ফোন চার্জিংয়ের জন্য তারহীন চার্জার এখনও ততোটা জনপ্রিয়তা পায়নি। কিন্তু এর মধ্যেই নতুন উদ্ভাবন শূন্যে ভাসমান চার্জার। কানাডিয়ান ডিজাইন প্রতিষ্ঠান এআর ডিজাইনের লেভিটেটিং ওয়্যারলেস চার্জার শূন্যে ভেসে থেকে মোবাইল চার্জ করতে পারবে।ফোন চার্জিংয়ের জন্য তারহীন চার্জার এখনও ততোটা জনপ্রিয়তা পায়নি। কিন্তু এর মধ্যেই নতুন উদ্ভাবন শূন্যে ভাসমান চার্জার। কানাডিয়ান ডিজাইন প্রতিষ্ঠান এআর ডিজাইনের লেভিটেটিং ওয়্যারলেস চার্জার শূন্যে ভেসে থেকে মোবাইল চার্জ করতে পারবে।
‘ওভি চার্জার’ নামের এই চার্জারেরএই শূন্যে ভেসে থাকার পেছনের প্রযুক্তি ইন্ডাকশন চার্জিং এবং ম্যাগনেটিক লেভিটেশন বা চুম্বকের বিকর্ষণ শক্তির সমন্বয়। এই চার্জার শুধুমাত্র শূন্যে ভেসে স্থির হয়ে থাকেনা পাশাপাশি আবর্তিত হতে থাকে চার্জ করার সময়। মুলত এই চার্জারে একটি কাঠের বক্স রয়েছে এই বক্সে আছে ম্যাগনেটিক লেভিটেশন এবং বক্সের ভিতরে চার্জিং প্রযুক্তি। আর এই পদ্ধতিতে স্মার্টফোন ফুল চার্জ হয়ে গেলেও ফোনটি লেভিটেট হতে থাকবে এবং ঘুরতে থাকবে। যতক্ষণ না স্মার্টফোনটিকে তুলে ফেলা হয়।কিকস্টার্টার প্রচারে দেয়া আছে ডিভাইসটির মূল্য ১৮৫ মার্কিন ডলার। বিনিয়োগের আহ্বান জানানোর ওয়েবসাইট কিকস্টার্টারে দরকারি বিনিয়োগ চেয়ে পোস্ট করেছিলো প্রতিষ্ঠানটি। আর এরই মধ্যে লক্ষ্যমাত্রার অতিরিক্ত বিনিয়োগ পেয়েছে এই প্রতিষ্ঠান।