ইউসিএল গবেষক টম হ্যান্স এবং তার সহকর্মীরা দাবী করেছেন, তাদের তৈরি সফটওয়্যার খুঁটিনাটি সব বিচার করে হুবহু যে কারও লেখা নকল করতে সক্ষম। উদ্ভাবিত এই হস্তাক্ষর অ্যালগরিদমের ব্যবহারিক রীতিনীতি অত্যন্ত ভয়ানক হতে পারে। বিশেষ করে ব্যাংকের সংবেদনশীল নথি বা নতুন ক্রেডিট কার্ড তৈরি অথবা ব্যক্তিগত চিঠিপত্রের ক্ষেত্রে এই সফটওয়্যার বিপজ্জনক হতে পারে।