ার্ডপ্রেস এ যাবৎ দুইবার পুরস্কার পেয়েছে।
২০০৭ সালে Packt Open Source CMS পুরস্কার জিতেছে
২০০৯ সালে সেরা Open Source CMS পুরস্কার জিতেছে
বর্তমানে ওয়ার্ডপ্রেস উন্নয়নের জন্য যারা আছেন তাদের নাম পদবী
মূল ডেভলপারস:
- রাইয়ান বোরেন
- মার্ক জ্যাকুইথ
- ম্যাট মুলেনওয়েগ
- এন্ড্র অজ
- পিটার ওয়েষ্ট উড
ডিজাইন:
- বেন ডানকেল
- মাট থমাস
- জেনি ওয়েলস
সাহায্যকারী ডেভলপারস:
- মাইকেল আডামস
- নিকলয় বাচিচ্কি
- ডন্চা ও কায়োম
- ডিয়ন হালস
- আসটিন মাটযকো
- এ্যান্ড্র ন্যাছিন
- রন রেনিক
- জোসেফ স্কট
- এ্যান্ডি স্কা্লটন
- মার্ক রিলি
- লরেল
ডকুমেন্ট এবং সাপোর্ট:
এবং আরো অনেকে..
ব্লগ এর জন্য ওয়ার্ডপ্রেস এর চাইতে ভাল আর কিছু নেই। এর সুবিধার কথা বলে শেষ করা যাবে না।
পোস্টটি শেয়ার করার জন্য তাওহিদুল ভাইকে ধন্যবাদ।
ধন্যবাদ….
🙂
যাই হোক এক বৎছর যে জিনিস নিয়ে ঘাটা ঘাটি করলা তার ইতিহাস আজ দেড় বছর পর জানলাম 😛 । ধন্যবাদ তথ্য গুলো শেয়ার করার জন্য।
শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ ।
ওয়ার্ডপ্রেসে ব্লগ বানালে হুষ্টিং সিস্টেম কিভাবে নিতে হয়।বা তাদের নিজস্ব কোন হুস্টীং সার্ভার আছে কিনা।বিস্তারিত জানাবেন।ধন্যবাদ আপনাকে।
@এ.আর.রলিন+লাকি এফএম+আব্দুর রহিম+ইমতিয়াজ মাহমুদ+রানা , আপনাদের সবাইকে ধন্যবাদ আমার পোষ্টটি পড়ার জন্য আর মন্তব্য প্রদানের জন্য
@aowal, ওয়ার্ডপ্রেসর নিজস্ব হোষ্টিং সার্ভার আছে , তবে তা অনেক ব্যয় বহুল। ওয়ার্ডপ্রেস হোষ্টিং সিস্টেম কিভাবে নিতে হয় এ নিয়ে অনেক ব্লগে অনেক পোষ্ট আছে্। এই নিযে বিপিতেও লিখবো। আপতত আমার ব্লগে দেখতে পারেন
ওয়ার্ডপ্রেস এর জন্মলগ্ন : বিজ্ঞান ☼ প্রযুক্তি
[url=http://www.g2b8i7i1t3e699385h8oh1ey9ym4rn4xs.org/]uyivhpyfocy[/url]
yivhpyfocy http://www.g2b8i7i1t3e699385h8oh1ey9ym4rn4xs.org/
ayivhpyfocy