৪র্থ জাতীয় এসএমই মেলা-২০১৬ উপলক্ষে ই-সফট দিচ্ছে ওয়েব সাইট ডিজাইন ও ই-কমার্স ডেভেলপমেন্টে ৫০% পর্যন্ত ছাড়।
মেলায় আইটি জোনের C-29 নম্বর স্টলে এসে যে কেউ এই সুযোগ নিতে পারেন। মেলা চলাকালীন সময়ে ওয়েবসাইট ও ই-কমার্স এর জন্য ফ্রি পরামর্শও দেওয়া হচ্ছে।
এছাড়া ই-সফট এর স্টলে রয়েছে পাঁচ দিনব্যাপী বিভিন্ন আইটি কুইজ প্রতিযোগিতা ও উপহার জিতে নেওয়ার সুযোগ। বিস্তারিত: 01779666622, www.esoft.com.bd, ঠিকানায় জানা যাবে।