যদি আপনি গান শুনে থাকতে পছন্দ করেন, তাহলে আপনার জন্য একটি সম্ভাবনা থাকতে পারে যে বিশেষ কোন একটি গান আপনার জন্য হতে পারে অর্থবোধক। সুইটজারল্যান্ডের একটি গবেষণায় এটি উঠে এসেছে যে তারা এবার আমাদের বোঝার সাধ্যে যে কোন কিছু ব্যাখা করতে সাহায্য করবে। এটি হতে পারে একটি গানও।
এই গবেষণায় সাহায্যকারী বস্তু হিসেবে যেটি ব্যবহার করা হয়েছে তা হচ্ছে লাইসারজিক এসিড ডাইথিলামাইড বা সংক্ষেপে আমরা যেটিকে বলি এল এস ডি।এটি সেবন করার পর তারা লক্ষ্য করতে থাকেন যে ঐ পরিবেশে একজন মানুষের ওপর এটি কি ধরণের প্রভাব রাখতে পারে এবং বোধবুদ্ধির ক্ষেত্রে এটি কতটুকু সহায়ক। এই গবেষণার মাধ্যমে এটি উঠে এসেছে যে ঐ ধরণের একটি পরিবেশ বা এল এস ডি সেবনকালীন সময়ে আপনার মস্তিস্কের বিকাশ খুব ভালোভাবে ঘটে এবং জটিল জিনিসগুলোও আপনি খুব ভালোভাবে বুঝতে পারছেন।
নতুন এই গবেষণায় আরো দেখা গিয়েছে যে আমাদের মস্তিষ্কের কোষ, রাসায়নিক পদার্থ, অঞ্চল ইত্যাদি অংশগুলো কোন পরিস্থিতিতে কেমন কাজ করে। জুরিখ ইউনিভার্সিটির সাইকোলজি ও নিউরোসাইন্স ডিপার্টমেন্টের গবেষক ক্যাটরিন প্রেলার এই কথাগুলো বলেন।

মনস্তাত্বিক নানা সমস্যায় যারা ভুগছেন তারা এই ধরণের ড্রাগ ব্যবহার করার মাধ্যমে উপকার পেতে পারেন বলে তাঁর বিশ্বাস। তবে কেবলমাত্র পথ্য হিসেবেই এসব ড্রাগ ব্যবহার করা যাবে, মাদক হিসেবে নয়।
২২জন ব্যক্তির মধ্যে প্লাসিবো, এল এস ডি ও এল এস ডি প্লাস- এই তিন ধরণের ঔষধ দেয়া হয়েছিল। এর মাঝে দেখা যায় যারা এল এস ডি সেবন করেছেন, তাদেরকে যে গান শোনানো হয়েছে তারা সেটার একটি ভিন্ন মানে বের করেছেন এবং তা বেশ ইতিবাচক।
২০১৬ সালের একটি গবেষণাপত্রে প্রকাশ হয় যে, ম্যাজিক মাশরুম নামক এক ধরণের সবজিতে সিলোসাইবিন নামক এক ধরণের ড্রাগ পাওয়া যায় যেটি সেবনের মাধ্যমে দুশ্চিন্তা, অনিদ্রা ইত্যাদি রোগ থেকে মুক্তি মেলে।
এল এস ডিকে গবেষকরা এখন কেবলমাত্র মাদক হিসেবে ব্যবহার করার কথা ভাবছেন না, বরং এটির মাধ্যমে চিকিৎসা-বিজ্ঞানের নানা নতুন দিক উন্মোচিত হতে পারে বলেই তাদের বিশ্বাস।
সূত্রঃ livescience